পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসিয়া তালগাছের উপর উঠিয়াছিল। তাহার পর যখন সমস্ত মাঠ জলপ্লাবিত হইল, তখন সে আর পলায়ন করিতে পারিল না। গাছের উপর তাহাকে বসিয়া থাকিতে হইল। ধনুকধারী তাহা জানে না, সুবালাও তােহা জানেন না। তালগাছ দাউ দাউ করিয়া জুলিতে লাগিল। অগ্নির উত্তাপ সে সহ্য করিতে পারিল না, অথবা তাহার ভয় হইল। মৃদুস্বরে হু, হু, হু, হু, শব্দ করিতে করিতে সড় সড় করিয়া সে গাছ হইতে কোনরূপ নামিয়া নীেকার উপর আসিয়া দাঁড়াইল। সুবালা তাহাকে চিনিতে পারিলেন। সুবালা বলিলেন, —“কালা বাবা! কালা বাবা! এই দুরাত্মার হাত হইতে আমাকে রক্ষা কর।” কেন—তােহা বলিতে পারা যায় না, সেই মুহুর্তে খাদা ভূত ধনুকধারীকে জড়াইয়া ধরিল। ধনুকধারী ও খাদা ভুতকে জড়াইয়া ধরিল। খাদা ভূতের এখন ক্ষিপ্ত অবস্থা। সোনা-বীেয়ের নিকট হইতে আপনার নাক লইয়া সে অতি দ্রুতবেগে মাঠ-ঘাট পার হইয়া এই স্থানে আসিয়া উপস্থিত হইয়াছিল। বৃক্ষারোহণ-অভ্যাসের বশবৰ্ত্তী হইয়া সে এই তালগাছের উপর উঠিয়া বসিয়াছিল। পাগলের মার্জি। কেন সে ধনুকধারীকে ধরিল, তাহা বলিতে পারা যায় না। ধনুকধারী বোধ হয়। ভাবিল যে,—‘এই খাদা ভূত চপলাকে যেরূপ খাইয়াছে, সেইরূপ আমাকেও হয় তো খাইবে!” আতঙ্কের বশবৰ্ত্তী হইয়া সে খাদা ভুতকে জড়াইয়া ধরিল। ভীমে ও কীচকের যেরূপ যুদ্ধ হইয়াছিল, মগ্ন প্ৰায় নীেকার উপর দুই জনে সেইরূপ তুমুল সংগ্রাম বাধিয়া গেল। দুই জনে ধরাধরি, জড়ােজড়ি, হুড়াহুড়ি হইতে লাগিল। অজ্ঞান প্ৰায় হইয়া সুবালা নীেকায় একপার্শ্বে বসিয়া এই ভীষণ রণ অল্পক্ষিণ হুটােপুটির পর জলপ্লাবিত প্ৰান্তরের ভয়াবহ হুহুঙ্কার শব্দ নিৰ্গত হইল। অন্য বৎসর মুখ হইতে এই শব্দ নির্গত হইত ও তাহার কারণে তাহার মন উত্তেজিত হইয়াছিল (> পর ধনুকধারীর সহিত এই তুমুল সংগ্রাম। সেইজন্য বোধ হয়। সদ্য সদ্য তাহার য় হুহুঙ্কার শব্দ নিৰ্গত হইল - छ छ. छ इ, छ छ छ ভয়ানক চীৎকারে চারিদিক-পূর্ণ হইল। জলপ্লাবিত প্ৰান্তর মধ্যে চারিটি গাছে যে সমুদয় কাক-পক্ষী বসিয়াছিল, তাহারা সেই ভয়ানক শব্দ শুনিয়া ভীত হইল ও ভয়াৰ্ত্তরবে। চারিদিক পূর্ণ করিয়া এদিক ওদিক উড়িতে লাগিল। আরও দূরে গ্রামের কুকুরগণ উৰ্দ্ধমুখ হইয়া কাঁদিতে লাগিল। छ छ, छ छ, छ छ छ খাদা ভূতের শব্দ। হুয়া হুয়া, হঁ্যাক্কা হুয়া, হুয়া হুয়া হু।-শৃগালের ডাক । তিনবার এইরূপ শব্দে পৃথিবী পরিপূরিত হইল। কল কল শব্দে নীেকায় জল উঠিতে লাগিল। ধরাধরি, জড়ােজড়ি, দুড়োদুড়ি, হুড়োহুড়ি, - দুই জনে যুদ্ধ হইতে লাগিল। প্ৰজ্বলিত তালপত্রে চারিদিক আলোকিত হইল। ঘোর বিপদে পতিত হইয়া সুবালা দৃষ্টি ও শ্রবণশক্তি তীক্ষ হইয়াছিল। দূরে যৎসামান্য আলোক তাঁহার নয়নগোচর হইল। তাহার পর গুরুঠাকুরের প্রতিস্বরে ছোট-হরিদাস সম্বন্ধে ক্ৰন্দন তিনি শুনিতে পাইলেন। দুই দিকে নীেকায় শব্দও অল্প অল্প তাহার কর্ণগোচর হইল। qco afraig -iibg gis so! - www.amarboiconf'3'*******