পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এইমাত্র।” বৃদ্ধ বলিলেন,- “তুই দূর হ, আমার সম্মুখ হতে দূর হী।” স্ত্রীলোকটি অবশেষে বলিলেন, “আচ্ছা বাবা, আমি দূর হইতেছি, কিন্তু আমার কন্যাটি তো কোন অপরাধ করে নাই। ইহাকে আমি তোমার নিকট রাখিয়া যাইতেছি। পাতের হাতের দুইটি ভাত দিয়া ইহাকে &ङि°ब्लन् दि७ ।।' সেই কথা শুনিয়া বৃদ্ধ আরও জুলিয়া উঠিলেন,— “তোর ঝাড় আমার এ বাড়ীতে থাকিতে পরিবে না। দূর দূর, এখনি দূর হ।” স্ত্রীলোক ও তাহার কন্যা সত্ত্বর দূর হইতেছে না, তাহা দেখিয়া বৃদ্ধ রাগে অন্ধ হইয়া পড়িলেন। ধৈৰ্য ধরিতে না পারিয়া তিনি সেই বেহালার বাড়ী কন্যার মাথায় মারিয়া বসিলেন। কন্যার মাথা হইতে দীর দীর ধারায় রক্ত পড়িতে লাগিল। গাল বাহিয়া সেই রক্ত মাটিতে পড়িল । এই নিষ্ঠুর ব্যবহার দেখিয়া সেই স্ত্রীলোক তখন উঠিয়া দাঁড়াইলেন। চক্ষু দিয়া তাঁহার যেন আগুনের ফিন্‌কি বাহির হইতে লাগিল। তিনি বলিলেন,- “বাবা! তুমি এ কাজ করিলে। যাহা হউক, আমি তোমাকে কিছু বলিব না। কিন্তু আজ হইতে তোমার লক্ষ্মী ছাড়িল।” এই কথা বলিয়া মেয়েটির হাত ধরিয়া স্ত্রীলোকটি সেই ঘর হইতে বাহির হইলেন। তাহার পর দালানের ভিতর দিয়া উঠানে গিয়া নামিলেন। তাহার পর উঠান পার হইয়া বাড়ীর বাহিরে চলিয়া গেলেন। যেই তিনি বাড়ীর বাহির হইলেন, আর বৃদ্ধ ভয়ানক চীৎকার করিয়া সেই তক্তপোষের উপর শুইয়া পড়িলেন। সেই সময় ঝাড় লণ্ঠন সব নিবিয়া গেল্প সকলে পুনরায় অলক ঠাকুরুণের ঘরে যাইলাম। সীতা তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল। সে রাত্রিতে আর কোন উপদ্রব হইল না। কিন্তু সে রাত্ৰিতে আমাদের নিদ্রা হইল না। আমরা সকলে বসিয়া রহিলাম। পিতেম। তখন আমাকে সকল কথা বলিল। পিতেম বলিল,- “ঐ যে বৃদ্ধ দেখিলে, উনি বাড়ীর কৰ্ত্ত ছিলেন। উহার নাম জগমােহন চৌধুরী। উনি বড় দুৰ্দান্ত লোক ছিলেন। একবার যাহা বলিতেন, তাহাই করিতেন, তা সে ভালই হউক আর মন্দ হউক। পৃথিবীতে তাঁহার কেবল একটি সখ ছিল। বেহালা বাজাইতে তিনি বড় ভালবাসিতেন। সময় নাই, অসময় নাই, সৰ্ব্বদাই তিনি বেহালা বাজাইতেন। বিশেষতঃ ঝড় বাতাস বাদলার মজার গল্প sNAls viði (SS BS! ro www.amarboi.com ro (rbrm