পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দূর হইতে অশ্বাণ্ড দেখিতে পাইলাম। পরে নিকটে গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম যে, দ্বারে ভীষণ মূৰ্ত্তি প্রহরী বসিয়া আছে। চীৎকার করিয়া প্রহরী আমাকে জিজ্ঞাসা করিল,- “হু কামস দার?” (Who comes there?) আমি উত্তর করিলাম,- “ফ্রেণ্ড ।” (friend) প্রহরী বলিল,— “পাস ফ্রেণ্ড, অল ওয়েল” (Pass friend all well) এই বলিয়া প্রহরী দ্বার ছাড়িয়া দিল। অশ্বাণ্ডের ভিতর আমি প্ৰবেশ করিলাম। আমি দেখিলাম যে, ব্ৰহ্মাণ্ডের ন্যায় অশ্বাও ক্ষিতি অপৃ তেজ মরুৎ ব্যোম দিয়া গঠিত নহে। ইহা সম্পূর্ণ অন্ধকার দিয়া নিৰ্ম্মিত। দূর দূর বহু দূর গিয়া বিটলে স্বদেশে ভক্তদিগের দেশে গিয়া উপস্থিত হইলাম। এই প্রেতিদিগের রক্ষণাবেক্ষণের নিমিত্ত এক প্রহরী নিযুক্ত আছে। প্রহরী তাহাদিগকে বৃহৎ অট্টালিকার ভিতর বন্ধ করিয়া রাখে। আমাকে দেখাইবার নিমিত্ত তাহাদিগকে সে বাহির করিল। পৃথিবীতে ইহাদের শরীর নুদুর-নাদুর থাকে। এখানে ইহাদের এইরূপ মূৰ্ত্তি হইয়াছে। বঙ্গদেশের ইহারা সৰ্ব্বনাশ করিয়াছে। শত শত বাঙ্গালী যুবকের অনুলাভের পথ রোধ করিয়াছে। সাধারণের টাকা আত্মসাৎ করিয়াছে। প্রহরী আমাকে বলিল,— “সতুর এ স্থান হইতে প্ৰস্থান করুন। আপনার যে এমন অপূৰ্ব্ব রূপ, ইহাদের বাতাস লাগিলে সে সব মাটী হইয়া যাইবে। আপনাকে আরও এক বিষয়ে সাবধান করি। কিছুদূরে আপনি ছেলেখেকো বক্তাদিগের প্ৰেতগণকে দেখিতে পাইবেন! তাহাদে্যু যেন আপনার কর্ণকুহরে প্রবেশ না リエ মহলে সমাদৃত সৰ্ব্বত্র প্রচলিত ঘূত সদৃশ2আপনার হৃদয় কোমল। তাহাদের বক্তৃতা-উত্তাপে আপনার হৃদয় গলিয়া যাইবে । তখন শ্ৰীষ্টপনি যা নয়—তাই করিয়া বসিবেন। সভয়ে এ স্থান হইতে আমি পলায়ন করিলাম। দূরে কোটি কোটি যোজন দূরে আমি এক ছেলেখেকো বক্তা দেখিতে পাইলাম। একাকী দাঁড়াইয়া ইনি বক্তৃতা করিতেছিলেন। বক্তৃতাকালে ইনি অনেক অপোগণ্ড শিশুর ইহকাল-পরকাল ভক্ষণ করিয়াছিলেন। অনেক সংসার ছরেখারে দিয়াছিলেন। কানে আঙ্গুল দিয়া ইহার নিকট আমি গমন করিলাম। ইহার অপর কেহ শ্রোতা ছিল না। কিন্তু একখণ্ড অন্ধকারের উপর দীড়াইয়া রাত্রিদিন ইনি বক্তৃতা করেন। শুনিলাম যে পাতালে অসুরদিগের কানের পোকা হইলে, তাহারা ইহার বক্তৃতা শ্রবণ করিতে আগমন করে। পাঁচ মিনিট কাল ইহার বক্তৃতা তাহাদের কর্ণকুহরে প্রবেশ করিলেই কানের পোকা ধড়-ফড় করিয়া বাহির হইয়া যায়। এ স্থান হইতে বিদায় হইয়া আরও কোটি কোটি যোজন দূরে স্বদেশী প্ৰবঞ্চকদিগের দেশে উপস্থিত হইলাম। অনেকগুলি এই জাতীয় প্রেতি দর্শন করিলাম। তাঁহাদের একজন পৃথিবীতে ফাঁকি দিয়াছিলেন। অবশেষে এক বীমা-আফিস খুলিয়া মুটে-মজুরের টাকাও উদারস্থ করিয়াছিলেন। অনেকগুলি হাত ও পা বাহির করিয়া এই মহাপ্ৰভু এক্ষণে আমাকে ধরিতে আসিলেন । ইহার বীমা-আফিসে আমি অর্থ প্ৰদান করি, —সেই ইচ্ছায় তিনি আমাকে ধরিতে br8. află cios (gs se - www.amarboi conf**