পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রায়মহাশয়ের ভ্রাতুষ্পপুত্রের সহিত সুবালার বিবাহ হইবে, সেজন্য সকলেই আহুদিত হইলেন। সোনার ইট ও অন্যান্য দ্রব্যাদি কুড়াইয়া ফৰ্দ করিবার নিমিত্ত বড়ালমহাশয় অন্ধকারে গমন করিলেন। বিজয়বাবু কে,-সকলকে সে পরিচয় দিবার নিমিত্ত পিসীমা তাড়াতাড়ি নীচে যাইলেন। সুবালা পশ্চিম দিকে আপনার ঘরে পলায়ন করিলেন। বড়াল-গৃহিণী সোনা-বীেয়ের নিকট বসিয়া তাহার মাথায় জল দিতে লাগিলেন। বিজয়বাবু বলিলেন,- “বিনয়! তোমার মামার বাড়ী হইতে তুমি যে এখানে আসিয়াছ, তাহা আমি জানিতাম না। চল, বাগানের দিকে যাই। তোমার সহিত আমার কথা আছে।” বাগানের পূৰ্ব্বপ্রান্তে গিয়া বেড়াইতে বেড়াইতে পিতাপুত্রে কথাবাৰ্ত্ত হইতে লাগিল। সোনা-বীে পুনরায় আসিয়াছেন শুনিয়া গ্রামের দুই চারিজন বয়স্থ স্ত্রীলোক তাঁহাকে দেখিতে আসিল। বিজয়বাবুর পরিচয় পিসীমা তাহাদিগকে প্রদান করিলেন। সম্পর্ক অনুসারে তাহারা সুবালার সহিত রহস্য করিতে লাগিল। চাকরাণীগণ গা-টেপাটেপি করিতে লাগিল। সুবালা হবু-শাশুড়ীর দীত কত বড়, সে সম্বন্ধে পিসীমাও দুই একটা হাসি তোমাসা করিলেন। সুবালার লজ্জা হইল। হাসি-তামাসা এখন তাহার ভাল লাগিল না। তিনি ভাবিলেন যে,- “পৃথিবীতে অনেক লোক বাস করে। তাহাদের জীবনে এরূপ অদ্ভুত ঘটনা ঘটে না। যাহা দেখিলাম ও যাহা শুনিলাম, তাহা যেন ঠিক উপন্যাসের কথা! আমার মন বড়ই চঞ্চল হইয়াছে। সন্ধ্যা হইতে এখনও কিছু বিলম্ব আছে। কোন নিভৃত স্থানে গিয়া কিছুক্ষণ বসিয়া থাকি ৷” একখানি পুস্তক হাতে লইয়া সুবালা বাড়ী র হইলেন। বিজয়বাবু ও বিনয় বাগানের পূর্বপ্রান্তে গিয়াছিলেন। সুবালা বাগানুেৱা দিক দিয়া গমন করিতে লাগিলেন । বাগানের বাহির কতৃকটা নিম্নভূমি ছিল। বৃত্যুে সময় ইহা জলমগ্ন হয়। এখন নদীতে অধিক বান ছিল না। নিম্নভূমিতে এখন জল ভুঞ্জাঁ ইহার পর কুদাড়। নদীর ভাঙ্গনে খালের ন্যায় যে নালা উৎপন্ন হয়, এ স্থানে তাহাৰ্কেণ্ডাির্কাঁদাড় বলে। নদী শিবমন্দিরের উত্তর দিকে। মন্দিরের পশ্চিমে নদী হইতে এই কাঁদড় বাহির হইয়া ইহার দক্ষিণ-পূৰ্ব্ব দিক বেষ্টন করিয়া, পুনরায় নদীতে গিয়া মিলিত হইয়াছে। উত্তরে নদী এবং পশ্চিম, দক্ষিণ ও পূৰ্ব্বদিকে কঁদাড়; সুতরাং দেবালয় একটি দ্বীপের ন্যায় হইয়াছে। পূর্ণ বানের সময় কাদাড়ে পাঁচ ছয় হাত জল হয়, কিন্তু এখন তাহাতে এক হাঁটুর অধিক জল ছিল না। বাগান ও তাহার পর নিম্নভূমি পার হইয়া সুবালা কাদাড়ের ধারে আসিয়া উপস্থিত হইলেন। বাঘা তাঁহার সহিত আসিতেছিল। কাদাড়ে জল দেখিয়া বাঘকে তিনি বাড়ী ফিরাইয়া দিলেন। জল পার হইয়া সুবালা মন্দিরের ভূমিতে গিয়া উঠিলেন। মন্দিরের চারিদিকে একটু বাগানের মত ছিল। তাঁহাতে আম,বেল,অশ্বথ, অৰ্জ্জুন প্রভৃতি গুটিকতক গাছ ছিল। সে সমুদয় পার হইয়া সুবালা মন্দিরের নিকট গিয়া উপস্থিত হইলেন। অনেক কালের প্রাচীন মন্দির। তাহার সম্মুখে একটু রক ছিল। রকের অনেক স্থান ভগ্ন হইয়া গিয়াছিল। সুবালা রকের উপর উঠিলেন। রকের যে অংশ ভগ্ন হয় নাই, সেইরূপ একটি স্থান মনােনীত করিয়ো মন্দিরের প্রাচীর ঠেশ দিয়া সুবালা বসিলেন। ভদ্র মাস; বর্ষার জলে পৃথিবী ধৌত হইয়া গিয়াছিল। গাছ-পালা উজ্জ্বল শ্যামল পত্রে সুশোভিত হইয়াছিল। অপরাহের সূৰ্যকিরণ দ্রবীভূত স্বর্ণের ন্যায় হইয়া বৃক্ষ সকলের অগ্রভাগকে সুবর্ণের বর্ণে রঞ্জিত করিয়াছিল। অল্প অল্প বায়ুহিল্লোলে তাহাদের শাখা-প্ৰশাখা মাঝে মাঝে আলোড়িত Գ6ԻՆ) sig airž3. g3 ze! A www.amarboi.com%"*"*"***"*****