পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয় জিজ্ঞাসা করিলেন,- “কাপড় কাচা সাবাঙের মত? সে আবার কি? সাজি মাটি?” বেণীবাবু বলিলেন,— “তাহার নাম আমার মনে হইতেছে না। এত বড়; লম্বা লম্বা। চক bक दी ।" বিজয় ভাবিলেন, — “রোগী প্ৰলাপ বকিতেছেন।” কিছুক্ষণ পরে রোগী পুনরায় বলিলেন,- “কাছে মুখ লইয়া এস, তোমাকে চুপি চুপি বলিব। কোথায় রাখিয়াছি? অন্ধকার। মাথার উপর! তাহাকে কি কাষ্ঠ বলে, ঝমৃ-ঝম, ঝমঝম, ঝম-ঝমি গাছ। কচি কচি মেয়েরা পাড়িতে গিয়াছিল। চক্ষুর জল বাঘের গায়ে পড়িয়াছিল। সেই ঝমৃ-ঝমি কাঠের ভিতর। ঝমৃ-ঝম।” কিছুক্ষণ নীরব থাকিয়া পুনরায় তিনি বলিলেন,- “চাবি লও। ঐ বাক্স খোল।” বিজয় তাহাই করিলেন। বেণীবাবু পুনরায় বলিলেন,- “দক্ষিণ পার্শ্বে দেখ। একখানি মেয়েমানুষের ছবি পাইবে। তাহার উপর কি আছে? মানুষের নাক। সোনা দিয়া বাধাইয়াছি। তুমি সৰ্ব্বদা গলায় পরিধান করিবে। তোমার ভাল হইবে। তাহার পর ঐ স্ত্রীলোককে দিবে। হা, হা, হা, সোনা দিয়া বঁধানো মানুষের নাক, হা, হা, হা।” বিজয় যথার্থই বাক্সের ভিতর একখানি ছবি ও সোনা দিয়া বঁধানো মানুষের শুষ্ক নাক দেখিতে পাইলেন। বিজয় মনে ভাবিলেন,— “মৃত্যুকালে ইনি আমাকে এই নাক গলায় পরিধান করিতে আজ্ঞা করিলেন। আমি ইহার আজ্ঞা প্ৰতিপালন করিব।” বেণীবাবু তাহার পর অজ্ঞান হইয়া পড়িলেন। আর) জ্ঞান হইল না। মৃদুস্বরে মাঝে মাঝে কেবল তিনি বলিতে লাগিলেন, — “অন্ধকার! ধ্ৰুরি উপর! কাপড় কাচা সাবাঙা। চকচকে। ঝমৃ-ঝমূ, ঝমৃ-ঝমি গাছ। তাহার ভিতর আফ্ৰিঞ্জীখিয়াছি। সােনা বঁধানাে নাক। হা, হা, হা।” নাকের কথা ব্যতীত অন্য সকল প, অথবা ইহার কোন অর্থ আছে, বিজয় তাহা বুঝিতে পারিলেন না। রোগী ক্ৰমে সুস্থির হইলেন। তিনি ইহধাম পরিত্যাগ করিলেন। তৃতীয় অধ্যায় টাকার লোভ যথাসময়ে বিজয় বেণীবাবুর শ্ৰাদ্ধ করিলেন। তাহার পর তিনি ভ্ৰাতাকে বলিলেন, — “দাদা ! তবে আমি এক্ষণে বেণীবাবুর গ্রামে গমন করি। সে গ্রামের নাম গোলকধাম। বেণীবাবু আমাকে বলিয়াছিলেন যে, তাহার কৰ্ম্মচারীর নাম নৃসিংহ বড়াল। সকলে তাঁহাকে বড়ালমহাশয় বলে। তিনি তাঁহার স্ত্রীর সহিত বেণীবাবুর বাটীতে বাস করেন। চাষবাসের কাজ ও জমিদারীর কাজ সমন্ত বিষয়ের তিনি তত্ত্বাবধান করেন। আমি সেস্থানে গিয়া উইলের প্রোবেট লাইব ও বড়ালমহাশয়ের হিসাব দেখিব। উইলখিানি আমাকে প্ৰদান করুন!” w8o fi:Ilă zi, o ga se - www.amarboi conf**