পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিসীমা বলিলেন,- “চপলার কথা আমি শুনিয়াছি। বড়ই আশ্চৰ্য্য কথা সে বালিকাটির কোন সন্ধান হইল না?” সুবালা উত্তর করিলেন,- “না পিসীমা! সকলে বলে যে, খাদা ভুত তাহাকে খাইয়া ফেলিয়াছে। কিন্তু সে কথা আমার বিশ্বাস হয় না। তবে কিরূপ কোথায় সে গেল, আজ পৰ্যন্ত তাহা আমি বুঝিতে পারি নাই।” পিসীমা বলিলেন,- “খাদা ভূতের কথা আমি শুনিয়াছি। এই বাড়ীর সে সৰ্ব্বনাশ করিয়াছে।” সুবালা উত্তর করিলেন, — “হাঁ পিসীমা! এই বাড়ীর সে সৰ্ব্বনাশ করিয়াছে। অন্ততঃ তাহার হাঁকের পর এই বাড়ীতে নানারূপ বিপদ ঘটিয়াছে। গভীর রাত্ৰিতে সে যে বিকট শব্দ করিত, তাহা তোমাকে কি বলিব! দাদামহাশয়ের জামাতা, তাহার কন্যা, আমার দিদি, আমার মা, চপলা, শেষে দাদামহাশয় নিজে,- খাদা ভূতের হাঁকের পর এতগুলি লোকের মৃত্যু হইয়াছে।” পিসীমা জিজ্ঞাসা করিলেন,- “সে খাদা-ভূত এখন কোথায় গেল?” সুবালা উত্তর করিলেন,- “দাদামহাশয়ের মৃত্যুর পর আর সে এ গ্রামে আসে নাই।” পিসীমা বলিলেন, — “তামাক-পোড়ার কীেটা লইয়া এই বলিয়া তিনি সে ঘর হইতে প্ৰস্থান করিলেন সে ঘর হইতে প্ৰস্থান করিলেন, নিকট দাঁড়াইয়া পুনরায় সে ফোস্ ফোস্ ও গ্লার্জন করিতে লাগিল। সুবালা বললেন,— “চুপ বাঘ!! চুপ! চুপ, আয় এ দিকে আয়।” :ে29 সুবালা একেলা ঘরে রহিলেন। ঘরে9ৰ্কখানি খাট ও বিছানা ছিল। সেই খাটের উপর তিনি বসিয়া বাঘাকে নিম্নে মেজেতে উ করিতে আদেশ করিলেন। সেই স্থানে বসিয়া চােরকুঠুরির দ্বারের দিকে একদৃষ্টিতে বাঘা চাহিয়া রহিল। সুবালা ভাবিতে লাগিলেন,- “দিদিমণি যদি এখন ভূত হইয়া দেখা দেন, তাহা হইলে ভয়ে আমি চীৎকার করি, কি সহজ মানুষের মত তাঁহার সহিত কথাবাৰ্ত্ত কহি? এই সময় যদি খাদা ভূত আসিয়া উপস্থিত হয়, তাহা হইলেই বা কি করি? খাদা ভুত।” শেষ দুইটি কথা— “খাদা ভূত!” সুবালা একটু পরিস্ফুট স্বরে উচ্চারণ করিলেন। ঠিক যেন তাহার প্রত্যুত্তরে অন্ধকার ঘর হইতে খোনা স্বরে কে বলিল,— “কেঁন?” সেই শব্দ শুনিয়া বাঘা গৰ্জ্জন করিয়া উঠিল । যে ঘরে সুবালা বসিয়াছিলেন, তাহার ঠিক পার্শ্বে অন্ধকার ঘর। দুই ঘরের মধ্যস্থলে দ্বার ছিল। দ্বারটি এখন বন্ধ ছিল। সেই ঘর হইতে “কেন” এইরূপ শব্দ আসিল । ঘোরতর বিস্মিতা ও ভীত হইয়া সুবালা সেই দ্বারের দিকে চাহিয়া রহিলেন। তাঁহার কি ভ্রম হইয়াছে? না, সত্য খোন স্বরে কে বলিল “কেন?” অল্পক্ষণ পরে অন্ধকার ঘর হইতে পুনরায় কে বলিল,- “তুমি আমাকে ডাকিলে কেঁন?” বাঘা পুনরায় গৰ্জ্জন করিয়া উঠিল। সুবালা ভয়ে কঁাপিতে লাগিলেন। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro