পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

खर्छ एबश्वाश বেলগাছে পাগল সন্ধ্যা হইয়াছে। দোতলার একটি ঘরে অন্নপূর্ণ একাকী বসিয়া আছে। ঘরে আলো জুলিতেছে। বিনয় সেই ঘরে আসিয়া বলিল,— “কাল জলায় তোমরা কি দেখিয়াছিলে? ভূতে না কি গান করিতেছিল? গানটি হাড়-দিদিকে তুমি বলিয়াছ। আমাকে একবার বল না মাসী!” অন্নপূর্ণ প্রথম কিছুতেই সম্মত হইল না। কিন্তু বিনয় তাহাকে কিছুতেই ছাড়িল না। অন্নপূর্ণ বলিতে আরম্ভ করিল— “টিপি টিপি বৃষ্টি পড়ে মেঘে ঝিকিমিকি । ডুলির ভিতর বসে ক’নে হাসে ফিকিফিকি৷” অন্নপূর্ণ যেই এই কথা বলিয়াছে, আর বাহির হইতে কে বলিয়া উঠিল— “কালো মেঘে বিকিমিকি । সতী হাসে ফিকিফিকি৷” অন্নপূর্ণা চমকিয়া উঠিল। ভয়ে তাহার শরীর রোমাঞ্চিত হইল। বিনয় বলিল,— “বাহিরে কে কি বলিতেছে।” কিছুক্ষণ চুপ করিয়া দুইজনে কান পাতিয়া রহিল। আর কোন সাড়াশব্দ পাইল না। তখন অন্নপুর্ণা পুনরায় বলিল,— নিকটে এক ঘরে রায় মহাশয় ছিলেন। জানালার ধারে দাড়াইয়া উচ্চৈঃস্বরে তিনি বলিলেন,- “কে ও? বেলগাছে কে ও?” অন্নপূর্ণ ও বিনয় যে ঘরে ছিলেন, সেই ঘরের ঠিক পার্শ্বে অতি নিকটে একটি বেলগাছ ছিল। সেই বেলগাছের উপর হইতে কে বলিল,— “কালো মেঘে বিকিমিকি । সতী হাসে ফিকিফিকি৷” রায় মহাশয় বলিল,— “কি?” বেলগাছ হইত পুনরায় বলিল,— “কালো মেঘে বিকিমিকি । সতী হাসে ফিকিফিকি৷” রায় মহাশয় তাড়াতাড়ি বারেন্ডায় আসিয়া সকলকে ডাকিতে লাগিলেন,- “বৃন্দাবন!! হাড় মহাশয়! নষ্কর মহাশয়! শীঘ আপনারা বাহিরে যান। বেলগাছে কে উঠিয়াছে। উহাকে কিছু বলিবেন না, আস্তে আস্তে আমার কাছে লইয়া আসুন।” পূজাবাড়ী। চারিদিকে অনেক লোক ছিল। বাটীর বাহিরে বেলগাছের দিকে সকলে দীেড়িল। রায় মহাশয় দোতলার জানালার ধারে দাঁড়ায়াছিলেন। বৃন্দাবন তাঁহাকে বলিল,— 'rvsts sis sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Voys