পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনিয়া উপস্থিত করিল। সন্ন্যাসী বলিল যে, নিভৃতে তোমার সহিত কোন কথা আছে। আমি সন্ন্যাসী ও তাহার চেলা এক ঘরে যাইলাম। সন্ন্যাসী বলিল যে, ট্যাক্স বন্ধ হইয়া গিয়াছে, সে জন্য নিশ্চয় তোমার মনে সন্দী হইয়াছে, কিন্তু দুঃখ করিও না, অন্য উপায়ে তোমাকে আমি বিপুল ধনের অধিকারী করিব। একটি টাকা দাও দেখি! সন্ন্যাসীর হাতে আমি একটি টাকা দিলাম। সেই টাকাটিকে তৎক্ষণাৎ দ্বিগুণ করিয়া দুইটি টাকা আমার হাতে দিল। তাহার পর সন্ন্যাসীর আদেশে ভিতর হইতে একটি মোহর আনিয়া দিলাম, তাহাও ডবল করিয়া দুইটি মোহর সন্ন্যাসী আমার হাতে দিল। শেষে একখানি দশ টাকার নোটও ডাবল করিয়া আমার হাতে দিল । তাহার পর সন্ন্যাসী আমাকে বলিল,- “এ কাজ অধিক পরিমাণে করিতে গেলে পূজাপাঠের আবশ্যক। তোমার ঘরে যত টাকা, মোহর, নৌট, সোনা-রূপা আছে, পূজা-পাঠ করিয়া সমুদয় আমি ডবল করিয়া দিব।” আমি উত্তর করিলাম,- “সন্ন্যাসীঠাকুর! আমি নিতান্ত বোকা নই। এরূপ বুজরুকির কথা আমি অনেক শুনিয়াছি। গৃহস্থের বাড়ী গিয়া দুই-একটি টাকা অথবা নােটি ডবল করিয়া তােমরা গৃহস্বামীর বিশ্বাস উৎপাদন কর। তোমাদের কুহকে পড়িয়া গৃহস্বামী ঘরের সমুদয় টাকা-কড়ি গহনা-পত্ৰ আনিয়া দেয়। হাঁড়ী অথবা বাক্সের ভিতর সেগুলি বন্ধ করিয়া তোমরা পূজা কর। পূজা সমাপ্ত করিয়া সাত দিন কি আট দিন পরে গৃহস্বামীকে খুলিয়া দেখিতে বল। সেই অনুসাের তােমারু চপটি দাও! সাত আট দিন পুরে গৃহস্থায়ী খুলিয়া দেখে যে হাঁড়ী ঢল ঢল। বাজিকরের ও-চালাকি আমার কাছে খাটিবে না।” 6 সন্ন্যাসী বলিল,— “পূজা পাঠ করিয়া আমি চুল্লিয়া যাইব না। তোমার ঘরে তুমি আমাকে বন্ধ করিয়া রাখিও । আর দেখি আমি অন্ধ ও সহায়তা ভিন্ন দুই পা চলিতে পারি না। পালাইব কি করিয়া? পূজার দিন কোন আমি এ স্থানে আসিতে দিব না। সাত আট দিন পরে তোমাকে টাকা-কড়ি বলিব না; পূজা সমাপ্ত হইলেই তৎক্ষণাৎ তুমি খুলিয়া দেখিবে যে, সমুদয় সম্পত্তি দ্বিগুণ হইয়া গিয়াছে।” সন্ন্যাসীর এরূপ প্ৰস্তাবে আমি সম্মত হইলাম। সন্ন্যাসী শুভদিন ও শুভলগ্ন স্থির করিল। পূজা ও হােমের উপকরণের ফৰ্দ দিল। সে সমুদয় আমি সংগ্ৰহ করিলাম। বাড়ীর দোতলায় নিভৃত একটি ঘরে পূজার আয়োজন করিলাম। ঘরে টাকা, মোহর, নোট যত ছিল ও বিবাহের নিমিত্ত যে গহনা গড়াইয়াছিলাম, সে সমুদয় বৃহৎ একটি বাক্সের মধ্যে বন্ধ করিয়া পূজার স্থানে লইয়া যাইলাম । চতুর্থ পরিচ্ছেদ চিত্রগুপ্তের গলায় দড়ি—মোটা দড়ি নয় নিৰ্দ্ধারিত দিন সন্ধ্যার সময় কেবল সন্ন্যাসী ও আমি সেই ঘরে গিয়া উপবেশন করিলাম। সন্ন্যাসী পাছে কোনরূপে পলায়ন করে, সেজন্য ঘরের দ্বারে চাকরকে কুলুপ দিয়া বন্ধ করিতে

  • fila -i»3 g3 g6 - www.amarboi.com - br?