পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমাদের প্রভুর নিকট আমরা আতিথ্য প্রার্থনা করি।” তখন তাহারা হাসি আর রাখিতে পারিল না। বিকট শব্দে হাস্য করিয়া তাহারা নানারূপ পরিহাস করিতে লাগিল। কেহ বা রাইকোর শরীর টিপিয়া আপনার মুখের ভিতর আপনার অঙ্গুলি প্রবিষ্ট করিয়া ইঙ্গিত করিল যে— “আজ রাত্ৰিতে তোমাদের কোমলমাংস ভক্ষণ করিয়া আমরা পরম পরিতোষলাভ করিব।” সে সমুদয় বিদ্রুপের উপর ভ্ৰক্ষেপ না করিয়া, রাইকো তাহার প্রভুকে সংবাদ দিবার নিমিত্ত বারবার অনুরোধ করিতে লাগিলেন। অবশেষে একজন দানব দুর্গের ভিতর প্রবেশ করিয়া তাহাদের রাজার নিকট সংবাদ দিল যে,- “মহারাজ! চারিজন কোমলমাংসবিশিষ্ট অতি উপাদেয় খাদ্য অকস্মাৎ কোথা হইতে আসিয়া সিংহদ্বারে উপস্থিত হইয়াছে।” সন্ন্যাসীদিগকে তৎক্ষণাৎ ভিতরে আনিবার নিমিত্ত রাক্ষসরাজ আদেশ করিল। ভিতরে গিয়া রাইকো দেখিলেন যে, শিউতেন-দোজি সিংহাসনে বসিয়া আছে। বহুসংখ্যক রাক্ষস নানারূপ অস্ত্ৰধারণ করিয়া সিংহাসনের নিম্নে দণ্ডায়মান রহিয়াছে। অন্যান্য রাক্ষসের মূৰ্ত্তি অতি ভয়ানক বটে; কিন্তু শিউতেন-দােজির আকৃতি-মূৰ্ত্তি যেরূপ ভীষণ, তাহা বৰ্ণনা করিতে পারা যায় না। তাহার মুখপানে চাহিয়া দেখিলে মানুষ মূৰ্ছিত হইয়া ভূতলে পতিত হয়। কিন্তু রাইকো ও তাহার সঙ্গিগণ মিনামোটাে-কূলে জন্মগ্রহণ করিয়াছিলেন। ভয় কাহাকে বলে, তাহা তাহারা জানিতেন না। শিউতেন-দীেজি রাক্ষসের বিকট মূৰ্ত্তি দেখিয়া তাহারা কিছুমাত্ৰ শঙ্কিত হইলেন না; কিন্তু রাজাকে যেরূপ সম্মান করা উচিত, তাহা তাহারা করিলেন, সাষ্টাঙ্গে ভূমিষ্ঠ হইয়া তাহারা নয়বার কীে-চীে করিলেন, অর্থাৎ ভূমির উপর নয়ুৱার মাথা ঠুকিলেন। তখন রাক্ষসরাজ তাহাদিগকে জিজ্ঞাসা করিল,— “তোমরা কে, কোথুহেইতে কি জন্য এ-স্থানে আসিয়াছ?” s সহিত সাক্ষাৎ হয় নাই। অদ্য দূর হইতে দ্বারে আসিয়া উপস্থিত হইয়াছি। আজ রাত্রির করে। ভরসা করি, মহারাজ আমাদিগকে যৎকিঞ্চিৎ অন্ন ও একটু আশ্ৰয়স্থান দিতে কাতর। হইবেন না।” শিউতেন-দোজি ঈষৎ হাসিয়া উত্তর করিলেন, — “স্ব-ইচ্ছায় হউক, অনিচ্ছায় হউক, আমার ভবনে অনেক লোক আগমন করে। সে সমুদয় লোককে আমি যেভাবে অভ্যর্থনা করিয়াছি, তোমাদিগকেও আমি সেইভাবে অভ্যর্থনা করিব।” এই কথা শুনিয়া উপস্থিত রাক্ষসগণ হাে-হো করিয়া হাসিয়া উঠিল। সন্ন্যাসীদিগের কিরূপ অভ্যর্থনা হইবে, তাহা সকলেই বুঝিল। কল্য ইহাদিগকে ভক্ষণ করিতে পাইবে, তাহা ভাবিয়া অনেকের মুখে লালা আসিয়া গেল। শিউতেন-দোজি তখন অনুচরদিগকে অনুমতি করিলেন,- “আমার গৃহে আজ যাহা কিছু সুখাদ্য প্ৰস্তুত হইয়াছে, সে সমুদয় আনয়ন কর। আজ আমি যথাবিধি অতিথিসৎকার করিব। অতিথির সহিত একত্রে আজ আমরা সকলে ভোজন করিব।” ভোজনের আয়োজন হইল। ভিতর ও বাহির হইতে রাক্ষসগণ আসিয়া সারি সারি উপবিষ্ট হইল। অতি সমাদর করিয়া রাক্ষসরাজ রাইকো ও তাহার সঙ্গিগণকে আপনার দক্ষিণ ও বামদিকে বসাইলেন। পরিবেশকগণ সকলের সম্মুখে অনেকগুলি আচ্ছাদিত পাত্র রাখিয়া দিল। aysis କ୍ଷୁg Øh\5ፃ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro