পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূত,-“যে আমার সর্বনাশ করিতেছে। নিজের নাক ফিরিয়া পাইলে সে ক্ষান্ত হইবে, আর আমার কোন অনিষ্ট করিবে না। সেজন্য নাকটি তুমি আমাকে প্ৰদান কর।” বিজয়বাবু উত্তর করিলেন,- “সে অলঙ্কারটি মানুষের নাক বটে, কিন্তু বেণীবাবু তাহা আপনাকে অথবা সন্ন্যাসীকে দিতে বলিয়া যান নাই। কুসংস্কার বলিতে ইচ্ছা করেন, বলুন:-কিন্ত আমার একান্ত বিশ্বাস যে, এই নাক আমার সমস্ত সৌভাগ্যের মূল। এই দেখুন, নাকটি আমি গলায় পরিয়া আছি। কিছুতেই এ নাক আমি আপনাকে দিতে পারি না। বেণীবাবু যাহাকে দিতে বলিয়া গিয়াছেন, একমাত্র সেই লোক ভিন্ন এই নাক আমি অন্য কাহাকেও দিব না।” রায় মহাশয় ক্রুদ্ধ হইয়া বলিলেন,- “দিবে না? উইল দ্বারা বেণীবাবু আমাকে তাঁহার সমস্ত সম্পত্তি দিয়া গিয়াছেন। সেজন্য আইন অনুসারে এ নাক আমার । জান, মকদ্দমা করিয়া তোমার কান মলিয়া এ নাক আমি লইতে পারি?” দুই ভ্ৰাতায় এইরূপ ঘোরতর বিবাদ হইল। বিজয়বাবু কিছুতেই নাক দিলেন না। হতাশ হইয়া রায় মহাশয় বাটী প্ৰত্যাগমন করিলেন। নবম অধ্যায় ভূতের SNర్ (C) ঘোরতর ক্রোধাবিষ্ট হইয়া রায় মহাশয় গৃহিণীকে সকল কথা বলিলেন। রায়ণী বলিলেন,- “আমি তো চিরকাল তোমাকে বলিয়া আসিতেছি যে, ঠাকুরপোর দয়াধৰ্ম্ম নাই।” রায় মহাশয় বলিলেন, — “আমি মনে করিয়াছিলাম যে, আমার অবৰ্ত্তমানে তুমি সম্পত্তির উপস্বত্ব ভোগ করবে। তাহার পর বিজয় ইহা পাইবে । কিন্তু এক্ষণে বিজয় যাহাতে না পায়, সেইরূপ উইল করিব।” বড়াল মহাশয়কেও তিনি সকল কথা বলিলেন। আরও বলিলেন যে, তাঁহার মৃত্যুর পর বিজয় যাহাতে বিষয় না পায়, সেইরূপ উইল করিবেন। তিনি বলিলেন, — “কিন্তু দেখুন বড়াল মহাশয়! সোনা-বীেয়ের কথা শুনিয়া আমি বড় ভীত হইয়াছি। যতদিন রায়-গৃহিণীর বয়স অধিক না হয়, ততদিন তাঁহাকে আমি দানবিক্রয়ের ক্ষমতা দিব না। বয়ঃক্রম পঞ্চাশ বৎসর পূর্ণ হইলে পরে তিনি দান-বিক্রয় করিতে পরিবেন।” রায় মহাশয় এইরূপ উইল করিলেন, — প্রথম। তাঁহার মৃত্যুর পর তাঁহার ভাৰ্য্যা বিষয়ের উপস্বত্ব ভোগ করবেন। দ্বিতীয়। যতদিন না। তাঁহার বয়ঃক্রম পঞ্চাশ বৎসর পূর্ণ হয়, ততদিন তিনি সম্পত্তি দানবিক্রয় করিতে পারেন না। তৃতীয়। অমুক সালের ২রা শ্রাবণ তাঁহার বয়ঃক্রম পঞ্চাশ বৎসর পূর্ণ হইবে। তাহার পর যে দিন ইচ্ছা, যাহাকে ইচ্ছা, এই সম্পত্তি তিনি দান অথবা বিক্রয় করিতে পরিবেন। পাপের পরিণাময় sNAls viði (SS BS! ro www.amarboi.com ro W20ł6ł