পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিল। তাহার শোকে সুবালা অনেক কাদিয়াছিলেন এবং তিন চারি দিন ভালরূপে আহারাদি করেন নাই । আশ্চর্য্যের বিষয় এই যে, এই শালিক পাখীটি অন্যান্য পক্ষীদিগকে ডাকিয়া আনিয়া সুবালার সহিত আলাপ-পরিচয় করিয়া দিয়াছিল। এক দিন প্ৰাতঃকালে সুবালা বাগানে গিয়াছিলেন! শালিক পাখীটি তাঁহার সঙ্গে গিয়াছিল। সুবালার হাতে একখানি বাসি রুটি ছিল। তাহা হইতে অল্প অল্প ছিড়িয়া তিনি শালিক পাখীকে দিতেছিলেন। সহসা পাখী গাছের দিকে উড়িয়া গেল। সুবালা ভাবিলেন, পাখী কোথায় গেল, কেন উড়িয়া গেল! অল্পক্ষণ পরে সে আর দুইটি শালিক পক্ষীকে লইয়া ফিরিয়া আসিল; কিন্তু তাহারা নিকটে আসিতে সাহস করিল না, দূরে বসিয়া পোষা পক্ষীর আহার দেখিতে লাগিল। রুটি ছিড়িয়া সুবালা তাহাদের জন্য দূরে নিক্ষেপ করিলেন। দূর হইতে আহার করিয়া সেদিন তাহারা প্রস্থান করিল। এই দুইটি পক্ষী পুনরায় আসে কি না, তাহা দেখিবার নিমিত্ত সুবালা পরদিন প্ৰাতঃকালে সেই গাছের গোড়ায় গিয়া বসিলেন। সেদিনও সেই বন্যপক্ষী দুইটি আসিয়া উপস্থিত হইল। পূৰ্ব্বদিন অপেক্ষা তাহারা আরও নিকটে আসিয়া আহার করিল। প্রতিদিন প্ৰাতঃকালে গাছতলায় বসিয়া পক্ষীদিগকে আহার প্রদান করা সুবালার এক খেলা হইল। পুরাতন পক্ষীটির ন্যায় নূতন দুইটি পক্ষীও সম্পূর্ণরূপে পোষ মানিল। তাঁহাদের দেখাদেখি অন্যান্য শালিক পক্ষীও নিয়মিতরূপে ঘিরিয়া, কেচর-মোচর করিয়া, প্রতিদিন তাহারা আহার করিতে আকাশে উড়িতে উড়িতে কতকগুলি বন্য গোলাপীয়রা এই পক্ষীভোজন দেখিতে পাইল । পায়রাদিগের জন্য সেদিন সুবালা ঐটর আনিয়াছিলেন । আনন্দে মটর ভোজন করিয়া কপোতগণ প্ৰস্থান করিল। তাহার পরওঁকৈ বঁকে পায়রা আসিয়া সুবালার প্রদত্ত আহার নিত্য নিত্য ভোজন করিতে লাগিল। কিছুদিন পরে তাহাদের মধ্যে কেহ কেহ ভাবিল যে, এ স্থানে যদি এরূপ আহারের আয়োজন আছে, তবে দূরে আর যাই কেন। রায়মহাশয়কে বলিয়া সুবালা ছাদের আলিসা আরও উচ্চ করিয়া গাথাইলেন ও পায়রাদিগের বাসস্থানের উপযোগী অনেকগুলি ছিদ্র বা খোপ সেই প্রাচীরে রাখিয়া দিলেন। পূৰ্ব্বে রায়মহাশয়ের বাটীতে একটিও পায়রা ছিল না। এক্ষণে শত শত কপোত-কপোতী আসিয়া সেই সমুদয় কোটরে বাস করিল। কিন্তু তবুও তাঁহাদের মধ্যে বাদবিসম্বাদ একেবারে নিবারিত হইল না। এক একটি দুষ্ট পায়রা বিনা কারণে অন্যের গৃহ অধিকার করিতে চেষ্টা করিত। যাহাদের ঘর, তাহারা আপত্তি করিলে, দুষ্ট পায়রা তাহাদিগকে অতি নিষ্ঠুরভাবে চঞ্চ ও পক্ষ দ্বারা প্রহার করিত। প্রায় প্রতিদিন সুবালাকে এইরূপ মোকদ্দমা মীমাংসা করিতে হইত। শান্তশিষ্ট কপোত-কপোতী দিগকে তিনি আদর করিতেন ও নিজের হাত হইতে তাহাদিগকে আহার খুঁটিয়া খাইতে দিতেন। কিন্তু দুষ্টদিগকে তিনি অনেক ভৎসনা করিতেন ও তাঁহার হাত হইতে আহার করিয়া করিয়া পুনরায় সুবালার গ্ৰীতিভাজন হইতে চেষ্টা করিত। কোন কোন পায়রা সুবালার ক্রেগড়ে বসিয়া তাহার নিকট হইতে আদর পাইতে চেষ্টা করিত। কিছুদিন পরে পায়রাদিগের আর একটি নূতন শত্রু আসিয়া উপস্থিত হইল। একদিন কোথা হইতে অনেকগুলি নীলকণ্ঠ পক্ষী আসিয়া পায়রাদিগের ডিম্ব ফেলিয়া দিল ও তাহদের কোটির °"“”° °f°°i" gfGrRIlg{ °i12,35 (q35 zx84 ~ www.amarboi.com ~ visor