পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড়ালমহাশয় বলিলেন,- “বিনয়বাবুর সহিত সুবালা-দিদির সম্বন্ধ হইয়াছে।” বিজয়বাবু যার-পর-নাই আশ্চৰ্য্যান্বিত হইলেন, আর কোন কথা তাহার মুখ দিয়া বাহির হইল না। কেবল তিনি বলিলেন,- “কি!” বড়ালমহাশয় পুনরায় বলিলেন, — “আপনার ভ্ৰাতৃজায়া ঠাকুরাণী। এ সম্বন্ধ স্থির করিয়া গিয়াছেন। অগ্রহায়ণ মাসে বিবাহ হইবে । লজ্জায় কোঁচার কাপড় মুখে দিয়া বিনয় মস্তক অবনত করিয়া রহিলেন। সুবালা ঘর হইতে পলায়ন করিবার উপক্ৰম করিতেছিলেন, বিজয়বাবু তাঁহাকে ধরিয়া ফেলিলেন। অতি স্নেহের সহিত একহাতে তাহার ও অপর হাতে বিনয়ের গলা তিনি জড়াইয়া ধরিলেন। বক্ষঃস্থলে দুইপার্শ্বে দুইজনের মস্তক রাখিয়া ধীরে ধীরে তিনি বলিতে লাগিলেন,- “এতক্ষণ ধরিয়া কেবল দুঃখের কাহিনী শুনিতেছিলাম। আমার হৃদয় বিদীর্ণ হইতেছিল। ভগবান এক্ষণে আমার প্রতি প্ৰসন্ন হইলেন। আমার ব্যথিত হৃদয়ে তিনি অসীম আনন্দ ঢালিয়া দিলেন। মনে আমার বড় সাধ হইয়াছিল যে, তোমাকে মা, আমি পুত্রবধু করি। পরমেশ্বর আমার সে সাধ পূর্ণ করিলেন। কন্যা বলিয়া, সুবালা, তোমাকে ঘরে লাইব, আমার নিজের মা বলিয়া তোমাকে ডাকিব, ইহা অপেক্ষা ভাগ্যের কথা কি আছে। তোমাকে প্রথম দেখিয়াই মালক্ষ্মী বলিয়া আমি ডাকিয়াছিলাম। সত্য সত্য তুমি আমার ঘরের মা-লক্ষ্মী হইবে, তাহা ভাবিয়া আমার আনন্দ রাখিতে আর স্থান হয় না। পরমেশ্বরকে ধন্যবাদ করি। তিনি আমাকে কৃতাৰ্থ করিলেন।” আনন্দে বিজয়বাবুর চক্ষুতে জল আসিয়া গেল, তেঁহীর কণ্ঠ রুদ্ধ হইল, মুখ হইতে আর বাক্য সরিল না। তিনি চুপ করিলেন। পি য়, বড়াল-গৃহিণী, সকলেই আশ্চৰ্যান্বিত হইলেন। বিনয়, বিজয়বাবুর পুত্ৰু, 2 - রায় গৃহিণীর দেবর-পুত্র! অভাবনীয় কথা। একটু স্থির হইয়া বিজয়বাবু পুনরায় — “তবে তুমিই যোগেশের কন্যা? তোমার অনেকবার দেখিয়াছিলেন। তিনি তোমাকে মনোনীত করিলেন। তোমার কাকা আমার সহিত সাক্ষাৎ করিয়া সম্বন্ধ স্থির করিলেন। দুই বৎসর অপেক্ষা করিবার প্রার্থনা করিলেন। বিনয় বালক । আমি তাহার প্রস্তাবে সম্মত হইলাম। কথাবাৰ্ত্তার সময় তোমার পিতার নাম হইয়াছিল। তোমার পিতাকে আমি জানিতাম। অধিক পরিচয় বা তদন্তের আবশ্যক হইল না। কথাবাৰ্ত্তার সময়, তোমার মায়ের মেসোমহাশয়ের নাম কেহ করে নাই। ইতিপূৰ্ব্বে তোমার নাম কখন আমি শুনি নাই। তবে কি করিয়া আমি জানিব যে, যোগেশের কন্যাও যে, আর আমার ভ্ৰাতাজায়ার প্রতিপালিতা সুবালাও সে!” একমাত্র বিনয় সে কথা জানিতেন। যে বৎসর তিনি ছবি আঁকিতে আসিয়াছিলেন, সেই বৎসর অবগত হইয়াছিলেন যে, রায়-গৃহিণী তাঁহার জ্যেঠাইমাতা। তাঁহার পিতার প্রতি রায়গৃহিণীর ঘোরতর বিদ্বেষ দেখিয়া তাঁহার ভয় হইয়াছিল—পাছে সম্বন্ধ ভাঙ্গিয়া যায়। সেই ভয়ে এ কথা তিনি প্ৰকাশ করেন নাই। সুবালাকে পৰ্যন্ত তিনি বলেন নাই। বিজয়বাবুর কথাবাৰ্ত্তায় পিসীমা ও বড়ালমহাশয় প্রভৃতি সকলেই মুগ্ধ হইয়াছিলেন। তাঁহারা ভাবিলেন যে, বিজয়বাবু কিরূপ লোক, রায়মহাশয় ও রায়া গৃহিণী তাহা বুঝিতে পারেন নাই। পাপের পরিণাম। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro ዓóór