পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৎসর পূর্ণ হইবে। আষাঢ় মাস পড়িল। আর দিন। এত দিন কাটিয়াছে; এই কয়টা দিন কি আর কাটিবে না? কিন্তু বর্ষা-আরম্ভে রায়-গৃহিনী ফুলিয়া পড়িলেন। উদরের দােষও হইল। শ্রাবণ মাসের ২০শে পৰ্যন্ত বঁচিয়া থাকিবেন কি না,-“ডাক্তার-বৈদ্য কেহই নিশ্চয় করিয়া বলিতে পারিল না। বড়ালমহাশয় ও রায়-গৃহিণী দুইজনে পরামর্শ করিয়া এবার সকাল সকাল সুবালাকে কাকার বাড়ী পাঠাইয়া দিলেন। সুবালা কিছুতেই যাইতে সম্মত হন নাই। “দিদিমণির এমন অসুখ কি করিয়া এ অবস্থায় তাহাকে আমি ফেলিয়া যাইব,”— এই বলিয়া সুবালা কাঁদিতে লাগিলেন । কিন্তু রায়-গৃহিণী তাঁহার কথা শুনিলেন না। “তুমি সেখানে না গেলে আমার প্রাণ সুস্থির হইবে না। মন অস্থির থাকিলে আমার পীড়া বৃদ্ধি হইবে। যদি বা কিছুদিন বীচিতাম, তোমার ভাবনায় তাহাও বঁচিব না। “যাও দিদি, যাও! আমার কথা অমান্য করিও না।” রায়-গৃহিণী। এইরূপে তাঁহাকে বুঝাইতে লাগিলেন । সুবালা বলিলেন,- “তোমার কথা আমি অমান্য করিব না, আমি চলিলাম। কিন্তু দিদিমণি! তােমার পীড়া যদি বৃদ্ধি হয়, তাহা হইলে বড়ালমহাশয় তৎক্ষণাৎ যেন আমাকে সংবাদ দেন। সংবাদ পাইলেই আমি চলিয়া আসিব ।” বড়ালমহাশয় স্বীকৃত হইলেন। বিরসবদনে, ছল ছলনয়নে সুবালা খুড়ামহাশয়ের বাটীতে গমন করিলেন। ?' রায়-গৃহিণীর অবস্থা আরও মন্দ হইল। ডাক্তার-বৈদ্যগণ হতাশ হইয়া পড়িলেন। ২০শে শ্রাবণ পৰ্যন্ত তিনি যে বঁচিয়া থাকিবেন, সে সম্বন্ধে বিলক্ষণ সন্দেহ হইল। এই সময় গ্রামের লোকের আর একটি বিপদ উপস্থিত হইল। এই দুর্ভাগা গ্রামের লোকের কি কপাল! বিধাতা কি ইহাদিগকে সুস্থির হইয়া কালব্যাপন করিতে দিবেন না? প্রথম খাদা ভূতের জ্বালায় কয়েক বৎসর লোক জর্জরিত হইল। রাত্রি দুই প্ৰহরের সময় তাহার ভয়াবহ হুহুঙ্কার রবে লোকের পেটের প্লীহা চমকিত হইল। তাহার পর শাকচুন্নি!! একটা নহে দুইটা,-একজোড়া। লক লক্‌ জিহ্বায় কাহাকে খাই, কাহাকে খাই করিয়া কিছুদিন গ্রামের লোককে উৎপীড়িত করিল। শাকচুন্নির উপদ্রবের সময় শঙ্করা আরও দুই তিন বার দূর হইতে তাহাদিগকে দেখিয়াছিল এবং শঙ্করাই গ্রামের লোককে শাকচুন্নির আকৃতি-প্রকৃতির পরিচয় দিয়াছিল। অতি কষ্টে এই দুই বিপদ হইতে লোক পরিত্রাণ পাইল। এখন আবার এক নূতন বিভীষিকা উপস্থিত হইল। একদিন প্ৰাতঃকালে যুধিষ্ঠির ঘোষের পঞ্চমবধীয় পুত্র হেরম্ব, পথে একটি নেকড়ার অর্থাৎ ছিন্নবস্ত্রের পুঁটুলি মাড়াইয়া ফেলিল। পথে তিনটি পুঁটুলি পড়িয়াছিল। V8 দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comৰ্ম্মিািক্যনাথ ********