পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাপানের উপকথা সূচনা ইউরোপ, আমেরিকা ও অষ্ট্রেলিয়ার অধিবাসিগণ ব্যতীত পৃথিবীর অন্যান্য যাবতীয় জাতির এক্ষণে পতন অবস্থা। অনেকদিন পূৰ্ব্বে কুভেয়ার নামক একজন ফরাসি পণ্ডিত যাহা লিখিয়াছেন, তাহার মৰ্ম্ম এই— “যেমন একখানি ইটের উপর আর একখানি ইট রাখিয়া লোক বৃহৎ অট্টালিকা নিৰ্ম্মাণ করে, সেইরূপ একটি আবিষ্কৃত জ্ঞানের উপর আর একটি নূতন আবিষ্কৃত জ্ঞানের স্থাপন করিয়া বৰ্ত্তমানকালের অদ্ভুত বিজ্ঞানশাস্ত্র রচিত হইয়াছে! যে জাতিগণ পৃথিবীর অবীশ্বর হইয়াছে। যাহারা এই নূতন বিজ্ঞান শাস্ত্রকে তুচ্ছ করিয়াছে, তাহারা দাস জাতিতে পরিণত হইয়া ধ্বংসপ্রাপ্ত হইয়াছে।” আরব, তুর্ক, তাতার প্রভৃতি যে সমুদয় মুসলমান জাতির বাহুবলে পৃথিবী একদিন কম্পিত হইয়াছিল, বিদ্যাবলে যে হিন্দুজাতি পৃথিবীর একদিন অলঙ্কারস্বরূপ ছিল, শিল্প-কৌশলে যে চীন জাতি একদিন অজেয় ছিল, নূতন বিজ্ঞানকে অবহেলা করিয়া সেই সমুদয় জাতির রতর অবনতি হইয়াছে। পূৰ্ব্ব অঞ্চলে বৃন্দ্রািব্লউআশ্রয় লইয়াছে। সেই বিদ্যাবলে জাপানের য়া মহাখণ্ডের যাবতীয় জাতির মুখ উজ্জ্বল করিয়াছে। বিশেষতঃ আমরা জাপানের 'গৌরবে গৌরবান্বিত হইয়াছি। জাপান যে কেবল আমাদের রাজার বন্ধু, তাহা নহে, জীপািন আমাদের শিষ্য। কেবল তাহাও নহে, আমার বােধ হয় যে, জাপানের লোক বাঙ্গালী জাতি হইতে উৎপন্ন হইয়াছে। সকলেই জানেন যে, সিংহলবাসীদের পূর্বপুরুষগণ বঙ্গদেশ হইতে গমন করিয়া সেস্থানে বাস করিয়াছিল। পূৰ্ব্বকালে বঙ্গ ও কলিঙ্গ দেশ হইতে হিন্দু বণিকগণ সমুদ্রপথে গমন করিয়া যব, বালি, কাম্বোজ প্রভৃতি দ্বীপে ও নানা দেশে বাস করিয়াছিল। সেই সমুদয় দেশে এখনও হিন্দুদিগের কীৰ্ত্তি বৰ্ত্তমান রহিয়াছে। জাপানেও যে হিন্দুগণ গিয়া বাস করিয়াছিল, নানা কারণে আমি এইরূপ সিদ্ধান্ত করিতে বাধ্য হইয়াছি; সুতরাং জাপানের সহিত আমাদের যতই সীেহাদর্ঘ্য হয়, ততই ভাল। জাপান কোথায়, জাপানের লোক কিরূপ, তাহাদের আচার-ব্যবহার কিরূপ, এই সমুদয় বিষয়ে আমাদের জ্ঞানলাভ করা আবশ্যক। চীন ও জাপান সম্বন্ধে পূৰ্ব্বে আমি কয়টি প্ৰবন্ধ লিখিয়াছিলাম। আজ অন্যপ্রকার বিবরণ প্ৰদান করিব। উপকথা সকল দেশেই প্ৰচলিত আছে। সকল দেশেই মাতা, পিতা, পিতামহ-পিতামহীগণ,- বালকবালিকাদিগের নিকট উপকথা বলিয়া থাকেন। জাপানের পিতামহ-পিতামহীগণ,- পৌত্রপৌত্রীগণের নিকট কিরূপ উপকথা বলিয়া থাকেন, দৃষ্টান্তস্বরূপ আজ সেইরূপ একটি গল্প এস্থানে প্ৰদান করিব। ଅysis is! CVe:S sNAls viði (SS BS! ro www.amarboicom ro