পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় দুরন্ত মহিষাসুর ছকু বললেন, — “ছােট ঘরটিতে মনের দুঃখে চুপ করিয়া আমি বসিয়া রহিলাম। সন্ধ্যার পর আরতি হইল। নিমন্ত্রিত ব্যক্তিদিগের প্রণামীর টাকা ঝমাৎ বীমাৎ শব্দে পড়িতে লাগিল। আরও অধিক রাত্ৰি হইল। সখের যাত্রা আরম্ভ হইল। বাড়ী লোকে লোকারণ্য হইল। যাত্ৰাদলের বালকেরা কেহ ছোড়া, কেহ ছুড়ি সাজিয়া কাতার দিয়া দাড়াইয়া চিল—চেচাইতে লাগিল। এমন সময় সহসী। দালানে প্রতিমাখনি দুলিতে লাগিল। গান বন্ধ হইয়া গেল। যত লোক শঙ্কিত ও স্তম্ভিত হইয়া একদৃষ্টি প্রতিমার দিকে চাহিয়া রহিল। কাৰ্ত্তিকের ময়ুর ভয়ঙ্কর কঁ্যা-কঁ্যা রবে বাড়ী যেন ফাটাইয়া দিল। সহসা দেবীর সিংহ বজনিনাদের ন্যায়। গৰ্জ্জন করিয়া অসুরকে ছাড়িয়া দূরে গিয়া বসিলা। যে বল্লম দ্বারা অসুরকে মা বিদ্ধ করিয়াছিলেন, এখন তিনি সেই বল্পমটি তুলিয়া লইলেন। অসুর উঠিয়া দাঁড়াইল। আসল মহিষাসুর হস্তীর ন্যায় প্ৰকাণ্ড দেহবিশিষ্ট ভয়াবহ অরণ্যবাসী অর্ণা। দুই চক্ষু রক্তবর্ণ করিয়া বিপরীত বক্রাকার শৃঙ্গ পাতিয়া মহিষ গা-ঝাড়া দিল। তাহার পর শিং পাতিয়া ভীষণ গৰ্জ্জন করিতে করিতে লোকদিগকে তাড়া করিল। শিঙে তুলিয়া আমার শ্বশুরকে দূরে একটি তাকিয়ার উপর ফেলিয়া দিল। অজ্ঞান হইয়া শ্বশুর মহাশয় সেই তাকিয়ার উপর পাড়িয়া রহিলেন। তাহার পর লাফ দিয়া উঠানে যাত্ৰাদলের মাঝখানে গিয়া পড়িল । সম্মুখের খুর দিয়া সপ-বিছানা দূরে নিক্ষেপ করিল, য়া প্রাঙ্গণের মাটি খুঁড়িতে লাগিল, তাহার পর শিং পাতিয়া মাথা নীচে করিয়া একবার এদিকে একবার ওদিকে লোকসকলকে তাড়া করিতে লাগিল। বাপ *রে চীৎকার করিয়া লোক সব পরস্পরের ঘাড়ে গিয়া পড়িতে লাগিল। কাহারও মুখটি কান্নায় বাড়ী পরিপূরিত হইল। ব্লাউপর বারাণ্ডায় বসিয়া স্ত্রীলোকেরা যাত্রা শুনিতেছিল। ‘মা গো, কি হইল গো' বলিয়া তাহাষ্ট্রস্টকাদিয়া উঠিল। কচি ছেলেরা সব চ্যা-ভঁ্যা করিয়া বাড়ী ফাটাইয়া দিল । দেবীর পাদপদ্মের নিকট সিংহ বসিয়া ভীষণ মেঘগৰ্জ্জনের ন্যায় গৰ্জ্জন করিতে লাগিল। কাৰ্ত্তিককে পৃষ্ঠে করিয়া মাথা তুলিয়া ময়ুর পুনরায় ক্যা-কঁ্যা করিতে লাগিল। মহিষ গা-গাঁ শব্দ করিয়া একটা ঢাকের ভিতর শিং প্রবিষ্ট করিয়া দিল। তাহার পর মাথা তুলিয়া ঢাকটি দশ হাত দূরে ফেলিয়া দিল। পুনরায় শিং পাতিয়া মাথা নীচে করিয়া একবার। এদিক একবার ওদিকে প্রবলবেগে দীেড়িতে লাগিল। তখন তাহার খুঁড়ের দুড়-দুড় শব্দে মেদিনী কঁাপিতে লাগিল। দক্ষযজ্ঞের কথা শুনিয়াছিলাম, আজ আমার শ্বশুরবাড়ীতে সেই দক্ষযজ্ঞ হইতে লাগিল। শৃঙ্গে তুলিয়া মহিষ শত শত লোককে দূরে নিক্ষেপ করিল। কিন্তু সৌভাগ্যক্রমে কাহারও সে প্ৰাণবধ করিল না। লোক সব রুদ্ধশ্বাসে পলায়ন করিতে লাগিল। বাদ্যকরদিগের ঢাক-ঢোল, যাত্রাওয়ালাদিগের বিলাতী যন্ত্র ভাঙ্গিয়া-চুরিয়া একাকার করিয়া দিল। দোল-মঞ্চে ঝাড়লন্ঠন বুলিতেছিল, সেসব ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলিল। বাহিরে ভয়ানক কোলাহল হইতেছে। ঘরের ভিতর একাকী আমি চুপ করিয়া বসিয়া থাকিতে পারিলাম না। ব্যাপারখানা কি জানিবার নিমিত্ত বাহিরে আসিলাম । মহিষের ভয়ে কতক লোক আশেপাশে লুকাইয়াছিল। আমাকে দেখিয়া “বাপ রে! আবার রাক্ষস আসিয়াছে।” এইরূপ চীৎকার করিতে করিতে সকলে পলায়ন করিল। মহিষ আমাকে তাড়া করিল। ভয়ে আমি ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া দিলাম । alysis is! sNAls viði (SS BS! ro www.amarboi.com ro SSRd