পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এয়োদশ অধ্যায় বিজয়বাবু অপরাহে সুবালাকে বিনয় বলিলেন, — “বাড়ী হইতে আমি মাতুলালয়ে আসিয়াছিলাম। সে স্থানে তোমার পত্ৰ পাইলাম। আমার মাতাপিতা জানেন না যে, আমি এখানে আসিয়াছি। তাঁহাদের দুর্ভাবনা হইতে পারে। সেজন্য বাড়ী যাইব মনে করিয়াছিলাম। কিন্তু এরূপ গোলযোগের ভিতর তোমাকে রাখিয়া কি করিয়া আমি যাই?” সুবালা বলিলেন,- “যে পৰ্যন্ত বিজয়বাবু আসিয়া আপনার সম্পত্তি বুঝিয়া না লন, সে পৰ্যন্ত যদি থাকিতে পাের, তাহা হইলে ভাল হয়। তুমি এখন যে জামা পরিয়া আছ, ইহার কাপড় অতি চমৎকার। ইহার কি মূল্য অধিক?” বিনয় উত্তর করিলেন,- “ইহার মূল্য কি, তাহা আমি জানি না। কোনরূপ ভাল কাপড় দেখিলেই বাবা আমার জন্য ক্রয় করেন। সৰ্ব্বদা আমি ভাল কাপড়-চোপড় পরিয়া থাকিলে আমার মাতাপিতার আহাদ হয়। সেজন্য বাড়ীতেও আমি মূল্যবান পরিচ্ছদ পরিধান করিয়া থাকি। বিজয়বাবু আসিলে খাদা ভূত সম্বন্ধে তুমি কি করিবে?” সুবালা বলিলেন,- “সে সোনার ইট এক্ষণে বিজয়বাবুর। খাদা ভূতের সহিত বড়ালমহাশয় যেরূপ নিয়ম করিয়াছেন, তাহা আমি তাহাকে বলিব । তিনি কি সে নিয়ম প্রতিপালন করবেন না?” Ś বিনয় উত্তর করিলেন,— “নিশ্চয় করবেন। ৱির্ভয়বাবু আসিলে আমি লুক্কায়িত থাকিব। তাহার সম্মুখে আমি বাহির হইব না। তোমাদের সম্পত্তি সম্বন্ধে কথাবাৰ্ত্ত হইবে। আমি কে যে সে স্থানে উপস্থিত থাকিব। কোথায় হাঁকে স্থান দিবে? ভিতর-বাড়ীতে, না বাহিরदांछोऊ?” (్స সুবালা উত্তর করিলেন,- “এ বাড়ী পারেন। তিনি আমার দাদামহাশয়ের ভ্রাতা। ভিতরে-বাড়ীতে দাদামহাশয়ের ঘর তাহার জন্য আমি সজ্জিত করিতেছি।” বিনয় বলিলেন, — “বেশ কথা! আমি বাহির-বাড়ীতে লুক্কায়িত থাকিব। সে স্থানে দুটি দুটি ভাত আমার জন্য পাঠাইয়া দিবে, তাহার পর তোমাদের একটা ঠিক হইয়া গেলে আমি এস্থান হইতে প্ৰস্থান করিব।” কূপের ধারে ভগিনীর হাড় দেখিয়া পাগলীর পীড়া বৃদ্ধি হইয়াছিল। মাঝে মাঝে সে মূচ্ছিত হইতেছিল। দুইদিন সে পশুপক্ষীদিগকে আহার দিতে আসে নাই। বাগানে আতা পাকিয়াছিল। তৃতীয় দিনে তাহাকে গুটিকত আতা দিবার নিমিত্ত সুবালা প্ৰাতঃকালে গ্রামের ভিতর গমন করিয়াছিলেন। আতা দিয়া ফিরিয়া আসিতেছেন, এমন সময় একবার পশ্চাৎ দিকে তিনি চাহিয়া দেখিলেন। দেখিলেন যে, একজন বিদেশী ভদ্রলোক কিছু দূরে তাঁহার পশ্চাৎ পশ্চাৎ আসিতেছেন। পালকি হইতে নামিয়া তিনি পদব্ৰজে আসিতেছিলেন। তাঁহার পশ্চাতে আরও কতকটা দূরে বেহারীগণ ধীরে ধীরে খালি পালকি আনিতেছিল। “ইনি কি বিজয়বাবু?”— এই চিন্তা সুবালার মনে একবার উদয় হইল। আর একবার সুবালা ফিরিয়া দেখিলেন। না, ইনি বিজয়বাবু নহেন। বিভীষণ, কুম্ভকৰ্ণ, ԳՖԵ uskla »ižo 333) a www.amarboi.comio ბარწi>iგუiდ.