পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইতেছিল। নিম্নে নবীন দুৰ্ব্বাদলে ভূমি ঘনভাবে আচ্ছাদিত হইয়াছিল। নিকটে নদীর জল সন সন শব্দে প্রবাহিত হইতেছিল, উপরে নিৰ্ম্মল নীলাকাশে তুলার ন্যায় দুই এক খণ্ড শ্বেতবর্ণের মেঘ বায়ুভরে তাড়িত হইয়া নানা আকার ধারণা করিতেছিল। অস্তপ্রায় সূৰ্যকিরণ তাহার উপর পতিত হইয়া রজতানিৰ্ম্মিত অথবা তুষারাবৃত পৰ্ব্বতশৃঙ্গের ন্যায় দৃষ্ট হইতেছিল। দুরে গরুর পালের মধ্যে দুই একটি গাভী নবপ্রসূত চঞ্চল বৎসকে নিকটে না দেখিয়া হাম্বারবে তাহাকে আহবান করিতেছিল। গাছের উপর নিবিড় পত্রিমধ্যে লুক্কায়িত থাকিয়া ঘুঘুপক্ষী ঘু ঘু ঘুরবে: সঙ্গিনীকে ডাকিতেছিল। সুবালা ভাবিলেন,- “হায় রে, এরূপ শান্তিময়ী পৃথিবীকে মানুষ কেন অশান্তি অ্যালয় করে!” বিষয়,--নানা চিন্তা করিতে লাগিলেন। ক্রমে তাহার চক্ষু দুইটি বুজিয়া আসিল। নিদ্রার আবেশ দূর করিতে প্রথম তিনি চেষ্টা করিলেন, কিন্তু সে চেষ্টা বিফল হইল। মন্দিরের প্রাচীর ঠেশ দিয়া অৰ্দ্ধশায়িত অবস্থায় গভীর নিদ্রায় তিনি অভিভূত হইয়া পড়িলেন। উপর-পাহাড়ে অধিক বৃষ্টি হইয়া থাকিবে। সহসা নদীতে বান আসিয়া পড়িল। অতি অল্প সময়ের মধ্যে নদীর গর্ভ জলে পূর্ণ হইল। প্রবল বেগে নদীর জল প্রবাহিত হইতে লাগিল। যে স্থানে এতক্ষণ ঈষৎ কুল কুল শব্দ হইতেছিল, এখন সেই স্থান ঘূর্ণিত জলকল্লোলে পূর্ণ হইল। সুবালা নিদ্রিতা, সুবালা তাহার কিছুই জানেন না। নদীর এ কূল হইতে অপর কূল পৰ্যন্ত জলে পূর্ণ হইল। কাদাড়ে গভীর জলে পূর্ণ হইল। ল। কাদাড় হইতে রায়মহাশয়ের বাগান পৰ্যন্ত যে নিম্নভূমি আছে, তাহাও এখন জালুপ্তপুর্ণ হইল। সুবালা নিদ্রিতা, সুবালা তাহার কিছুই উচ্চ উচ্চ বৃক্ষ আপন আপন ক্রুইফ্ট ত সুবৰ্ণবর্ণ ঝাড়িয়া ফেলিল। পশ্চিমে রজতবর্ণের OX করিল। তাহার ভিতর লুক্কায়িত থাকিয়া সূৰ্যদেব আকাশের নিম্নদেশে গমন করিলেন। তথাপি সুবালার নিদ্রাভঙ্গ হইল না। অল্প অল্প অন্ধকার হইল। আকাশে দুই একটি নক্ষত্ৰ দেখা দিল। তাহাদের প্রতিবিম্ব বায়ুভৱে আলোড়িত নদীজলের ভিতর চিকমিক্‌ করিতে লাগিল। গাছের শাখ-প্ৰশাখার অভ্যন্তর নিবিড় হইতে নিবিড়তর দেখাইতে লাগিল। তথাপি সুবালার নিদ্রাভঙ্গ হইল না। যে স্থানে সুবালা নিদ্রা যাইতেছিলেন, এই সময় সে স্থানে কে একজন আসিয়া রকের নিম্নে দাঁড়াইয়া উকি মারিতে লাগিল। তাহার দুই হাতে দুইটি বোতল ছিল। সুবালাকে মন্দিরে একাকিনী দেখিয়া সে বিস্ময়াপন্ন হইল। সেই নিৰ্জ্জন স্থানে সুবালাকে নিদ্রিতা দেখিয়া সে আরও বিস্মিত হইল । বোতল হাতে করিয়া রকের উপর মাথা বাড়াইয়া বারবার সে উকি মারিতে লাগিল। তাহার পর সে স্থান হইতে সে প্ৰস্থান করিল। অল্পক্ষিণ পরে খালি হাতে সে প্রত্যাগমন করিল। মন্দিরের সম্মুখে একটি আম গাছ ছিল। তাহার উপর উঠিয়া শাখা-পল্লবের ভিতর লুক্কায়িত থাকিয়া একদৃষ্টিতে সে সুবালাকে দেখিতে লাগিল। তখনও সুবালার নিদ্রভঙ্গ হইল না। যে উকি মারিল, সে লোকটি কে? পাপের পরিণাম sNAls viði (SS BS! ro www.amarboi.com ro ዓG*ዓ