পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিলেন। আমি মনে মনে ভাবিলাম,- “তাহাতে ক্ষতি কি? এক বৎসর কি দুই বৎসর যদি আমার জেল হয়, তাহা হইলে মেয়াদ খাটিয়া পরে সেই টাকা লইয়া কোনরূপ ব্যবসা করিব। আর এখন যদি টাকাগুলি দিয়া দিই, তাহা হইলে আমার দশা কি হইবে? ভগবান আমাকে মোহরগুলি দিয়াছেন!! সে টাকা ফিরিয়া দিলে আমার মহাপাতক হইবে।” কিন্তু আমাকে পুলিসে দেওয়া হইল না। আমার শাশুড়ী ঠাকুরাণী কাদিয়া-কাটিয়া কুরুক্ষেত্ৰ করিলেন!! অবশেষে সকলে মিলিয়া আমার নিকট হইতে গোলোকবাবুর পুত্রের নামে এক হাজার টাকার হ্যাণ্ডনেট লিখিয়া লইলেন। আর আমি মালতীকে যে গহনাগুলি দিয়াছিলাম, প্ৰহাদবাবু সেগুলি গোলোকবাবুকে দিয়া দিলেন। তাহারা আরও অনুসন্ধান করিয়া জানিলেন। যে, আমার বিবাহের সময় যে জমি-জোৱাত বাগান-বাগিচার কথা বলিয়াছিলাম, সে সমুদয় মিথ্যা । তৃতীয় পরিচ্ছেদ সুন্দরবনের অদ্ভুজীব (9 আমার নিকট হইতে ইহাৱা যখন হ্যাণ্ড খয়া লইলেন, তখন আমি মনে মনে ভাবিলাম,- “যত পার হ্যাণ্ডনেট স্ট্রও। উপুড় হস্ত কখন আমি করিব না। নালিশ করিবে? ডিক্ৰী করিবে? ডিক্ৰী ধুইয়া খৃস্ট্রঞ্জাঁ কি বেচিয়া লইবে বাপু?” বস্তুতঃ এ হ্যাণ্ডনেটের একটি দেয়ার্সাও আমাকে দিতে হয় নাই। ইহার কিছুদিন পরে গোলোকবাবু কৰ্ম্মত্যাগ করিয়া কাশী চলিয়া গেলেন। সে স্থানে তাঁহার ও তাঁহার স্ত্রীর মৃত্যু হইল। টাকা সম্বন্ধে তাঁহার পুত্র অনেকবার আমাকে পত্র লিখিয়াছিলেন। তাহার উত্তর আমি দিই নাই, তাহা নহে। দুইটা ছড়ি! সে কথা পরে বলিব। হর ঘোষ আমাকে দোকান হইতে ছাড়াইয়া দিলেন। সেজন্য আমি দুঃখিত হইলাম না। মনে জানি যে, আমার সেই তেরশত টাকা আছে। পূৰ্ব্বেই মনে মনে স্থির করিয়াছিলাম যে, সেই টাকা দিয়া হয় জমিদারী কিনিব। আর না হয় ব্যবসা করিব, কিন্তু যতদিন ঐ হ্যাণ্ডনেটের ভয় থাকিবে, ততদিন কিছু করিব না। আমার শ্বশুর মহাশয় বলিলেন,- “তোমাকে আর আমার বাড়ীতে আসিতে দিব না। আজ হইতে জানিলাম যে, আমার কন্যা বিধবা হইয়াছে। তোমার মুখ দেখিলেও পাপ হয়, আর জন্মে অনেক পাপ করিয়াছিলাম, সেজন্য তোমা হেন ইতরের হাতে আমি কন্যা দিয়াছি। তোমার ঘরে আমি কন্যা পাঠাইব না।” আমি ভাবিলাম যে,- “বটে, এখন আমার পুঁজি হইয়াছে, কি করিয়া অর্থ সঞ্চয় করিতে হয়, হর ঘোষের বাড়ীতে তাহা আমি শিখিয়াছি। যেমন করিয়া পারি, আমি ধন্যবান হইব, টাকা হইলে কেহ তখন জিজ্ঞাসা করে না যে, অমুক কি করিয়া সম্পত্তিশালী হইয়াছে। জাল করিয়া broS află cios (gs se - www.amarboi conf**