পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চুলো এ উপসর্গ নামে অভিহিত হইলেন। রাগে গর গরু করিয়া, অন্তরাল হইতে ধনুকধারী তীহাদিগকে দেখিত। “দূর কর, আমি আর দেখিব না, দেখিলে আমার বুক ফাটিয়া যায়।” এই বলিয়া একদিন ধনুকধারী একটি গাছের আড়ালে দাঁড়াইয়া চক্ষু বুজিয়া রহিল। অধিকক্ষণ চক্ষু মুদিত করিয়া থাকিতে পারিল না। পুনরায় চক্ষু চাহিল। সেই সময় বিনয় সুবালাকে কি বলিলেন, সুবালা হাসিয়া উঠিলেন। দূর হইতে হাসির শব্দ ধনুকধারীর কর্ণকুহরে প্রবেশ করিল। হাসি অতি সুমিষ্ট বটে, কিন্তু সে হাসি৷ ঐ বেঁকড়া-চুলো ছবি-আঁকা ছোড়ার কথায় উৎপত্তি হইয়াছিল। ধনুকধারীর কানে যেন বিষ ঢালিয়া দিল । দূর হইতে ভাল করিয়া তাহাদিগকে দেখিবার জন্য ধনুকধারী এক অশ্বখ গাছের উপর উঠিল। অতি উচ্চে ডালের উপর বসিয়া বিরাসবদনে সুবালা ও বিনয়কে সে দেখিতে লাগিল। “খুট” করিয়া গাছের একটু শব্দ হইল। বিনয়ের দৃষ্টি সেই দিকে পড়িল। বিনয় বলিলেন,- “দেখ, দেখ! অশ্বথ গাছে কে একটা লোক বসিয়া রহিয়াছে।” তিনজনে নিকটে আসিলেন। নিকটে আসিয়া সুবালা তাহাকে চিনিতে পারিলেন। সুবালা জিজ্ঞাসা করিলেন, — “ধনুকধারী! তুমি গাছের উপর বসিয়া কেন?” ধনুকধারী উত্তর করিল,— “বসিয়া আছি।” গুরু-মা জিজ্ঞাসা করিলেন,- “ঐ কি বসিয়া থাকিবার স্থান?” ধনুকধারী উত্তর করিল,- “দোষ কি?” সুবালা কোন কথা জিজ্ঞাসা করিলেন না। তিনজনে সে স্থান হইতে চলিয়া গেলেন। অভিমানে, দুঃখে ও ক্ৰোধে ধনুকধারীর বীর কপিতে লাগিল । ধনুকধারী ভাবিতে লাগিল,“বেটার প্রখর সৃষ্টিদেখ! আমি গাছে বসিয়া আছি, তা তোর কি রে। বেটা? আমি কেহ নাই, কিছুতেই র সমকক্ষ নই, আমি মানুষ নই। বটে! তোমরা ধন্যবান, আমি গরীব, তোমরা ব্ৰাহ্মন্ধৎসু মমি কায়েত, কোন বিষয়ে তোমাদের আমি সমকক্ষ নই, সেইজন্য আমাকে এত অবজ্ঞা, ঘটী|” চতুৰ্দশ অধ্যায় আর সে কাল নেই এইরূপ ভাবিতে ভাবিতে ধনুকধারী গ্রামের ভিতর প্রবেশ করিল। সে স্থানে এক ব্ৰাহ্মণকুমারের সহিত দেখা হইল। ব্ৰাহ্মণ বলিল,— “কি হে ধনুকধারী! বিরসবদন কেন?” ধনুকধারী উত্তর করিল,— “তোমার কি?” ব্ৰাহ্মণ বলিল,— “ইস্! কেউটে সাপ! তোমার পিসে মহাশয় আমাদের দেখিলে যোড়হাতে প্ৰণাম করেন। তুমি মেজাজ গরম করিয়া থাক। ভ্ৰক্ষেপ কর না।” ধনুকধারী উত্তর করিল,— “যাও যাও! আর সে কাল নাই। কলিকাতায় সভা হইয়াছে। নূতন শাস্ত্ৰ বাহির হইয়াছে। এখন আর কায়স্থ নয়, বাছাধন! এখন ক্ষত্রিয়! গলায় এখন এই— izog foi sNAls viði (SS BS! ro www.amarboi.com ro NGAN