পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বস্তু, এইরূপ তাহার জ্ঞান হইয়াছিল। ধনের অহঙ্কার তিনি মন হইতে একেবারে দূর করিয়াছিলেন। তাঁহার সেই উগ্ৰমূৰ্ত্তির পরিবৰ্ত্তে প্ৰসন্নমূৰ্ত্তি দেখিয়া সকলে বিস্মিত হইয়াছিলেন। আর কখন কটুবাক্য বলিব না, কাহারও মনে দুঃখ দিব না, মনে মনে তিনি এইরূপ প্ৰতিজ্ঞা করিয়াছিলেন। হাড়েরা তাঁহার মৃত্যুকামনা করিয়াছিল। সেইজন্য তাহাদের প্রতি তাঁহার মনে ঘূণা জনিয়াছিল; কিন্তু সে বিদ্বেষও মন হইতে দূর করিতে তিনি যথাসাধ্য চেষ্টা করিতেছিলেন। হাড়দিগের সহিতও তিনি মিষ্টভাবে কথোপকথন করিতেন। রায় মহাশয় জিজ্ঞাসা করিলেন,- “তোমার আন্নামাসীর বিবাহ হইয়াছে?” বিনয় উত্তর করিল,- “না, এখনও তাঁর বিয়ে হয় নাই। আমার মায়ের বাবার টাকা নাই, তাই এখনও তার বিয়ে হয় নাই।” রায় মহাশয় নিরুদেশ পুত্রকে স্মরণ করিয়া একটি দীর্ঘশ্বাস পরিত্যাগ করিলেন। তাহার পর তিনি বলিলেন,- “আচ্ছা, আমি আজই তোমার মা, তোমার সেখানকার ঠাকুরদাদা, দিদিমা ও তোমার আন্নামাসীকে আনিতে পাঠাইব ।” "আমি মরিয়া বীচিয়াছি। আমার অপরাধসমুদয় ক্ষমা করবেন, ইত্যাদি।” বিনয়ের মাতামহ, মাতামহী, সৌর্তা ও মাসী গাড়ী করিয়া রায় মহাশয়ের বাটীতে আসিতেছিলেন। মাতামহের নাম মৃত্যুঞ্জয় নষ্কর। যে জলায় হৃষীকেশ ভূত দেখিয়াছিলেন, সেই জলা পার হইয়া আসিতে হয়। সন্ধ্যার সময় গাড়ী জলার অপর পারে আসিয়া উপস্থিত হইল। জলার মধ্যে কিছুদূর অগ্রসর হইলে ঘোড়া অকস্মাৎ ক্ষেপিয়া উঠিল। গাড়ীর সহিত ঘোড়া দুইটি রাস্তার পার্শ্বে এক গৰ্ত্তে গিয়া পড়িল। আরোহীদিগের শরীরে বিশেষ কোনরূপ আঘাত লাগিল না বটে, কিন্তু গাড়ীর একখানি চাকা ভাঙ্গিয়া গেল। বিনয়ের মাতামহ বলিলেন,- “এ গাড়ী আর চলিবে না। রামদেবপুর আর অধিক দূর নহে। জলাটা পার হইলেই আমরা সেখানে গিয়া পীে ছিব। এই রাস্তাটুকু চল আমরা হাঁটিয়া যাই।” জলার মাঝখানে তাহারা গিয়া উপস্থিত হইলেন। পথে জনপ্ৰাণী ছিল না। এই সময় তাঁহাদের বামদিকে জলার উপর মেঘ নামিয়া যেন ভূমি স্পর্শ করিল। ভূমি হইতে অল্প উচ্চে মেঘের কোলে বিদ্যুৎ খেলিতে লাগিল। আকাশ হইতে অল্প অল্প বৃষ্টি পড়িতে লাগিল। বামদিকে ঘোর কৃষ্ণবর্ণের মেঘ ঘনীভূত হইয়া মানুষের আকার ধারণ করিল। মেঘনিৰ্ম্মিত সেই মানুষ হাত দুইটি দুইদিকে প্রসারিত করিয়া দিল। উজ্জ্বল শুভ্ৰবর্ণের শাখায় তাহার হাত দুইটি অলকৃত ছিল। বিদ্যুতের আলোকে এই সমস্ত অদ্ভুত ব্যাপার দেখিয়া সকলের প্রাণ উড়িয়া গেল। তাহার পর সেই মেঘের মানুষ দুলিতে দুলিতে সুর করিয়া সেই সমুদয় পূৰ্ব্বকথা বলিতে লাগিল:- মজার গল্প Wedł sNAls viði (SS BS! ro www.amarboi.com ro