পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাছে আছে। এক্ষণে ইহার বয়স হইয়াছে, চুল অনেক পাকিয়া গিয়াছে, বর্ণ মলিন হইয়াছে, চক্ষু বসিয়া গিয়াছে, চৰ্ম্ম কুঞ্চিত হইয়াছে। আলোতে এই সমুদয় ব্যতিক্রম স্পষ্ট দৃষ্ট হইতেছিল। কিন্তু এখন সামান্য আলোকে ছবির সহিত ইহার মুখের সাদৃশ্য বিলক্ষণ প্রতীয়মান হইতেছে।” বড়ালমহাশয় জিজ্ঞাসা করিলেন,- “সেই সঙ্গে খাদা ভূতের নাক আপনাকে তিনি দিয়াছিলেন?” বিজয়বাবু উত্তর করিলেন, — “হাঁ।” কাঠের ভিতর আর সোনার ইট অথবা অপর কোন দ্রব্য না পাইয়া সোনা-বেঁী সেই সিড়ির উপর নিস্তব্ধ হইয়া দাড়াইলেন। একটু চিন্তা করিয়া তিনি বলিলেন,- “রাজাবাবু! তোমার আজ্ঞা আমি প্ৰতিপালন করিলাম। এক্ষণে আমার শান্তি প্ৰদান কর । সে পাপিষ্ঠ নিরাধম কলাবাবা দেখা দিলে, তবে তুমি আমাকে শান্তি প্ৰদান করিবে? সে পাপিষ্ঠ কোথায়?” বড়ালমহাশয় বলিলেন, — “আপনি এখন মই হইতে নামিয়া আসুন। যাহার নাম করিলেন, সে কোথায়, আমি আপনাকে বলিব।” সোনা-বীে কোন উত্তর করিলেন না। উচ্চে কড়িকাঠের নিকট মইয়ের উপর দাড়াইয়া তিনি কি ভাবিতে লাগিলেন । বড়ালমহাশয় বিজয়বাবুকে জিজ্ঞাসা করিলেন,- “সে নাক এখন কোথায়?” বিজয়বাবু উত্তর করিলেন,- “বেণীবাবু মৃত্যুকালে বলিয়াছিলেন যে, এই নাক সৰ্ব্বদা তুমি গলায় পড়িয়া থাকিবে। তাহা হইলে র মঙ্গল হইবে। এই দেখুন, সোনার চেনসম্বলিত নাক আমি গলায় পরিয়া আছি।” বড়ালমহাশয় জিজ্ঞাসা করিলেন, করিয়াছিলেন?” DBBDBSBB BLBDD DD D LDLLYY পত্নী এই সোনা-বীেকে তিনি নাক দিতে বলিয়া উচ্চ মইয়ের উপর দাড়াইয়া সোনা-বীে চিন্তা করিতেছিলেন, এই কথাগুলি বোধ হয় তাহার কর্ণকুহরে প্রবেশ করিয়াছিল। সহসা তিনি বলিয়া উঠিলেন, — “তবে কই দাও!” বিজয়বাবু বলিলেন,- “আপনি নামিয়া আসুন, নামিয়া আসিলে আপনাকে দিব।” সোনা-বীে কোন উত্তর করিলেন না। মই হইতে তিনি নীচে নামিয়া আসিলেন না । সে স্থানে দাঁড়াইয়া নিম্নদিকে হাত বাড়াইয়া তিনি আর একবার বলিলেন, — “দাও।” বিজয়বাবু আপনার গলদেশ হইতে নাকসম্বলিত হার খুলিয়া তাঁহার হস্তে প্ৰদান করিলেন। সেই মুহূৰ্ত্তে ভূতের ন্যায়। একজন লোক ঘরের কোণ হইতে হু হু হু হু শব্দ করিতে করিতে বাহির হইল। “আমার নাক” এই বলিয়া সে লম্ফ প্ৰদান করিল ও সোনা-বীেয়ের হাত হইতে চেন-সম্বলিত নাক কাড়িয়া লইল । বাঁশের মই তৎক্ষণাৎ কড়িকাঠের গা হইতে স্থলিত হইয়া নিম্নে পড়িয়া গেল। সেই সঙ্গে সোনা-বীে ভূতলে পতিত হইলেন। নাক লইয়া খাদা ভূত মাঝের দ্বার দিয়া অপর ঘরে প্রবেশ করিল। দ্বারের নিকট পিসীমা, বড়ালিনী ও তাঁহাদের পশ্চাতে সুবালা দাঁড়াইয়া ছিলেন। খাদা ভূত তাহাদিগকে ঠেলিয়া ফেলিল। তাহার পর সে বারেণ্ডায় বাহির হইল। সে স্থান হইতে তন্ডু তড় শব্দে পূৰ্ব্বদিকের পুরাপের পরিণাম। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro ዓርv5