পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৃহিণী আমার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন? তাহার মেটে ঘরটি গ্রামের শেষে এককোণে। আমি মনে করিলাম, কিছুক্ষণ তাহার ঘরে গিয়া বসিয়া থাকি। তাহার পর সন্ধ্যার সময় গা-ঢাকা অন্ধকার হইলে আস্তে আস্তে বাটী যাইব, এইরূপ মনে করিলাম, প্রথম সে আঁউমাউ করিয়া উঠিল। আমি তাহাকে বলিলাম,- “ভয় নাই! চুপ কর, বড় বিপদে পড়িয়া তোর ঘরে আসিয়াছি! গোল করিসূনে! পূজার সময় তোকে একখানা কাপড় দিব।” আমি ভাবয়ছিলাম, কেহ আমাকে দেখিতে পায় নাই; কিন্তু তা নয়। পরীক্ষিৎ ঘোষের কেষ্ট নামে সেই দুষ্ট ঐচোড়ে পাকা ছেলেটা আমাকে দেখিতে পাইয়াছিল। পরীক্ষিৎ ঘোষ আমার নিকট হইতে দশ টাকা ধার লইয়াছিল। দেড়শত টাকা সুন্দ দিয়াছিল। তাহার পর যখন সে আসল পরিশোধ করিল, তখন তাহাকে হাতে রাখিবার নিমিত্ত খতখানি ফিরিয়া দিলাম না। তাহার বিপক্ষে আদালতে একবার মিথ্যা সাক্ষ্যও দিয়াছিলাম। মোকদ্দমায় মিথ্যা বলিতে দোষ নাই। সেই অবধি আমার উপর তাহার। আক্ৰোশ । তাহার ছেলেটাও পথে-ঘাটে আমাকে দেখিতে পাইলে দূর হইতে ক্ষেপায়, সে বলে— “টাকচাঁদ, টাক-বাহাদুর, টাক টাক টাকেশ্বর—ডুরু ডুরু ডুরু।” ডুরু ডুরু মানে ডমরু। আমার নামটা ছোড়া সংক্ষেপ করিয়াছে। পরীক্ষিৎ ঘোষের কাছে তাহার ছেলের দেীরাত্ম্যের বিষয় একবার আমি নালিশ করিয়াছিলাম। সে আমাকে জিজ্ঞাসা করিল,- “কেষ্টা কি আপনার দিকে চাহিয়া ও সব কথা বলে?” ছোড়া কি করে, মনে মনে চিন্তা করিয়া আমি উত্তর করিলাম,- “না। সে আমার দিকে চাহিয়া বলে না। কখনও উপর দিকে চাহিয়া এ বলে, কখনও বা গাছপালার দিকে চাহিয়া বলে, কখন বা আকাশপানে দুইটা পা মাটীর দিকে মুখ করিয়া, দুই হাতের উপর ভর দিয়া চলিতে চলিতে ঐ সব কথা বলেন। পরীক্ষিৎ ঘোষ বলিল,—“তবে?” যখে সে “তবে”র আমি আর উত্তর দিত্ত্বে क्रा । কেষ্টা তাড়াতাড়ি গিয়া আপনার ধাপকে সংবাদ দিল। আমি তা জানিতাম না। পরীক্ষিৎ ঘোষ আসিয়া দুর্লভীর ঘরের দ্বারে শিকল দিয়া দিল। দুর্লভীকে আর আমাকে ঘরের ভিতর বন্ধ করিয়া রাখিল । তাহার পর পাড়ার লোককে সংবাদ দিল। দুর্লভীর ঘরে আমাকে দেখিবার নিমিত্ত মেয়ে-পুরুষ ছেলে-বুড়ো সুদ্ধ লোক ভাঙিয়া পড়িল৷ জাহ্নবী সাই বলিলেন– “আমিও দেখিতে গিয়াছিলাম।” গণপতি ভড় বলিলে,- “আমিও গিয়াছিলাম!” পুঁটীরাম চাকী বলিলেন,- “আমিও গিয়াছিলাম।” লম্বোদর বলিলেন,- “আমি তখন বাড়ী ছিলাম না। বাড়ী থাকিলে আমিও যাইতাম।” ক্রুদ্ধ হইয়া ডমরুধর বলিলেন, — “যাইতে বই কি! তুমি না গেলে কি চলে?” দুর্লভীর ঘরের সম্মুখ দিকে দুইপার্শ্বে দুইটি ছোট ছোট জানােলা আছে। ঘরের পশ্চাৎ দিকের প্রাচীরেও সেইরূপ ছোট জানালা আছে। সম্মুখ দিকের দুইটি জানােলা দিয়া লোক সব উকি মারিয়া আমাকে দেখিতে লাগিল। সে দুইটি জানালার ভিড় করিয়া লোক ঠেলা ঠেলি করিতে লাগিল। কেষ্টার বন্ধু পাঁচ ছয় ছোড়া চালে উঠিয়া খড় ফাঁক করিয়া উপর হইতে উকি মারিয়া আমাকে দেখিতে লাগিল। পশ্চাৎ দিকের জানালাটা কিছু উচ্চ ছিল। মাটীতে দাঁড়াইয়া তাহা দিয়া দেখিতে পারা যায় না। কেষ্টা ছোড়ার একবার বদমায়েসি শুন । কোথা হইতে একটা টুল r8o দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com"ির্ড"*" ******