পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখিয়াই আমার হাড় জুলিয়া গেল। আমি বলিলাম,- “ম্যাগী! ও গহনা আমার। অনেক টাকা খরচ করিয়া আমি কুমীর ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে।” কেঁউ মেউ করিয়া মাগী আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তাহার পর তাহার পুত্ৰগণ ও তাহার জাতি-ভাইগণ কাঁড়বঁাশ ও লাঠিসোটা লইয়া আমাকে মারিতে দৌড়িল। আমার প্রজাগণ কেই আমার পক্ষ হইল না। সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সঁওতালগণ। সে মাগীকে ঘরে লইয়া গেল। দিনকয়েক শূকর মারিয়া ও মদ খাইয়া তাহারা আমোদ-প্ৰমোদ করিল। পূৰ্ব্বদেশীয় সে ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে, কপালে পুরুষের ভাগ্যও সকল সময় প্ৰসন্ন হয় না।” লম্বোদর বলিলেন, — “এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বল দেখি?” ডমরুধর বলিলেন,- “এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলো। যেই হইয়া গেল, তাই এখন বলিতেছ যে, আজগুবি গল্প। কলির ধৰ্ম্ম বটে!” শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন,- “এ কুমীরের গল্প যে সত্য, তাহার কোন প্ৰমাণ আছে?” ডমরুধর উত্তর করিলেন,- “প্ৰমাণ? নিশ্চয় প্রমাণ আছে। কোমরে ব্যথার জন্য এই দেখ সেই কুমীরের দাঁত আমি পরিয়া আছি।” লম্বোদর জিজ্ঞাসা করিলেন,— “সে কুমীর যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল, তবে তাহার দাঁত এত ছােট কেন? ঠিক অন্য কুমীরের দাঁতের মত কেন?” ডুমুরুত্বর উত্তর করলেন- "অনেক মানুষ খৃষ্টয়া সে কুমীরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল।” 9 ം് ܣܛܘܢ ኩrS8 filá no g3 &e www.amarboi.com%"ooooo