পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডমরুধর বলিলেন,- “হাঁ। আমি ঘোর বিপদে পড়িয়াছিলাম। কেবল মা দুর্গার কৃপায় আমি সে বিপদ হইতে পরিত্রাণ পাইয়াছিলাম।” ডমরুধর বলিতে লাগিলেন, — “এক ঘণ্টা পরে তাহারা আমাকে গাছ হইতে নামাইয়া লাইল। তাহার পর সমস্ত দিন তাহারা আমাকে জলটুকু পৰ্যন্ত খাইতে দিল না। তােহাৱা কিন্তু একে একে আমার বাড়ীতে গিয়া আহার করিয়া আসিল। আসিয়া বলিল যে — ডমরু বাবুর বাড়ীতে আজ খুব ঘটা। পাঁচ ছয়টা খাসি কাটা হইয়াছে। নানা দ্রব্য প্ৰস্তুত হইয়াছে। গ্ৰামশুদ্ধকে তিনি নিমন্ত্ৰণ করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন যে, তাহার বিবাহ পৰ্যন্ত প্রতিদিন মহাসমারোহের সহিত সকলকে ভোজন করাইবেন।” লম্বোদর বলিলেন,- “হাঁ! সেই সময় দিনকত তোমার বাড়ীতে খুব ধূম হইয়াছিল। প্রতিদিন ষোড়শ উপাচারে তোমার বাড়ীতে আমরা ভোজন করিয়াছিলাম! তখন তোমার সেই শরীরটিকে ‘তুমি’ বলিয়াই আমরা মনে করিয়াছিলাম। সহসা তোমার মতিগতির কিরূপে পরিবর্তন হইল, তাহা ভাবিয়া সকলে আমরা আশ্চৰ্য্যান্বিত হইয়াছিলাম। তোমার কেনারাম চাকর ও চেলা দুই জন বলিল যে, সন্ন্যাসী ঠাকুর তোমার সমুদয় সম্পত্তি ডবল করিয়া দিয়াছেন, সেই আহাদে তুমি মুক্ত হস্ত হইয়ােছ। কেহ কেহ বলিল যে, নূতন বিবাহের আমোদে আটখানা হইয়া তুমি এত টাকা খরচ করিতেছ। কিন্তু এখন বুঝিলাম যে, সে তুমি নও, তোমার শরীরে অধিষ্ঠিত সন্ন্যাসী ।” ডমরুধর বলিলেন,— “আমি বৃথা টাকা খরচ কুরিব? আমি সে পাত্ৰ নাই। “আমি” খাবার লইয়া আসিল। পােলাও, কালিয়া, পরদিন প্ৰাতঃকালে পুনরায় আমাকে তাহারা গাছে ঝুলাইয়া দিল। তাহার পর সমস্ত দিন অনশনে রাখিয়া গভীর রাত্ৰিতে আমাকে খাবার দিল। প্রতিদিন এই ভাবে চলিতে লাগিল । ওদিকে আমার নিজ বাটীতে ধুমধামের সীমা-পরিসীমা নাই। প্রতি দিন যজ্ঞ। দিনের বেলা সাধারণ লোকের তোজন, রাত্রিতে বন্ধু-বান্ধবের ফিষ্টি । শুনিলাম, ঐ ফিষ্টিতে সন্ন্যাসী বন্ধুবান্ধবের সহিত কিছু উচ্চ রকমের ক্ষুৰ্ত্তি করিতেছিল। সেরি শ্যাম্পেন প্রভৃতি বহুমূল্য। মদ চলিতেছিল। কেবল আমার টাকার শ্ৰাদ্ধ! ক্ৰমে শ্রাবণ মাস আসিল। আমার বিবাহের জন্য যে শুভদিন স্থির হইয়াছিল, সেই দিন নিকটবৰ্ত্তী হইল। যে শরীরে আমি অবস্থান করিতেছিলাম, তাহা অন্ধ বটে, কিন্তু কান তো অন্ধ ছিল না; কয়দিন আগে থাকিতে রোশন চৌকি বাজনা আমার কানে প্রবেশ করিতেছিল। তাহার পর বিবাহের পূৰ্ব্ব দিনে ইংরাজী বাজনা, দেশী বাজনা, ঢাক ঢোল সানাইয়ের রোলে ও লোকের কোলাহলে আমার কান ছেদা হইয়া গেল। শুনিলাম যে “ডমরুবাবু” মহাসমারোহের সহিত বিবাহ করিতে যাইবেন। পাছে কোন যমদূতের সহিত সাক্ষাৎ হয়, পাছে বেওয়ারিস আসামী বলিয়া আমাকে ধরিয়া লইয়া যায়, পাছে পুনরায় আমার মাথায় ডাঙ্গস মারে, সেই ভয়ে এত দিন সন্ন্যাসীর শরীর ԳծC) দুনিয়ার পাঠক এক হও! ৩ www.amarboi.comন্মিলোকনাথ রচনাসংগ্ৰহ