পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহা বুঝিতে পারিলেন। তাহার পর রায় মহাশয় পুনরায় বলিলেন, — “বিনয়কে আমি ঘরে আনিয়াছি। বিনয়ের মাতাকেও আনিয়াছি। হৃষীকেশকে পুনরায় আমি পাইলাম। অন্নপূর্ণার সহিত তাহার বিবাহ হইবে। এ সমুদয় কারণে হাড় মহাশয় আপনি দুঃখ করিবেন না। আপনার জন্য আমি স্বতন্ত্র একখানি বাড়ী করিয়া দিব । যত বিঘা নিষ্কর ব্ৰহ্মোত্তর ভূমি দিলে আপনার সুখে-স্বচ্ছন্দে দিনপাত হয়, তত বিঘা। ভূমি আমি কিনিয়া দিব। আপনার গৃহিণী ও পুত্রবধূর সাধ মিটাইয়া আমি অলঙ্কার দিব। আর কৃষিকাৰ্য্যের তত্ত্বাবধানের নিমিত্ত বৃন্দাবনকে আমি একটি সুন্দর ঘোড়া কিনিয়া দিব। কেমন, ইহাতে সন্তুষ্ট হইবেন ত’?” রায় মহাশয় তাহার জামাতা ছিলেন। সে নিমিত্ত হাড় মহাশয় তাহাকে দুই হাত তুলিয়া আশীৰ্ব্বাদ করিতে লাগিলেন । রায় মহাশয় পুনরায় বলিলেন,— “নস্কার! তোমার পুত্ৰ নাই, কেবল এই দুইটি কন্যা। দুইটি কন্যাকে আমি লইলাম। তুমি ও তোমার গৃহিণী চিরকাল আমার ঘরে থাকিবে। আর কোন ভয় নাই। আমি প্ৰতিজ্ঞা করিয়াছি যে, জিব কাটিয়া ফেলিব, সেও স্বীকার, তথাপি আর কাহারও মন অণুমাত্র দুঃখ দিব না।” নস্কর মহাশয় বৈবাহিকের সহিত আনন্দে “সেকহ্যাণ্ড” করিলেন । সেবার রায় মহাশয়ের বাড়ীতে অতি ধূমধামের সহিত দুর্গোৎসব হইল। অনেক লোককে তিনি কাপড় দিলেন ও অনেক ব্ৰাহ্মণ ও দীন-দুঃখীকে তিনি ভোজন করাইলেন । নানারূপ নৃত্য-গীত দর্শন ও শ্রবণে সহস্ৰ সহস্ৰ লোক ব্লল । পূজার পর যখন বিবাহের কাল পুনরায়ু উপ্ত হইল, তখন শুভদিনে ও শুভক্ষণে ও শুভলগ্রে অতি সমারোহে অন্নপূর্ণার সহিত হৃষীকেশের বিবাহকাৰ্য সম্পন্ন হইল। নস্কর মহাশয়, হাড় মহাশয় ও তাঁহার পরিবারবর্গ আনন্দু-গ্ৰীষ্টারে বিবাহের কিছুদিন পরে একদিন স্ট্র কশ বলিলেন, — “অন্নপূর্ণা! আজি সন্ধ্যাবেলা চল, তোমাদের বাড়ীতে আসিয়া বিবাহের স্বপ্ন দেখিয়াছিলাম, সেদিন স্বপ্নে তোমাকে দেখিয়াছিলাম। তাহার পূৰ্ব্বে বাপের বাড়ী থাকিতে তোমাকে আমি অনেকবার স্বপ্নে দেখিয়ছিলাম। বেলগাছে তুমি পাতার ভিতর ছিলে, আর তখন অন্ধকার হইয়াছিল, তা না হইলে তোমাকেও আমি চিনিতে পারিতাম। তোমার সঙ্গে বাঘের মুখে যাইতেও আমার ভয় হয় না।” সন্ধ্যার পর দুইজনে চুপি-চুপি জলায় গমন করিলেন; জেলার মাঝখানে গিয়া পথের উপর দাঁড়াইলেন। জ্যোৎস্না রাত্রি ছিল; দুইদিকেই অনেক দূর পর্য্যন্ত দেখিতে পাইলেন। সহসা আকাশ কালো মেঘে আচ্ছাদিত হইল। মেঘের কোলে চিকিমিকি বিদ্যুৎ খেলিতে লাগিল। আকাশ হইতে টিপি-টিপি বৃষ্টি পড়িতে লাগিল। সেই সময় অল্পদূরে তাঁহাদের সম্মুখে জলার ভিতর হইতে অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল বাষ্প উখিত হইতে লাগিল। সেই বাষ্প ক্রমে ঘনীভূত হইয়া অগ্নিশিখাসদৃশ উজ্জ্বল স্ত্রী আকারে পরিণত হইল। সেই স্ত্রীমূৰ্ত্তি একবার দক্ষিণদিকে একবার বামদিকে দুলিতে লাগিল। দুলিতে দুলিতে সুর করিয়া সে বলিতে লাগিল,— systs ୭୫ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro VSV)