পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেইদিন হইতে আমাদের প্রতি সুপ্ৰসন্ন হইয়াছেন। কত বৎসর পরে এ বৎসর সুবৃষ্টি হইয়াছে। এ বৎসর প্রচুর ধান্য জনিবে, তাহার লক্ষণ চারিদিকে প্রতীয়মান হইতেছে। এই সময় জুরের প্রাদুর্ভাব হয়, কিন্তু এ বৎসর তাহা হয় নাই। আমরা পরম সুখে কালযাপন করিতেছি। আমাদিগকে হতাশ করিয়া, পুনরায় আমাদিগকে দুঃখসাগরে ভাসাইয়া, আমাদের লক্ষ্মীকে আপনার লইয়া যাইবেন না।” নবম অধ্যায় শেষ কথা তাহাদের ক্ৰন্দন দেখিয়া সুবালাও সেই সঙ্গে কাঁদিতে লাগিলেন। সুবালা বলিলেন, — “তোমরা ভয় করিও না। আমি তোমাদিগকে কখনও ভুলিব না। সৰ্ব্বদাই তোমাদের তত্ত্ব লাইব । তোমরা যাহাতে সুখে থাক, সৰ্ব্বদাই আমি সে চেষ্টা করিব। বিপদ আপদ হইলে, তোমরা আমাকে সংবাদ দিবে। তোমাদিগকে দায় হইতে উদ্ধার করিতে যথাসাধ্য আমি চেষ্টা করিব।” বিজয়বাবু, বিনয় ও তাঁহার মাতা কলিকাতা গমন করিলেন। খুড়ী-মা ও পিসী-মায়ের সহিত পড়িয়া গেল। স্ত্রী-পুরুষ, বালক-বালিকা, শিশু-বৃদ্ধ৫ষ্টতর-ভদ্র-সকলে আসিয়া তাঁহার পালুকী ঘিরিয়া দাঁড়াইল। অতি কষ্টে তাহাদের নিকুটুম্বইতে সুবালা বিদায় প্রাপ্ত হইলেন। গ্রামের বালক-বালিকাগণ বহুদূর পর্য্যন্ত তাঁহার র সঙ্গে সঙ্গে দৌড়িয়া যাইতে লাগিল। পথে পালুকী থামাইয়া সুবালা তাহাদিগকে স্ট্রিক, দুয়ানি ও পয়সা প্ৰদান করিলেন। এবং অনেক প্ৰবােধ দিয়া তাহাদিগকে বাটী ফিরিয়ট যাইতে আদেশ করিলেন। বড়ালমহাশয় ও বড়াল-গৃহিণী সুবালার সহিত তাঁহার কাকামহাশয়ের গ্রামে গমন করিলেন। “অল্পদিন সে স্থানে থাকিব, তাহার পর ফিরিয়া আসিব”—এইরূপ মনন করিয়া তাহারা গিয়াছিলেন। কিন্তু সুবালা তাঁহাদিগকে ছাড়িলেন না এবং তাঁহারাও সুবালাকে ছাড়িয়া আসিতে পারিলেন না। কয়েক মাস তাহারা সেই গ্রামে রহিলেন, তাহার পর সুবালার সহিত তাহারা কলিকাতা গমন করিলেন। অনেক দিন পরে তবে বিজয়বাবু তাহাদিগকে গ্রামে প্রত্যাগমন করিতে অনুমতি প্ৰদান করিলেন। যথাসময়ে শুভদিনে ও শুভক্ষণে বিনয়ের সহিত সুবালার বিবাহ হইল। বিজয়বাবু ও তাঁহার গৃহিণীর আনন্দের সীমা রহিল না। অতি গৌরবের সহিত তাহারা সকলকে বলিতে লাগিলেন, — “এস! তোমরা আমাদের মা-লক্ষ্মীকে দেখ।” সুবালার দয়া-মায়া ও ধৰ্ম্মপরায়ণতার বিবরণ শ্রবণ করিয়া সকলেই চমৎকৃত হইল ও সকলেই শতমুখে তাঁহার প্রশংসা করিতে লাগিল। পাক-স্পর্শ অর্থাৎ বৌভাতের দিন বিনয়ের অনেকগুলি বন্ধু নববধূকে দেখিবার নিমিত্ত প্রার্থনা করিলেন। বিবাহ প্রভৃতি ক্রিয়া উপলক্ষে বস্ত্ৰাদি প্রদানের প্রথা অনেকের পক্ষে দণ্ডস্বরূপ হইয়াছে। তাহার বাড়ীতে আসিয়া নিমন্ত্রিত ব্যক্তিগণ পাছে সেই দণ্ডে দণ্ডিত হন, সেই নববধূ দেখাইতে বিজয়বাবু প্ৰথম সম্মত হন নাই। কিন্তু বিনয়ের বন্ধুগণের নিতান্ত AA fi:Ilă zi, o go sel - www.amarboi conf**