পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনে আবৃত, সকল স্থান দেখিতে পারিলাম না। যে যে স্থানে বীধ ভাঙ্গিয়া গিয়াছিল, তাহা দেখিলাম। পুষ্করিণীটি উচ্চ ভূমিতে ছিল, তবুও কতক পরিমাণে তাহার ভিতর জোয়ারের নােনাজল প্ৰবেশ করিয়াছিল। যে কয়জন কৃষক বাস করিয়াছিল, একখানি ব্যতীত আর সকলের ঘর ভূমিসাৎ হইয়া গিয়াছিল। সেই একখানি ঘরের ভিতর প্রবেশ করিতে আমার ইচ্ছা! হইল। কিন্তু একটু আগে গিয়া দেখিলাম যে, একটি মৃত ব্যাঘ্ৰ সেই স্থানে পড়িয়া রহিয়াছে। কিছুক্ষণ তাহার নিকট দাঁড়াইয়া আমরা দেখিতে লাগিলাম। আমার সাই বলিল যে, এ ব্যাঘাটিকে অন্য কোন সাই মন্ত্রবলে বধ করিয়া থাকিবে। কারণ ইহার শরীরে গুলী অথবা অন্য কোন অস্ত্ৰ চিহ্ন নাই । তাহার পর কৃষকের ভগ্নগৃহ অভিমুখে আমরা গমন করিলাম। এ ঘরখানির চারিদিকে প্রাচীর ও উপরে চাল ছিল, কিন্তু ঘরের দ্বারে আগড় অথবা কপাট ছিল না, যেই আমরা দ্বারের নিকট লক্ষ মৌমাছির গুনগুন রব। ভিতরে হয় তো বৃহৎ একটি চাক হইয়াছে। কিন্তু পরীক্ষণেই যাহা দেখিলাম, তাহাতে ঘোরতর আশ্চৰ্যন্বিত হইলাম। কালো কালো চড়াই পাখীর ন্যায় শত শত কি সব দেওয়ালের গায়ে বসিয়া আছে। তাহাদের সর্বশরীর কালো, কিন্তু পেটগুলি রক্তবর্ণের। তাহাদের দুইটি করিয়া ডানা আছে, উড়িবার নিমিত্ত ডানাগুলি নাড়িতেছে। তাহাতেই এরূপ বনবন। শব্দ হইতেছে, রক্তবর্ণের কোন দ্রব্য খাইয়া পেট পূর্ণ করিয়াছে, সেজন্য উড়িতে পারিতেছে না। এ কি জীব? কিছুই আমরা বুঝিতে পারিলাম না। যে জীব হউক, এই জীবই রক্তপান করিয়া ব্যাঘাটিকে বধ করিয়া থাকিবে। এই সময়ে সাঁই এক বড় নিৰ্ব্বোধের কাজ করিয়া বসিল, লাঠি দ্বারা মাটিতে আঘাত করিয়া খণ্ঠ করিল। গুটিদশ জীব যাহারা সম্পূর্ণভাবে উদর পূর্ণ করিয়া রক্তপান করে নাই, প্রাচীর্বােঞ্জািগ হইতে উড়ন্তীয়মান হইল। সঁই সকলের অগ্ৰে ছিল, জীব কয়টি তাহার গায়ে মূৰ্ত্তিীৰ্বািসল, প্রাণ গেল বলিয়া সীই দৌড়িল, দশহাত যাইতে-না-যাইতে সঁই ভূতলে গ ཙེ་རྩྭ་རྩེ་པོ་ ছটফট করিতে লাগিল । চতুর্থ পরিচ্ছেদ মশার মাংস ডমরুধর বলিতে লাগিলেন, আমরা দেখিলাম যে, সাইয়ের গায়ে দশ-বারটি কালো জীব বসিয়াছে। যাতনায় সাই ছট্‌ফটু করিতেছে। লাঠি দিয়া আমি সেই জীবগুলিকে তাড়াইতে চেষ্টা করিলাম। আমার লাঠির আঘাতে সাইয়ের দেহ হইতে তিনটি জীব উডউীয়মান হইল। তাহদের একটি আমার গায়ে বসিতে আসিল । সবলে তাহার উপর আমি লাঠি মারিলাম। লাঠির আঘাতে জীবটি মৃত হইয়া মাটিতে পড়িয়া গেল। আমি তাহার মৃতদেহ তুলিয়া লইলাম। ইতিমধ্যে আর দুইটি জীব একজন মাঝির গায়ে গিয়া বসিল। মাঝি চীৎকার করিয়া উঠিল। দশ-বার হাত দৌড়িয়া গিয়া সেও মাটিতে পড়িয়া ছটফটু করিতে লাগিল। আমি সঁইয়ের দিকে চাহিয়া দেখিলাম যে, সঁই জীবিত নাই, সাঁই মরিয়া গিয়াছে। আমি বুঝিলাম brの8 দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comপূির্ডস”নািপ *********