পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃশ্চিক দ্বারা অহরহ দংশিত হইতেছে। ভালবাসা দূরে থাকুক, পীড়িত তাপিতা দীন-দুঃখিনীর প্রতি তুমি যে দয়া করিতে, তোমার আদরের সোনা-বীে আজ সে দয়ারও পাত্রী নহে!” সোনা-বীে মাটিতে বসিয়া পড়িলেন। দুই হাতে চক্ষু আবৃত করিয়া কাঁদিতে লাগিলেন। ফেলিলেন। বলিলেন,- “তুই ছুড়ি কেলা? গেল যা! যাঃ!” বিজয়বাবু সুবালাকে চুপি-চুপি বলিলেন,- “এখন তুমি উহার নিকট যাইও না। শুন, আরও কি বলেন। মনের দুঃখ ব্যক্ত করিলে কথঞ্চিৎ শান্তিলাভ করিবেন।” সোনা-বীে পুনরায় দাড়াইয়া ঘরের একদিকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন,- “রাজাবাবু! একবার তুমি এ দুঃখিনীর প্রতি কৃপা-কটাক্ষ করিলে না? আমি পাপীয়সী, কৃপার পাত্ৰী আমি নই। হায় মা! এ হতভাগিনীকে কেন তুমি স্তনাদুগ্ধে প্রতিপালন করিয়াছিলে? সূতিকাগারে মুখে লবণ দিয়া কেন তুমি তাহার প্রাণবধ করা নাই? মা। আমাকে ডাকিয়া লিও মা! আমি আর এ যন্ত্রণা সহ্য করিতে পারি না। রাজাবাবু! মুখে হাত দিয়া এইমাত্র আমি কত কীদিলাম। আমি আশা করিয়াছিলাম যে, স্নেহের সহিত তুমি আমার হাত টানিয়া লইবে! মধুর বাক্যে তুমি আমাকে সান্তনা করিবে। হায় হায়! পুরাতন কথা যে ভুলিতে পারি না। আমি কি করি । কোথায় যাই! “এই ঘরে আমরা পরমসুখে কালব্যাপন করি ।। গ্রামের লোক আমার নিকট যোড়হাত করিয়া থাকিত। দাস-দাসীগণ আমার পরিচর্য্যা করিত। বহুমূল্য বসন-ভুষণে আমি ভাবছিল না। আমি রাজরাণী ছিলাম। সকল ছলাম। কিন্তু তাহাতেও আমি তৃপ্তিলাভ “ধিক! ধিক আমাকে! ধিক আমার জপে। ধিক আমার তপে! সেই সময় হইতে, রাজাবাবু, তোমার আমাতে ছাড়াছাড়ি আরম্ভ হইল। আহারাদি সম্বন্ধে তোমার আচার-ব্যবহার একরূপ ছিল, আমার অন্যরূপ ছিল। ফুল-বিল্বদল দিয়া আমি ঠাকুরের পূজা করিতাম, তুমি ভগবানের প্রিয় কাৰ্য সাধন করিয়া তাহার উপাসনা করিতে। দুইজনে সেরূপ আর মনের মিল রহিল না। “তাহার পর কালসৰ্পকে তুমি বাড়ীতে আনিলে। সে যে কালসৰ্প, তখন আমি তাহা বুঝিতে পারি নাই। তপস্বীজ্ঞানে তাহাকে আমি পূজা করিতে লাগিলাম। এ বস্তু খাইবে, সে বস্তু খাইবে না,-ইহাই ধৰ্ম্ম। প্রথম প্রথম তিনি দুগ্ধপান করিয়া জীবনধারণ করিতেন। গ্রামের লোক ভাঙ্গিয়া পড়িল। সকলে তাঁহার পূজা করিতে লাগিল। আমিও তাঁহার পূজা করিতে লাগিলাম। ধৰ্ম্ম সম্বন্ধে তিনি আমাকে উপদেশ দিতে লাগিলেন । তুমি, রাজাবাবু, নানাবস্তু আহার করিবে: তিনি দুগ্ধ খাইয়া থাকিতেন। তাহাতে আমি বুঝিলাম যে, তুমি ঘোর অধাৰ্ম্মিক, তিনি দেবতা। তোমার প্রতি ঘৃণা ও তাঁহার প্রতি ভক্তি দিন দিন আমার বৃদ্ধি হইতে লাগিল। তিনি আমার গুরুদেব হইলেন ।” পাপের পরিণাময় sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Գ86: