পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“টিপি টিপি বৃষ্টি পড়ে মেঘে ঝিকিমিকি । ডুলির ভিতর বসে ক’নে হাসে ফিকিফিাঁকি। বিয়ের সম্বন্ধ মামা করে খুড়ো নয়কে রাজি । হিন্দুর ঘরের বিয়ের মামলা বিচার করেন। কাজি৷ লাল-কাপড়ে ময়ুর আঁকা হাতে রাঙ্গা কড়। বিয়ের সময় ছানুলাতলায় উঠলো বড় ঝড়৷ বিয়ের পরে বাসরঘরে কনে বীেটি যান। পাড়ার মেয়ে এসে করে শিবঠাকুরের গান৷ চকচকানি টাকা পেয়ে খুলে দিলাম দ্বার। জলার ভিতর আছি তাই নাইকো আমার গতি । যতদিন না বঁধুর সঙ্গে মিলবে পুন সতী৷ যাও কনে সেই বঁধুর কাছে গলায় ছবি দিয়ে। বেলগাছোতে বসে আছে। পথটি পানে চেয়ে৷” জলার মধ্যে ক্রমে ক্ৰমে সেই মেঘ-মূৰ্ত্তি মেঘের সহিত ও সেই সুরটি বাতাসের সহিত মিশাইয়া গেল । সকলের শরীর ভয়ে কাঁটা দিয়া উঠিল। অন্নপূর্ণ জিজ্ঞাসা করিল,- “বাবা, ও কি? ঐ শব্দ শুনিয়া আমার বুক টিপ টিপ করিতেছে।” নস্কর মহাশয় বলিলেন,- “ও কিছু নহে, সকলে দ্রুতবেগে জলা পার হইতে শুনিলেন, তাহা মানুষের স্বর নহে। X তাহারা বলিল, যে,- “জলার ভিত উচ্চভূমিতে একটা শেওড়াগাছ আছে। সেই গাছে একটা পেতিনী বাস করে। কখন সে গীত গায়, কখন সে ক্ৰন্দন করে। তাহার ভয়ে জেলার পথ দিয়া রাত্রিকালে লোক একেলা যাতায়াত করে না ।” নস্কর মহাশয় সপরিবারে রায় মহাশয়ের বাটীতে উপস্থিত হইলেন। রায় মহাশয় তাহার বিশেষরূপ সমাদর করিলেন। হাড়গণও তাঁহাদের মৌখিক অভ্যর্থনা করিলেন। বিনয়ের মাতা পুত্রকে পাইয়া আনন্দসাগরে মগ্ন হইলেন। রায় মহাশয়ের স্বভাব সম্পূর্ণ পরিবৰ্ত্তিত হইয়াছে, তাহা দেখিয়া ও তাঁহার সুমিষ্ট কথা শুনিয়া সকলেই বিস্মিত ও আনন্দিত হইলেন। আহারাদির পর বিনয়ের মাতা, বিনয় ও অন্নপূর্ণ একঘরে শয়ন করিলেন। ঘোর রাত্রিতে বিনয়ের মাতার সহসা নিদ্রাভঙ্গ হইল। নিকটে কে ফোঁশ-ফোঁশ করিয়া কাঁদিতেছে, সেইরূপ একটা শব্দ শুনিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, “আন্না। কাঁদিতেছিস? কেন, কি হইয়াছে?” অন্নপূর্ণা কোন উত্তর করিল না। বিনয়ের মাতা উঠিয়া প্ৰদীপ জ্বলিলেন। তিনি দেখিলেন, যে, অন্নপূর্ণ ঘােড় হেঁট করিয়া বসিয়া আছে। মেঘের ন্যায় তাহার দীর্ঘ কেশপুঞ্জ মুখে ও পৃষ্ঠে পড়িয়াছে। সেই কেশের ভিতর দিয়া, তাহার রূপরাশি যেন ফুটিয়া বাহির হইতেছে। বিনয়ের মাতা একদৃষ্টি অনেকক্ষণ পৰ্যন্ত সেই সুন্দর দৃশ্য দেখিতে লাগিলেন। কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া তিনি বলিলেন,- “আন্না! বিধাতা কি তোর রূপে রতিমাত্রও খুঁত রাখেন নাই? কি হইয়াছে? कँCिऊछिम ¢कन्?" woS află zi»3 goi se - www.amarboi conf**