পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুবালা উত্তর করিলেন,- “সত্য কি, তাহা আমি জানিতে ইচ্ছা করি। যতদিন তাহা না জানিতে পারি। ততদিন আমার প্রাণ সুস্থির হইবে না। মুহুর্মুহুঃ আমি মনে করিতে থাকিব যে, পরের ধন আমি অপহরণ করিতেছি। বিজয়বাবু কি করিবেন, না করিবেন, সে কথায় আমার প্রয়োজন কি? আমার যাহা কৰ্ত্তব্য, তাহাঁই আমি করিব।” বিনয় বলিলেন, — “তবে, এতক্ষণ চিন্তা করিয়া আমি এক উপায় স্থির করিয়াছি। খাদীভূতের দ্বারা বড়ালনীকে ভয় দেখাইব, ভয় দেখাইয়া তাঁহার মুখ হইতে সকল কথা বাহির করিব।” সুবালা উত্তর করিলেন, — “না। তাহা হইবে না। বড়াল-দিদিকে তুমি ভয় দেখাইতে পরিবে না ।” তুমি আনিতে দিবে না। বড়ালনীকে একটু ভয় দেখাইতে দিবে না। যদি কোনরূপ প্রতারণা থাকে, তাহা হইলে তুমি কি মনে করিয়াছ যে, বড়ালিনী সহজে তাহা প্ৰকাশ করিবেন? কিছুতেই নহে। এ বিষয়ে তুমি আর কোন আপত্তি করিও না, একটু ভয় পাইলে তোমার বড়াল-দিদি গলিয়া যাইবেন না।” সুবালা চুপ করিয়া রহিলেন। দুইজনে পুনরায় ঘরের ভিতর প্রবেশ করিলেন। খাদা ভূতকে সম্বোধন করিয়া বিনয় বলিলেন, — “একঘণ্টা পরে বড়ালমহাশয় আসিলে, ভূমির সম্বন্ধে যাহা হউক একটা স্থির হইবে। আপাতৃঃ সামান্য একটু তুমি ইহার উপকার করিবে?” খাদা ভূত জিজ্ঞাসা করিল,— “আমি করিতে পারি?” বিনয় বললেন,— “কােন একটি গ্রেঞ্জনীয় বিষয় ইনি জানিতে ইচ্ছা করেন। বড়ািলনী বােধ হয় তাহা অবগত আছেন; কিন্তুষ্ট্র তিনি তাহা প্রকাশ করিবেন না। খাদা ভূত সাজিয়া তাঁহাকে একটু ভয় দেখাইতে হইবে। ভয়ে তিনি হয় তো সে কথা প্রকাশ করিয়া ফেলিবেন ।” ঈষৎ হাসিয়া খাদা ভূত উত্তর করিল,— “বড়ালনীকে একটু ভয় দেখাইলে যদি ইহার উপকার হয়, তাহা হইলে নিশ্চয় আমি তাহা করিব। কুমারীকে সন্তুষ্ট করিলে মানুষ অক্ষয় পুণ্য লাভ করে,- “পূজিতাঃ প্ৰতিপূজ্যন্তে, নিৰ্দহন্ত্যবমানিতা। কুমারী যোগিনী সাক্ষাৎ কুমারী পরদেবতা।’ যাহারা কুমারী পূজা করে, তাহারা সৰ্ব্বত্র পূজনীয় হয়। কুমারীকে অবজ্ঞা করিলে দেবী সবংশে তাহাকে ধ্বংস করেন। কারণ কুমারীই সাক্ষাৎ পরম দেবতা। আবার জ্ঞানার্ণবে উক্ত হইয়াছে,- “কুমারীপূজয়া দেবীফলং কোটিজুণং ভবেৎ। । পুষ্পং কুমায্যৈ যদিওং তম্মেরুসদৃশং ফলস৷” “কুমারীপূজা দ্বারা কোটিগুণ ফললাভ হয়। কুমারীকে একটি পুষ্প দান করিলেও সুমেরুসৃদশ পুষ্পদানের ফল হয়।” বিনয় বলিলেন,- “তবে তুমি পুনরায় অন্ধকার ঘরে গমন কর। বড়ালনীকে আমি ডাকিতে পাঠাই। চুপি চুপি আমি তাঁহাকে সে কথা জিজ্ঞাসা করিব। তিনি যদি না বলেন, তাহা হইলে আমি সঙ্কেত করিব। তখন প্রথম তুমি কথায় ভয় দেখাইবে। তাঁহাতেও যদি তিনি না বলেন, তাহা হইলে পুনরায় আমি সঙ্কেত করিব। তখন এই মাঝের দ্বারের নিকট দাঁড়াইয়া তুমি তাহাকে ভয় দেখাইবে।” (C) উপকার করব। আমি ইহার কি উপকার ግoS দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comশ্মির্ত্যািক্যনাথ ঠ"সংগ্ৰহ