পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিছুক্ষণ পরে বাটী নীরব হইল। আস্তে আস্তে আমি দ্বার খুলিয়া উকি মারিলাম। মহিষ নাই, বাটীতে জনপ্রাণী নাই। আরও আগে গিয়া দেখিলাম, প্রাঙ্গণের ঝাড়লণ্ঠন চূর্ণ-বিচূর্ণ হইয়া পড়িয়া আছে। ভগ্ন ঢাক-ঢোল ও নানাবিধ বাদ্যযন্ত্র পড়িয়া আছে। দালানের প্রতিমার নিকট লণ্ঠন জুলিতেছিল। মায়ের প্রতিমা পূৰ্ব্বে যেরূপ ছিল—এখনও ঠিক সেইরূপ ছিল। শ্বশুর। মহাশয় তখনও তাকিয়ার উপর পড়িয়ছিলেন। আমি তাহার মাথাটি তুলিলাম। দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া তিনি উঠিয়া বসিলেন। তাহার পর “বাপা! মহিষাসুর!” এই কথা বলিয়া তিনি বাটীর ভিতরে চলিয়া গেলেন । আমি নিজের ঘরে ফিরিয়া আসিলাম। তক্তপোষের উপর আমি শুইয়া পড়িলাম। কিন্তু নিদ্রা হইল না। কি করিয়া পুনরায় নিজের মুণ্ড ফিরিয়া পাইব, কেবল সেই কথা ভাবিতে লাগিলাম। টং টং টং করিয়া রাত্রি তিনটা বাজিয়া গেল। ঘরে আমার প্রদীপ জ্বলিতেছিল। সহসা প্ৰদীপ নিবিয়া গেল। নিবিড় অন্ধকারে ঘর পরিপূর্ণ হইল। সেই অন্ধকার ভেদ করিয়া দুইটি সাদা চক্ষু আর দুই পাটী দাঁত জ্বলজ্বল করিতে লাগিল। আমি মনে করিলাম, এ আবার কি? কি কুক্ষণেই আজ প্ৰভাত হইয়াছিল। সপ্তমী পূজার দিন, কোথায় আমোদ-প্ৰমোদ করিব, তাহা না হইয়া বিপদের উপর বিপদ।। ভয়ের উপর ভয় । ঘোর আতঙ্কে আমার সর্বশরীর রোমাঞ্চিত হইল। আবার ভাবিলাম,-ভয় করি—কেন? আমার নিজের মুণ্ড নাই, পরের মুণ্ড আমার ঘাড়ে। এরূপ অবস্থায় কালব্যাপন করা অপেক্ষা মৃত্যুই ভাল।” কিন্তু বললেন,—“তা বটে। তােমার কিন্তু খুব সাঙ্গুতাহার পর কি হইল।” (G) ക് ༦ཤིང་ལ་ཡན་པར་ যাকের ধন গালে দুইটি চড় মাড়িল। তখন আমার চলের হাড় নড়িয়া গেল। ঠিক আমার নহে, আমার ঘাড়ে যে মুণ্ড ছিল, তাহার মুখ বুজিয়া গেল। সেই মুখ দিয়া এখন কথা কহিতে পারিলাম। দাঁতওয়ালা বলিল,-“আমি ভূত!” আমার মনে এখন ভয়ের লেশমাত্র ছিল না। আমি বলিলাম,- “বটে! মহাশয়, ভূত?” ভূত বলিল,— “এস, তোমার ঘাড়টি ভাঙ্গিয়া দিই।” আমি বলিলাম,- “এ আমার মস্তক নহে, অন্য লোকের।” ভূত পুনরায় বলিল,- “সংপ্ৰতি আমি ভূত হইয়াছি। ভূতগিরি করিতে এখনও ভাল করিয়া শিক্ষা করিতে পারি নাই। আজ ভোর হইলে কি যে কি করিব, তাহাই ভাবিতেছি।” আমি জিজ্ঞাসা করিলাম,- “কেন?” ভূত উত্তর করিল,—“আমরা হাওয়া। রাত্রি হইলে আমরা মানুষের আকার ধারণ করিয়া ভূতগিরি করি। ভোর হইলে আবার পুনরায় হাওয়া হইয়া যাই। কি করিয়া পুনরায় হাওয়া হইতে হয়, তাহা আমি ভুলিয়া গিয়াছি। দিন হইলেও আমাকে এইরূপ মানুষের আকার ধরিয়া থাকিতে হইবে।” wo দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicom 26