পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একঠোঙো ছকু প্ৰথম অধ্যায় ধন ফেলে ব্যাঙ পালালো । ছকু ভয়ার ঠ্যাঙটি গেল৷ কিনুবাবু ছোট একটি চালা-ঘর করিয়াছেন। তাহার নাম যোগ-মন্দির। বন্ধুবান্ধব লইয়া সেই ঘরে তিনি গাঁজার ধূম পান করেন। পাল-পাৰ্ব্বণে আমোদটা কিছু অধিক মাত্রায় হয়। আজ মহাষ্টমী, দুই বোতল মদ আসিয়াছে। আমোদ করিবার নিমিত্ত বদন ও নবদ্বীপ কিন্নুর বাড়ীতে গিয়াছেন। সন্ধ্যার পূৰ্ব্বে ঠক্‌ ঠক্‌ করিয়া ছকুও সেই স্থানে চলিয়াছেন। ছকুকে দেখিয়া পাড়ার ছেলেদের আনন্দ হইল। হাততালি দিয়া দূর হইতে তাহারা বলিতে লাগিল:- ধন ফেলে ব্যাঙ পালালো । ছকু ভায়ার ঠ্যাঙটি গেল৷ ছকু ক্ষেপিয়া উঠিলেন। প্ৰথমে তিনি অনেক গালি দিলেন। তাহার পর ঢ়িল ছুড়িয়া বালকদিগকে মারিতে লাগিলেন । বালকেরা আরও র গিয়া বলিতে লাগিল— ছকু উত্তর করিলেন,- “ঐ ছোড়ারা! বদন বলিলেন, — “এক গেলাস মাল টানিলে এখনি রাগ ভাল হইয়া যাইবে।” সন্ধ্যা হইল। তিন ছিলিম গাজায় ভিত্তি স্থাপন করিয়া তাহার পর আসল জিনিসটি আরম্ভ হইল। মন একটু সুস্থ হইলে ছকু বলিলেন,- “এই মহাষ্টমীর দিন একটু মদ না খাইলে হিন্দুয়ানী বজায় থাকে না।” কিনু বলিলেন,— “সুরা অতি পবিত্র সামগ্ৰী, দ্রবীভূত তারা।” নবদ্বীপ বলিলেন, — “মা এই তিন দিন মৰ্ত্তে আসিয়াছেন। বাড়ী বাড়ী ফিরিয়া লোকের পূজা গ্ৰহণ করিতেছেন। আমাদের আরাধনাই ঠিক। গাঁজা উৎসর্গ করিয়া শিবকে ও সুরা দিয়া মাকে সন্তুষ্ট করিলাম। আমরা প্ৰসাদ পাইলাম।” বদন বলিলেন,- ভালরূপে প্রাণপ্ৰতিষ্ঠা করিতে পারিলে সাক্ষাৎ হইয়া মা পূজা গ্ৰহণ করেন । মন্ত্রের গুণ ।” ছকু বলিলেন,- “মন্ত্রের গুণ! ওকথা আর বলিও না ভাই! কেবল দেবীর প্রতিমা নহে, মন্ত্রবলে দেবীর বাহন সিংহ ও মহিষাসুর পর্যন্ত সজীব হইয়াছিল। কলিকাতায় আমার শ্বশুর চক্ৰধর রায়ের বাটীতে এই ঘটনা ঘটিয়াছিল। আমি স্বচক্ষে দেখিয়াছি। সেই হিড়িকেই আমার পা কাটা গিয়াছে।” ଅysis'] ମୃତ୍ୟୁ Wor(* sNAls viði (SS BS! ro www.amarboi.com ro