পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধান পাইয়া তাহার ভিতর মদের বোতল লুক্কায়িত রাখিত। আবশ্যক হইলে বাহির করিয়া সে সুরাপান করিত। কিনারায় নীেকা রাখিয়া, মদ দুই বোতল হাতে লইয়া, যথারীতি মন্দিরের ভিতর লুকাইয়া রাখিবার নিমিত্ত সে ভূমির উপর উঠিল। রকের নিম্নে আসিয়া,-আশ্চৰ্য্য! সে দেখিল, সুবালা অঘোর নিদ্রা যাইতেছেন। দুই চারি বার উকিঝুকি মারিয়া নীেকার নিকট সে ফিরিয়া গেল। মদ দুই বোতল নীেকার ভিতর রাখিয়া, মন্দিরের নিকট প্রত্যাগমন করিয়া সে আমগাছের উপর উঠিল। গাছে বসিয়া সে সুবালাকে দেখিতে লাগিল। রাত্রি হইল। চারিদিক অন্ধকার আচ্ছন্ন হইল। চমকিত হইয়া সুবালার নিদ্রাভঙ্গ হইল। “আমি কোথায়?”—প্রথম সেই চিন্তা সুবালার মনে উদয় হইল। নানা বৃক্ষ পরিবেষ্টিত ভগ্নমন্দির দেখিয়া সুবালার স্মরণ হইল। একাকিনী সেই নিৰ্জ্জন স্থানে, —সুবালার বড় ভয় হইল। তাড়াতাড়ি উঠিয়া গৃহাভিমুখে তিনি গমন করিতে লাগিলেন। “রাত্রি হইয়া গিয়াছে, তথাপি আমাকে কেহ খুজিতে আসে নাই কেন!”—তাহা ভাবিয়া সুবালা আশ্চৰ্য্যান্বিতা झंशब्नन् । কাদাড়ের ধারে গিয়া তিনি পৌছিলেন। সৰ্ব্বনাশ! বান আসিয়াছে। কাদাড়ে গভীর জল হইয়াছে। তাহার ওদিকে বাগান পৰ্যন্ত নিম্নভূমি জলে পূর্ণ হইয়াছে। তিনি যেদিকে চাহিলেন, সেই দিকেই দেখিলেন,—জল, জল, দূর পর্যন্ত ধুধু কুৰি । নিকটে কোন লোকের বাড়ী ရွီးနှီးမြို့နှီမွိုမ်ိဳးမ်ိဳးမ်ိဳးမ်ိဳး সুবালা ডাকিলেন, — “ত্রিলোচন! ত্ৰিলোচন! § g” সুবালার উচ্চৈঃস্বরে—কেবল নামে উচ্চকেণ্ঠজে অতি মৃদু শব্দ। সে শব্দ অধিক দূর গেল না । কোন উত্তর তিনি পাইলেন না । ནུའི་ য়া সেই স্থানে তিনি বসিয়া পড়িলেন। তাহার পর ভাবিলেন,- “শীঘ্রই আমার ভুঞ্জির্ষণে লােক বাহির হইবে। আর অধিকক্ষণ এ স্থানে আমাকে বসিয়া থাকিতে হইবে না ।” সেই মুহূৰ্ত্তে তাঁহার দক্ষিণ দিকে তিনি নীেকার শব্দ পাইলেন। সুবালা ডাকিয়া বলিলেন,— “কে গা! নীেকা লইয়া যাও? আমি সুবালা! আমাকে বাড়ী লইয়া চল ।” নীেকা নিকটে আসিয়া কিনারায় লাগিল। নীেকার লোক লাফ দিয়া ভূমির উপর পড়ল। সুবালা তখন তাহাকে চিনিতে পারিলেন। তিনি বলিলেন, — “কে ও, ধনুকধারী?” এই সব বলিয়াই সুবালা ভাবিতে লাগিলেন, — ইহার সহিত যাওয়া উচিত কি না।” পুনরায় তিনি ভাবিলেন,- “সে দিন শেষকালে এ লজ্জিত ও ভীত হইয়া আমার নিকট ক্ষমা প্রার্থনা করিয়াছিল। পুনরায় আমাকে কি ও অযথা কথা বলিতে সাহস করিবে?” তিনি আবার ভাবিলেন, — “এ নির্জন স্থানে ইহার সহিত একাকী থাকা অপেক্ষা বাড়ীর দিকে যাওয়াই ভাল।” এইরূপ চিন্তা করিয়া সুবালা বলিলেন,- “ধনুকধারী!! আমাকে বাড়ী লইয়া চল।” ধনুকধারী কোন উত্তর করিল না। সুবালা নীেকার অগ্রভাগে গিয়া বসিলেন। ধনুকধারী অপর দিকে বসিয়া নীেকা পরিচালিত করিল। অল্পক্ষণের নিমিত্ত সুবালা মস্তক অবনত করিয়া অন্যমনস্কভাবে বসিয়াছিলেন। এখন একবার মুখ তুলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন। চমকিত হইয়া তিনি বলিলেন,- RV8 afraig -iibg gis so! - www.amarboi.comf287*******