পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডাক্তারখানা আছে, সে স্থানে চলিয়া গেল। ডাক্তারের সহিত পরামর্শ করিয়া, যাহাতে বামন হয়, এরূপ ঔষধ একসের ক্রয় করিল। ইংরেজীতে ইহাকে টারটার এমিটিক বলে। আবাদে ফিরিয়া সেই ঔষধ কাপড়ে রাখিয়া এক ছাগলের গলায় বঁধিয়া দিল। তাহার পর যে স্থানে পীর গোরাচাঁদের ব্যাঘ বাস করে, সেই স্থানে ছাগল ছাড়িয়া দিল। বলা বাহুল্য যে, ভ্যা ভ্যা করিতে করিতে ছাগল আপনা। আপনি ব্যাঘের উদরে প্রবেশ করিল। পঞ্চম পরিচ্ছেদ ধাঙ্গড়ের ঘরে কন্দৰ্প পুরুষ প্রায় দুই ঘণ্টা পরে ঔষধের ক্রিয়া আরম্ভ হইল। প্রথম ব্যাঘের পেট কামড়াইতে লাগিল। পেটের কাপড়ে ব্যাঘ অস্থির হইয়া ছটফটু করিতে লাগিল। মাটীতে পড়িয়া গড়াগড়ি দিতে লাগিল। বৃদ্ধ হইলে কি হয়, পেটের কামড়ে সহস্র যুবা ব্যাঘের বলে সে এখন লক্ষ্মফব্বম্বফ করিতে লাগিল। ব্যথা যখন কিছুতেই নিবৃত্ত হইল না, তখন যে দিকে তাহার দুই চক্ষু গেল, সেই দিকে ঘোড়-দৌড়ের অশ্ববেগে সে ছুটিয়া চলিল। ছোট ছোটবেঙ্গুং লাফ দিয়া ও বড় বড় গাং সঁতার দিয়া পার হইতে লাগিল। ক্রমাগত দৌড়িতে করিয়া দোঁড়িতেছিল, সেজন্য পেটের হরিণ শূকর প্রভৃতি খাইয়াছিল, তাহাদের তাড়গােড় সমুদয় বমন করিয়া ফেলিল। উদৃগারের সহিত আমাকে সে বাহির করিয়া ফেলিল । কিঞ্চিৎ সুস্থ হইয়া আমার দিকে সে দুই একবার কাটুমটু করিয়া চাহিল। মনে মনে ভাবিল,- “এ লোকটাকে গিলিয়া ভাল কুকৰ্ম্ম করিয়াছিলাম। যেমন রূপ- তেমনি গুণ, না। আছে রস না আছে কষ! কালো চামড়া মোড়া কেবল খানকতক হাড়। এর চেয়ে যদি দশ মণ পাথুরে কয়লা গিলিতাম, তাহা হইলে কাজ হইত।” এই প্রকার চিন্তা করিযা ব্যাঘ দ্রুতবেগে সে স্থান হইতে প্ৰস্থান করিল। পশু! সে আমার রূপের মহিমা কি বুঝিবে? লম্বোদর বলিলেন, — “তা সব হইল। কিন্তু একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি। ব্যাঘের পেটের ভিতর হইতে তোমার কৰ্ম্মচারীর নিকট সে চিঠি তুমি কি করিয়া পাঠাইলে?” কিয়াৎক্ষণের জন্য নীরব থাকিয়া ডমরুধর উত্তর করিলেন,- “দেখ লম্বোেদর! সকল কথার খোচ ধরিও না। এইমাত্র তোমাকে আমি বলিতে পারি যে, বাঘের পেটের ভিতর ডাকঘর নাই, সে স্থানে টিকিট বিক্রয় হয় না, সে স্থানে মনিঅৰ্ডার হয় না। তিরিক্ষি মেজাজে ডাকবাবু সেখানে বসিয়া নাই।” পত্র প্রেরণের সমস্যা এইরূপে হেলায় মীমাংসা করিয়া ডমরুধর পুনরায় বলিতে লাগিলেন, — বাঘের পেটে কয়দিন আমার উদরে অন্নজল যায় নাই। আমি অতিশয় দুর্বল bre)\, află cios (gs se - www.amarboi conf**