পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগতে যেন এই যশ ঘোষিত হয় যে-বাঙ্গালী মিথ্যাকথা বলিতে জানে না। সোনা-বীেকে লইয়া সকলে এতিক্ষণ ব্যস্ত ছিলেন। অন্যদিকে এতক্ষণ কাহারও মন ছিল। না। সোনা-বীে যখন ইহধাম পরিত্যাগ করিলেন, তাহার সম্বন্ধে যখন সকল গোল মিটিয়া গেল, তখন পিসীমা এ-দিক ও-দিক চাহিয়া ত্ৰস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন,- “সুবালাকে অনেকক্ষণ দেখি নাই! সুবালা কোথায়?” সকলে তখন বলিল,- “তই তো! সুবালা দিদিকে আমরা অনেকক্ষণ দেখি নাই!” বারেণ্ডায় দাড়াইয়া পিসীমা দেখিলেন যে, সুবালার ঘরে আলো নাই। সেই স্থানে গিয়া দেখিলেন যে, সুবালা সেই স্থানে নাই। দোতালার যতগুলি ঘর ছিল, তাহার কোনস্থানে সুবালা নাই। ছাদে নাই, নীচের কোন ঘরে নাই, সদরবাটীতে নাই। তন্নতন্ন করিয়া সমস্ত বাটীতে সকলে অন্বেষণ করিল। বাটীতে সুবালা নাই। পিসীমা কাঁদিতে বসিলেন। বড়ালিনী কাঁদিতে লাগিলেন। দাসীগণ কাঁদিতে লাগিল । আলো জুলিয়া সমস্ত বাগান সকলে অন্বেষণ করিল। তাহার পর সমস্ত গ্রামের বাড়ী বাড়ী লোকে খুঁজিয়া দেখিল। সুবালার কোন সন্ধান হইল না। একজন স্ত্রীলোক বলিল যে, সন্ধ্যার পূৰ্ব্বে সুবালাকে সে শিব-মন্দিরের দিকে যাইতে দেখিয়াছিল। তৎক্ষণাৎ কয়েকজন লোক নীেকা ও ডোঙ্গা করিয়া সেই স্থানে গিয়া উপস্থিত হইল। শিবমন্দির ও চতুষ্পার্শ্বস্থ ভূমি তাহারা তন্নতন্ন করিয়া অনুসন্ধান করিল। সুবালার চিহ্নমাত্র তাহারা সেস্থানে দেখিতে পাইল না। গ্রামে হাহাকার পড়িয়া গেল। গ্রামের আবাল- সকলে সুবালার অন্বেষণে বাহির হইল। সন্ধ্যার পূৰ্ব্বে নদীতে সহসা প্রবল বান ।। গ্রামের ভিতর সমুদয় নিম্নভূমি জলে পরিপূর্ণ হইয়া গিয়াছিল। অনেক বাড়ী যেন এক একটি দ্বীপের ন্যায় হইয়াছিল। গ্রামের চতুর্দিকের মাঠ বন্যার প্লাবিত হইয়াছিল। কোন স্থানে গভীর জল হইয়াছিল, কোন কোন স্থান দিয়া প্ৰবাহিত হইতেছিল। যখন সমস্ত বাটী, সমস্ত বাগান গ্রাম অনুসন্ধান করিয়া সুবালার কোন সন্ধান হইল। না, তখন বিজয়বাবু, বড়ালমহাশয় ওঁ বিনয়ের ঘোরতর দুর্ভাবনা হইল। তাঁহারা ভাবিলেন যে, চপলার ন্যায় সুবালার কোন বিপদ ঘটিয়াছে। নদীতে সহসা বন্যা আসিয়াছে, কোন গভীর স্থানে পড়িয়া সুবালা জলমগ্ন হইয়াছে। হু হু শব্দ করিতে করিতে খাদা ভূত যখন রায়মহাশয়ের বাটী হইতে বাহির হয় এবং বাগানের উপর দিয়া দ্রুতবেগে মাঠের দিকে যখন সে চলিয়া যায়, তখন গ্রামের কয়েকজন লোক তাহাকে দেখিয়াছিল। রুদ্ধশ্বাসে পলায়ন করিয়া গ্রামে গিয়া তাহারা সংবাদ দিল । গ্রামে হুলস্থূল পড়িয়া গেল যে—খাদা ভূত পুনরায় আসিয়াছে! তাহার পর যখন সুবালাকে কেহ খুঁজিয়া পাইল না, তখন গ্রামের লোকের বুঝিতে। আর বাকী রহিল না। সকলেই ঘাড় নাড়িয়া বলিল যে,“খাদা ভূত যেরূপ চপলাকে খাইয়াছিল, সুবালা দিদিকেও সেইরূপ খাইয়াছে।” কিন্তু এবার সকলের ঘোরতর রাগ হইল। সকলে বলিল,—“আর আমাদের নিস্তার নাই। আজ খাদা ভুত সুবালা দিদিকে খাইল, কাল আমাদের বালক-বালিকাদিগকে খাইবে । সুবালা দিদি আমাদের লক্ষ্মী। তাঁহার জন্য আমরা প্ৰাণ বিসর্জন করিব । যখন সুবালা দিদিকে সে খাইল, তখন আমাদিগকেও সে ভক্ষণ করুক। খাদা ভূতের অনুসন্ধানে আমরা বাহির হইব। যদি তাহাকে দেখিতে পাই, তাহা হইলে দেখিব সে কেমন छूऊ ।” sig fjejzy sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Գ6 ֆ