পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিনু বলিলেন, — “ছোঁড়াদের বড় অন্যায়। তোমার ঠ্যাঙটি কি করিয়া গেল?” ছকু বলিলেন,— “আমার শাশুড়ী ঠাকুরাণীও সেই সময় জানালার ধারে আসিয়া দাঁড়াইলেন। তিনি বলিলেন, — “কোথায় কে?” শ্বশুর উত্তর করিলেন,- “চালতে তলায় একটা আলোর মত কি দেখিলাম। এখন নিবিয়া গিয়াছে।” শাশুড়ী বলিলেন,- “হয়তো আলেয়া!” শ্বশুর বলিলেন, — “আলেয়া নয়, হয়তো চোর। ভোজালে দাও, দেখিয়া আসি।” তাড়াতাড়ি গৰ্ত্তটি পরিপূর্ণ করিয়া আমি সে স্থান হইতে পলায়ন করিলাম। নিজের ঘরে আসিয়া শয়ন করিলাম। ঘোর নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম। প্ৰাতঃকালে আমার নিদ্ৰাভঙ্গ হইল। আমি বাহিরে আসিলাম। শ্বশুর ভাঙ্গা ঝাড়লণ্ঠন ও বাদ্যযন্ত্র প্রভৃতি দেখিতেছিলেন। আমার প্রতি দৃষ্টি করিয়া, তিনি বলিলেন,- “এই যে, তুমি তোমার নিজের মাথা পাইয়ােছ।” তাহার পর পুনরায় তিনি বলিলেন,- “এই সকল বাদ্যযন্ত্রের দাম আমাকে দিতে হইবে। মোদো মহিষাসুর সাজিয়া আমার জিনিসপত্র ভাঙ্গিয়াছে, তাহার নামে আমি নালিশ করিব। তাহাকে জেলে পচাইব ।” আমি কোন উত্তর করিলাম না । নিজের ঘরে আসিয়া যাকের টাকার কথা ভাবিতে লাগিলাম। সত্য সত্য কি আমার কপাল ফিরিয়াছে? (င့်) সমস্ত দিন কেবল ভাবিতে লাগিলাম, ভগবান যদি যাকের ধন আমাকে দিলেন, তাহা হইলে কি করিয়া ইহা লইয়া। এ-স্থান হইতে পলায়ন করি। কত উপায় ভাবিলাম। কিন্তু কোনটি মনের মত হইল না। একবার ভাবিলাম যে, শ্বশুর যদি এই ধনের অৰ্দ্ধেক ভাগ আমাকে প্ৰদান করেন, তাহা হইলে তাঁহাকে গিয়া বলি। কিন্তু রায় মহাশয়ের প্রকৃতি আমি ভালরূপ জানিতাম। তিনি নিশ্চয় বলবেন যে,- “এ সমস্ত দিন ভাবিয়া কোন উপায় স্থির করিতে পারিলাম না। সন্ধ্যার পূৰ্ব্বে বাজার হইতে একটি আধারে লণ্ঠন কিনিয়া আনিলাম। সেদিন মহাষ্টমী, সে রাত্ৰিতে বাড়ীতে কোন নাচগাওনা ছিল না। যাকের ধন ঠিক আছে কি না, তাহা দেখিবার নিমিত্ত রাত্রি দুইটার সময় লণ্ঠনটি হাতে লইয়া পুনরায় সেই চালাতে তলায় উপস্থিত হইলাম। হাত দিয়া মাটি সরাইতে সবেমাত্র আরম্ভ করিয়াছি, এমন সময়ে দোতলার উপর জানালার ধারে দাঁড়াইয়া শ্বশুর মহাশয় বলিয়া উঠিলেন, “সেই চোর বেটা আজ আবার বুঝি আসিয়াছে। ভোজলে দাও।” আর আমি বিলম্ব করিলাম না। মাটি যেমন ছিল তাড়াতাড়ি সেইরূপ করিয়া সে স্থান হইতে পলায়ন করিলাম। নিজের ঘরে আসিয়া পুনরায় ভাবিতে লাগিলাম। অনেকক্ষণ চিন্তা করিয়া এক উপায় স্থির করিলাম। তাহার পর সেইদিন ভোরে কাহাকেও কোন কথা না বলিয়া শ্বশুরের বাড়ী হইতে পলায়ন করিলাম। NSDSR দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com"ির্ডস””ৰ