পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একটু হাসিলেন,— কুপিত হইয়া ডমরুধর বলিলেন, — “হাসিও না। এ তোমাদের পৃথিবীর কঁ্যাক-কেঁকে প্যাকম-ধরা ময়ূর নহে। এ আসল কাৰ্ত্তিকের কৈলাসি ময়ূর। তাহার পর ডমরুধর পুনরায় গল্প আরম্ভ করিলেন, — গণেশ, লক্ষ্মী, দুৰ্গা ও সরস্বতীকে প্ৰণাম করিয়া আমি ময়ুরের পিঠে চড়িয়া বসিলাম। তাহাকে আকাশের দিকে চালাইতে চেষ্টা করিলাম। ময়ুর উপরে উঠিল না। তখন দেবী হাসিয়া বলিলেন,- “মন্ত্র না পড়িলে নরলোককে লইয়া ময়ুর উপরে উঠবে না। শূন্যে আরোহণ করিবার সময় তুমি এই মন্ত্রটি পাঠ করিবে— “জয় কৈলাসবাসিনী মহেশগৃহিণী গণেশজননী।” তাহার পর সন্ধ্যাবেলা তোমার বাসার উপরে আসিয়া এই মন্ত্রটি বলিবে,- “জয় কৈলাসবাসিনী ত্ৰ্যম্বকগুহিণী ষড়াননজননী।” দ্বিতীয় মন্ত্রটি অতি সাবধানে স্মরণ করিয়া রাখিবে। বাসার উপর আসিয়া এই মন্ত্রপাঠ না। করিলে ময়ুর তোমাকে সপ্তদ্বীপ সাত সমুদ্র তের নদী পারে লোকালোক পৰ্ব্বতের ওধারে সূৰ্যের অগম্য তিমিরপূর্ণ গভীর গহবরে ফেলিয়া চলিয়া যাইবে।” আমি বলিলাম,- “মন্ত্রটি অতি সহজ। কেন মনে করিয়া রাখিতে পারিব না? তবে দ্বিতীয় মন্ত্রে ঐ গুম্বজগৃহিণী কথাটা কিছু কঠিন।” দেবী হাসিয়া বলিলেন, — “গুম্বজগৃহিনী নহে, ত্ৰ্যম্বকগুহিণী।” আমি বলিলাম,- “এইবার আমি ভাল করিয়া স্মরণ রাখিব, গুম্বজ নহে ব্ৰ্যম্বক ৷” দেখ লম্বোদর, এই স্থানে তোমাদের একটা বলিয়া রাখি। প্রতিমায় এই যে কাৰ্ত্তিক সকলে করে, এ-কেলে কাৰ্ত্তিক নহে, ৫াির্কলে কাৰ্ত্তিক। লম্বা কেঁচা গ্রুফো ধেড়ে কাৰ্ত্তিক কি বাপুঃ এই কি তােমাদের ভক্তি, ছিংখ্রখনকার কাৰ্ত্তিক ছেলে-মানুষ। মােজাইজের কােটি টুপি পরা। সিংহশাবক কােলে কাৰ্ত্তিষ্ক ক আমি এইরূপ দেখিয়াছিলাম। প্রতিমায়ও তাই করিয়াছি। KN) প্ৰতিমা সহিত দেবী অন্তৰ্দ্ধান হইলেন। আমি প্রথম মন্ত্রটি পাঠ করলাম,— “জয় কৈলাসবাসিনী মহেশগৃহিণী গণেশজননী।” তৃতীয় পরিচ্ছেদ পিং মহাশয় ময়ুর তৎক্ষণাৎ উপরে উঠিল। অনেক—অনেক উপরে উঠিল। রেলগাড়ী বা কি? তড়িদৃগতি বা কি? তাহা অপেক্ষা দ্রুতবেগে শূন্যপথে চলিতে লাগিল। চন্দ্ৰলোক সূৰ্য্যলোক ধ্রুবলোক পার হইয়া গেল। কোটি কোটি যোজন পরে শেষে আমি পিঙের আকাশে গিয়া উপস্থিত হইলাম। লম্বোদর জিজ্ঞাসা করিলেন,- “পিং! সে কি?” ডমরুধর উত্তর করিলেন, — পিং কি? পিং এইরূপ—বলিয়া তিনি পিং-এর চিত্র অঙ্কিত করিয়া দেখাইলাম । লম্বোেদর বলিলেন, — “তা যেন দেখিলাম। কিন্তু পিং কে?” br gfrila is gas sel - www.amarboiconf:"*