পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয় জিজ্ঞাসা করিলেন,- “আপনি কোন লোকের উপকার করিয়াছিলেন, তাহার পর সে আপনার অপকাৱা করিয়াছিল?” বেণীবাবু একাকী থাকিতেন। তাঁহার বাসায় কোন লোককে যাইতে দিতেন না। বিজয়কেও তিনি মানা করিয়াছিলেন। কিন্তু বিজয় আজ থাকিতে পারিলেন না। তাহার বাসায় তিনি গমন করিলেন। গিয়া দেখিলেন যে, বেণীবাবুর ভয়ানক জুর হইয়াছে। বিজয় বলিলেন,- “চারিদিকে বসন্ত হইতেছে। আপনি আরোগ্যলাভ না করিলে আমি কলিকাতায় যাইতে পারি না।” বেণীবাবু উত্তর করিলেন,- “জুরটা অধিক হইয়াছে বটে। বােধ হয়, ম্যালেরিয়া জ্বর। দুই-এক দিনের মধ্যে আমি ভাল হইব। আমার জন্য তোমার কোন চিন্তা নাই। কল্য প্ৰাতে তুমি কলিকাতায় চলিয়া যাও।” বিজয় তাহার কথা শুনিলেন না। বেণীবাবুর জ্বর আরও বৃদ্ধি হইল। চারিদিনের দিন তাঁহার সৰ্ব্ব শরীরে বসন্ত দেখা দিল । আহারনিদ্রা পরিত্যাগ করিয়া রাত্রিদিন বিজয় তাহার সেবা করিতে লাগিলেন । পীড়া কঠিন হইয়া উঠিল। এ রোগের চিকিৎসকগণ আসিয়া বলিল যে, জীবনের কোন আশা নাই । বিজয় বলিলেন, — “বেণীবাবু। আপনার আত্মীয়স্বজনকে তারে সংবাদ দিলে হয় না?” বেণীবাবু উত্তর করলেন "পৃথিবীতে আমার আহ্বজন কেহ নাই। যে ছিল, সে অতি নিৰ্দয়ভাবে আমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে।” @ রাত্রি অবসান হইয়াছে। সমন্ত রাত্রি বিজয় বুেগ্ৰীষ্টাৰ্বর নিকট বসিয়া আছেন। রোগী অজ্ঞানঅভিভূত হইয়া চক্ষু মুদ্রত করিয়াছিলেন। তুৰ্থন'চক্ষু চাহিয়া তিনি বলিলেন,-“বিজয়! তুমি আমার অনেক করিলে! আতি ভয়ানক রূৰ্চত্র রোগে মানুষ মানুষের নিকট যায় না। প্ৰাণের ভয় না করিয়া রাত্রিদিন তুমি আঙ্গুষ্ট সেবা করিলে। দেখ, আমি নিতান্ত নিঃস্তু নািহ। গোলোকধাম গ্রামে আমার বাটী, বাগান ও অনেক ভূমি আছে। সেই গ্রামে আমার জমিদারী। এ সমুদয় বিষয় উইল দ্বারা আমি তোমাকে দান করিব। তুমি শীঘ ইহার আয়োজন কর। আজ রাত্রিতেই আমাকে বোধ হয় যাইতে হইবে। অতএব তুমি বিলম্ব করিও না। শেষ অবস্থায় অজ্ঞান হইয়া পড়িতে পারি। উইল রেজেষ্টারী না করিলেও চলে, কিন্তু তুমি আমার নিম্পর সেজন্য রেজেষ্টারী করিতে পারিলে ভাল হয়।” বিজয় প্রথমে কিছুতেই সম্মত হইলেন না । কিন্তু উইলের জন্য রোগী নিতান্ত ব্যস্ত হইলেন। বেণীবাবু তাঁহাকে বুঝাইয়া বলিলেন যে, যদি তিনি আরোগ্যলাভ করেন, তাহা হইলে উইল ছিড়িয়া ফেলিলেই হইবে, অথবা অন্য উইল করিলেও চলিবে। অগত্যা বিজয়সম্মত হইলেন । vxobr frig ož3. g3 ze - www.amarboicomfo%"*"**”****