পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিনয় আস্তে আস্তে বিছানা হইতে উঠিল। বালিশের নীচে হইতে ছুরিখানি লইল। ধীরে ধীরে ঘরের দ্বার খুলিল। অন্ধকার রাত্রি। ভয়ে বালকের সর্বশরীর কঁাপিতে লাগিল। বাহির বাটীতে দালানে যাইতে বারবার চমকিত হইল। ঐ বুঝি কে দাঁড়াইয়া আছে। ঐ বুঝি কে হাত বাড়াইতেছে, এ-বস্তু সে-বস্তু দূর হইতে দেখিয়া, বারবার তাহার এইরূপ ভয় মনে উদয় হইল। একবার তাহার মুখ দিয়া চীৎকার বাহির হইবার উপক্রম হইল। পুনরায় ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া দিবার নিমিত্ত একবার তাহার ইচ্ছা হইল। কিন্তু সে ভাবিল যে,--ঠাকুরের দড়ি না। কাটিলে ঠাকুরদাদা বঁচিবেন না। —এইরূপ ভাবিয়া সে মনকে স্থির করিল। পাছে মুখ দিয়া চীৎকার বাহির হয়, সেজন্য দন্ত দ্বারা নিম-ওষ্ঠ সে কামড়াইয়া রহিল। ভয়ে তাহার বুক টিপটিপ করিতেছিল। বুকের শব্দ সে নিজে শুনিতে পাইতেছিল। এ শব্দ পাছে আর কেহ শুনিতে পায়, সেজন্য বামহাতে সে বুক চাপিয়া রহিল। ঠাকুরদাদাকে আমি বঁাচাইব-এই কথা বারবার সে মনে মনে বলিয়া ভয় ও ভাবনা ভুলিতে চেষ্টা করিল। আস্তে আস্তে বিনয় দালানে গিয়া উঠিল। অৰ্দ্ধনিৰ্ম্মিত প্ৰতিমার পশ্চাতে গিয়া দাঁড়াইল । একদিকে প্রতিমার পশ্চাৎদিকের বঁাশের সহিত ও অপরদিকে দালানের প্রাচীরে গজালের সহিত যে রজ্জ্ব বাধা ছিল, চাকু খুলিয়া বিনয় তাহা কাটিতে চেষ্টা করিল। কিন্তু বিনয় সাত বৎসরের শিশু। রজ্জ্ব উচ্চে বাঁধা ছিল। রজ্জ্ব সে নাগাল পাইল না। এত কষ্ট সব আমার বৃথা হইল। ঠাকুরদাদাকে আমি বঁাচাইতে পারিলাম না! ভয় ভুলিয়া বিনয়ের মন এক্ষণে দুঃখে৷ পরিপূর্ণ হইল। কি করি! সেই অন্ধকারে প্রতিমার একাকী দাঁড়াইয়া বিনয় ভাবিতে লাগিল। সহসা তাহার মনে হইল যে, দালানের পার্শ্বে একটি পুরাতন কাঠের বাক্স পড়িয়া আছে। বৃন্দাবন তাহার উপর কখন কখনওঁসিয়া তামাকের ধূমপান করেন। অতিকষ্টে সেই বাক্সটি বিনয় দালানে আনিল। তাহাঙ্গুড়পর দাঁড়াইয়া তবুও সে দড়ির নাগাল পাইল না। বিনয় পুনরায় ভাবিতে লাগিল । ভাবিয়া পুনরায় প্রাঙ্গণে গিয়া দুইখানি ইট লইয়া আসিল । বাক্সের উপর ইট রাখিয়া পর সেই ইটের উপর দাঁড়াইয়া বিনয় দড়ি কাটিতে সমর্থ হইল। কিন্তু দড়ি অতিশয় স্থূল ছিল। পাছে ইন্দুরে কাটে, সেইজন্য তাহার উপর আলকাতরার লেপ ছিল। সেই আলকাতরা শুষ্ক হইয়া দড়ি অতিশয় কঠিন হইয়াছিল। দড়ির উপর ছুরিটি সবলে রাখিয়া একবার উপরে একবার নীচে তুলিতে লাগিল। তাহার শিশুহাত—দড়ি দুই খণ্ড হইতে কিছু বিলম্ব হইল। কিন্তু যেই রজ্জ্ব ছিন্ন হইল, আর হুড়মুড় করিয়া প্রতিমা উপুড় হইয়া পড়িল। সেই সময় ইট দুইখানিও বিনয়ের পা হইতে সরিয়া গেল। বিনয় মাটিতে চিৎপাত হইয়া পড়িয়া গেল। পড়িয়া সে একেবারে জ্ঞানশূন্য হইল। কতক্ষণ অজ্ঞান হইয়া পড়িয়াছিল, তাহা সে বলিতে পারে না। কিন্তু যখন তাহার চেতনা হইল, তখনও রাত্রি অবসান হয় নাই। ধড়ফড় করিয়া সে উঠিয়া বসিল। আমি এখানে কি করিয়া আসিলাম, প্রথম তাহার সেই চিন্তা হইল। তাহার পরে যখন তাহার সকল কথা স্মরণ হইল, তখন পাছে কেহ দেখিতে পায়, তাহার সেই ভয় হইল। পিতামহ তাহাকে এ কথা গোপন রাখিতে বলিয়াছিলেন। ছুরিখানি একটু দূরে পড়িয়াছিল, মাটিতে হাত বুলাইয়া বিনয় তাহা খুঁজিতে লাগিল। অল্প অনুসন্ধানের পর সে তাহা পাইল। বিনয় তখন উৰ্দ্ধশ্বাসে আপনার ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া শয়ন করিল। SSSR află cios (gs se - www.amarboi conf**