পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ততীয় ভাগ প্ৰথম অধ্যায় সোনা-বীে সুবালা ও বিজয়বাবু বাহির হইয়া দেখিলেন যে, অপর ঘরের নিকট বারাণ্ডায় একজন অতি দীনহীনা মলিনবাসনা ভদ্রমহিলা দাড়াইয়া এইরূপ প্ৰলাপ বকিতেছেন। তাঁহার মুখ মলিন, তাহার। সৰ্ব্বশরীর মলিন,-ধূলায় ধূসরিত হইয়া আছে। তাঁহার বয়স হইয়াছে, তাহার চুল পাকিয়া গিয়াছে, তাহার চক্ষু বসিয়া গিয়াছে, তাহার চৰ্ম্ম কুঞ্চিত হইয়া গিয়াছে। তথাপি তাঁহার শ্বেত-লোহিত-মিশ্ৰিত গীেরবর্ণ, মুখশ্ৰী ও শরীরের গঠন দেখিয়া বোধ হইতেছিল যে, সময়ে তিনি একজন অসামান্য রূপবতী রমণী ছিলেন। ফ্যালফ্যাল করিয়া তিনি সেই ঘরের দিকে চাহিয়া আছেন। ঘরের ভিতর কে যেন আছে, তাহার সহিতই যেন তিনি কথা কহিতেছেন। কিন্তু সে দৃষ্টি অন্তরাত্মানিঃসৃত-প্রভাবিশিষ্ট ছিল ন্যাংরমণীকে দেখিয়াই সকলে বুঝিতে পারিলেন যে, তিনি ক্ষিপ্তা। C) বিজয়বাবু ও সুবালা তাঁহার নিকটে গিয়া দাঁড় । তাঁহাদের প্রতি একবার তিনি চাহিয়া দেখিলেন। অপর দিক হইতে বাড়ীর চাকরাণী, পিসীমা, বড়ালমহাশয়, বড়াল-গৃহিণী প্রভৃতি অনেকে আসিয়া দাঁড়াইলেন। দুই-একবার তিনি দৃষ্টি করিলেন। কিন্তু তাঁহার মন কোন মানুষকে, কোন দ্রব্যকে প্লীহ্য করিল না। বিকৃত মস্তকের বৃথা-কল্পনাগঠিত যে মানুষকে তিনি ঘরের ভিতর তিনি দেখিতেছিলেন, তাহার সহিতই তিনি কথোপকথন করিতেছেন । সুবালা জিজ্ঞাসা করিলেন, — “তুমি কে গা?” সুবালার দিকে তিনি চাহিয়াও দেখিলেন না, কিন্তু তাঁহার প্রশ্নের উত্তর দিলেন,- “আমি কে? শুনিলে রাজাবাবু! আমাকে ইহারা জিজ্ঞাসা করিতেছে—তুমি কে? আমি সব । আমি এ বাড়ীর সৰ্ব্বেসৰ্ব্বা। এ বাড়ী আমার, এ চাকর-বাকর আমার । এ জিনিসপত্র আমার! পাগল! তাই জিজ্ঞাসা করিতেছে যে, তুমি কে? আমি আর কে, আমি সোনা-বীে, আমি আদরের সোনা-বীে, আমি এই বাড়ীর অধীশ্বরী।” সুবালা বিজয়বাবুকে চুপি-চুপি বলিলেন,- “পূৰ্ব্বে এই বাড়ীর যিনি কৰ্ত্তা ছিলেনবেণীবাবু, যাহাকে লোকে রাজাবাবু বলিত, ইনি তাঁহার গৃহিণী।” বিজয়বাবুও চুপি-চুপি বলিলেন,- “আমি জানি। বেণীবাবুর মৃত্যুকালে আমি তাঁহার নিকট ছিলাম। পরে এই সোনা-বীেয়ের কথাও কিছু কিছু শুনিয়াছি। ইনি দেখিতেছি—উন্মাদ श्शाgछम ।" 酸 বড়ালমহাশয়ের আজ্ঞায় চাকর-চাকরাণীগণ সে স্থান হইতে প্ৰস্থান করিল। সে স্থানে পাপের পরিণাম Գ8v3) sNAls viði (SS BS! ro www.amarboi.com ro