পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগদত্তর হাতী প্রভৃতির লক্ষণ বিন্দুমাত্র তাঁহাতে ছিল না। দিদিমণি বলিয়াছিলেন যে, তাহার দেবরের অতি ভয়ানক আকৃতি। ইহার আকৃতি সেরূপ নহে। ক্ষণমাত্ৰ দেখিয়া সুবালা স্থির করিলেন যে, ইনি বিজয়বাবু নহেন। পথের পার্থে একটি টগরফুলের গাছ ছিল। শুভ্ৰবর্ণের ফুলে তাহার শাখা-প্ৰশাখা পরিপূণ হইয়াছিল। বিদেশী লোক আগে চলিয়া যাউক,- এইরূপ ভাবিয়া সুবালা সেই গাছের নিকট গিয়া মনোনিবেশ করিয়া ফুলগুলি দেখিতে লাগিলেন। বিদেশী লোক নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন,- “হাঁ গো মা-লক্ষ্মী! রায়মহাশয়ের বাড়ী কি এইদিক দিয়া যাইতে হয়? অনেক দিন পূৰ্ব্বে একবার আমি এই গ্রামে আসিয়াছিলাম। পথ ভুলিয়া গিয়াছি।” সুবালা উত্তর করিলেন,- “হী। একটু আগে গেলেই তাহার বাড়ী দেখিতে পাইবেন।” তিনি বলিলেন,- “তুমিও না। এইদিকে যাইতেছিলে?” সুবালা উত্তর করিলেন, — “হী। আমিও রায়মহাশয়ের বাড়ীতে যাইতেছিলাম।” বিদেশী বলিলেন,- “তবে চল, আমাকে দেখিয়া দাঁড়াইলে কেন?” সুবালা বলিলেন, — “আপনি চলুন। আপনার পশ্চাৎ পশ্চাৎ আমি যাইতেছি।” আগে বিদেশী, পশ্চাতে সুবালা, রায়মহাশয়ের বাটী অভিমুখে গমন করিতে লাগিলেন। সুবালা ভাবিলেন যে,- “বিজয়বাবু নিজে না আসিয়া, বিষয় বুঝিয়া লইবার নিমিত্ত হয়তো এই লোকটিকে পাঠাইয়া দিয়াছেন।” দুই-চারি পা গিয়া বিদেশী একটু হাসিয়া তুমিই সেই পাগলী?” সুবালা উত্তর করিলেন, — “না, আমি পা । পাগলীর অসুখ হইয়াছে। তিনদিন সে আমাদের বাটীতে আসে নাই। তাহার মায়ের কাছে সে আছে, তাহাকেই আতা দিতে আমি গিয়াছিলাম।” আছে, তাহা আমি জানি না। যে পাগলী সুবালা তাহার মুখপানে চাহিয়া রহিলেন । “তবে ইনিই বিজয়বাবু! কি আশ্চৰ্য্য! দিদিমণি ইহার আকৃতি-প্রকৃতির যেরূপ বিষয়ণ প্ৰদান করিয়াছিলেন, তাহার সহিত কিছুমাত্র সাদৃশ্য নাই। কিন্তুতকদাকার দূরে থাকুক, ইনি সুপুরুষ! বয়ঃক্রম চল্লিশ অথবা কিছু অধিক হইবে। কথাগুলি অতি সুমিষ্ট, আর হাসিটি কি মধুর! ইহার কথা উত্থাপনে পাপ আছে, - এমন কথা দিদিমণি কি করিয়া বলিয়াছিলেন!! নিশ্চয় ইনি দেবতার তুল্য লোক। কেমন স্নেহের সহিত ইনি আমাকে পাগলী বলিলেন!” মনে মনে সুবালা এইরূপ চিন্তা করিলেন। তাহার পর ধীরে ধীরে তিনি বলিলেন,-“হঁ, আমিই সুবালা, আমিই আপনাকে পত্ৰ লিখিয়াছিলাম।” বিজয়বাবু বলিলেন,- “কি করিয়া তুমি আমাকে লিখিলে যে, বিষয় আমার নহে, আপনার?” সুবালা উত্তর করিলেন,- “এখন বাড়ী চলুন। সে সকল কথা পরে বলিব ।” অন্যান্য কথাবাৰ্ত্তায় দুইজনে বাড়ী গিয়া উপস্থিত হইলেন। “রায়মহাশয়ের ভাই আসিয়াছেন!! রায়মহাশয়ের ভাই আসিয়াছেন!” বলিয়া একটা হুলুস্থল পড়িয়া গেল। পুরাপের পরিণাম। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro ANC)