পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধনুকধারী এই কথা বলিতে লাগিল, আর হা-হা রবে কিন্তুতকিমাকার ভঙ্গী করিয়া বিদ্রুপের হাসি হাসিতে লাগিল। সুবালা আশ্চৰ্য্যান্বিত হইয়া তাহার মুখপানে চাহিয়া ৱিহিলেন। অল্পক্ষিণ পরে সুবালা বলিলেন, — “তুমি মদ খাইয়াছ, তুমি পাগল হইয়াছ, তোমার এখন জ্ঞান নাই। কিন্তু তোমার মুখের ভঙ্গী ও কথার ভাব দেখিয়া আমার সন্দেহ হইতেছে। যাহা হউক, তোমার সহিত আমি তর্ক-বিতর্ক করিতে ইচ্ছা করি না। বড়ালমহাশয় কি করিয়াছেন, তাহা আমি জানি না, আর শুনিতে চাই না। তিনি বৃদ্ধ, তোমার পিসেমহাশয়। তাঁহাকে বিদ্রুপ করিতে চাও কর । কিন্তু তুমি এখন যে কথা আমাকে বলিলে, সে কথা যদি পুনরায় আমাকে বল, তাহা হইলে আমি নিজেই তোমাকে বাড়ী হইতে দূর করিয়া দিব। বাড়ী আমার।” ধনুকধারী আরও ক্রুদ্ধ হইয়া বলিল,— “বাড়ী তোমার? হা, হা, হা, শুনিলে হাসি পায়। কাহার বাড়ী, বাছাধন? হা, হা, হা! জান, তোমার দৰ্প আমি চূর্ণ করিতে পারি? অধিক নয়, যদি একটা কথা আমি মুখ দিয়া বাহির করি, তাহা হইলে বাছাধন তোমার কি হয়?” বিস্মিতা হইয়া সুবালা জিজ্ঞাসা করিলেন,- “ও আবার কি কথা?” সুবালার মনে ঘোরতর সন্দেহ হইল। ধনুকধারীর ভাবভঙ্গী দেখিয়া তাহার মনে সন্দেহ হইল যে, “এ সকল নিতান্ত মাতালের কথা নহে। এই সমুদয় কথার কোন গুঢ় অর্থ আছে!” কিন্তু ধনুকধারী প্ৰকাশ করিয়া কিছু বলিল না। ধনুকধারীর এখন পুনরায় জ্ঞান হইল। রাগের মাথায় সে এইসব কথা বলিয়াছিল। ভয়ে তাহার মুখ শুক হইয়া গেল। তোমাকে ভয় দেখাইবার নিমিত্ত মিছামিছি। আমি ও কথা বলিয়াছি। তুমি আমাকে ক্ষমা কর! যোড় হাত কুরিয়াঁ তোমার নিকট আমি ক্ষমা প্রার্থনা করিতেছি। আমি ক্ষিপ্ত হইয়াছি, এখন । সুবালা! তুমি আমাকে ক্ষমা কর। দ্বিতীয় অধ্যায়। ডাকিলে কেন সুবালা স্তম্ভিত হইয়া সেই স্থানে দাঁড়াইয়া রহিলেন। ধনুকধারী যাহা বলিল, তাহা সুরাপানে উন্মত্তের কথা, অথবা তাহার মূলে কিছু সত্য আছে? তাহার কথার ভাবে বোধ হইল যে, সে মনে করিলে বড়ালমহাশয়কে জব্দ করিতে পারে, আমারও সে অনিষ্ট করিতে পারে। এ সব কথার অর্থ কি?—সুবালা এইরূপ ভাবিতে লাগিলেন। আবার ভাবিলেন।— “এ সম্পত্তি কি প্রকৃত আমার নহে? বাস্তবিক এ সম্পত্তির আমি কে? মায়ের মেসোর সম্পত্তির উপর আমার কি অধিকার আছে? আইন অনুসারে এ সম্পত্তি আমার নহে; তা যেন হইল। কিন্তু বড়ালমহাশয়কে সে কিরূপে জব্দ করিতে পারে? ইহার মানে কি?” ভাবিতে ভাবিতে সুবালা বাড়ী ফিরিয়া আসিলেন। ঘরে আসিয়া একখানি চৌকিতে তিনি বসিয়া পড়িলেন। সেই স্থানে বসিয়া ক্রমাগত তিনি চিন্তা করিতে লাগিলেন। তাহার পর "“”* *f°"" gfrRiig °iiğ3° g35 zx84 ~ www.amarboi.com ~ Very