পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাহিয়া আনিল। লোককে সেই টুলের উপর দাঁড় করাইয়া ঘরের ভিতর আমাকে ও দুর্লভীকে দেখাইতে লাগিল । পুঁটিরাম চাকী বলিলেন,- “আমনি দেখায় নি। এক পয়সা করিয়া টুলের ভাড়া লইয়াছিল। দেখিতে আমার একটু বিলম্ব হইয়াছিল বলিয়া আমার নিকট হইতে সে চারি পয়সা व्न३शांछिल ।” আধাকড়ি ঢাক বলিলেন,- “চারি পয়সা। আমাকে সাত পয়সা দিতে হইয়াছিল।” ডমরুধর মুখ কুঞ্চিত করিয়া বলিলেন,- “কি দেখিবার জন্য পয়সা খরচ করিয়াছিলে? আমাকে কি তোমরা কখনও দেখা নাই? আমি কি আলিপুরের বাগানের সিঙ্গি না বাঘ না কিযে, আমাকে দেখিবার জন্য তোমাদের এত হুড়াহুড়িী?” সপ্তম পরিচ্ছেদ এলোকেশীর মুড়ো খেঙরা দেখিতে দেখিতে কে একজন বলিয়া বসিল,—"ল্ল্যািক্তপী ঠাকুরাণীকে সংবাদ দাও। তিনি আসিয়া কৰ্ত্তাটিকে একবার দেখুন।” (9 তখন আমার হৃৎকম্প হইল। একে তৃতীয় পুঞ্জের আবার তাহার উপর আমি এক কন্দৰ্প পুর্বর্তী সৰ্ব্বদাই এলােকেশীর সন্দেহ। এ অবস্থায় আমাকে দেখিলে এলোকেশী যে উক্ত হাল করিবেন, তাই ভাবিয়া আকুল হইলাম। সেই হতভাগা ছোড়া কেষ্টা, —বলিতে আমার বাড়ীতে সংবাদ দিল। এলোকেশীর গায়ের রং আমা অপেক্ষা কালো। রাগে এখন তাঁহার মুখটি অনেক দিনের ভুষোপড়া ধানসিদ্ধ হাড়ীর ন্যায় হইল। ভীম যেরূপ ঘণ্টাওয়ালা লোহার। গদা লইয়া দ্বৈপায়ন হ্রদের ধারে দুৰ্য্যোধানের সহিত যুদ্ধ করিতে গিয়াছিলেন, এলোকেশীও সেইরূপ মুড়ো খেঙরা লইয়া দুর্লভীর ঘরে আসিয়া উপস্থিত হইলেন। এলোকেশীকে দেখিয়া লোকে পথ ছাড়িয়া দিল। দ্বারের শিকল খুলিয়া তিনি ঘরের ভিতর প্ৰবেশ করিলেন। তাহার পর— বলিব কি ভাই, আর দুঃখের কথা। “পোড়ার মুখো বুড়ো ডেকরা! ! আজি তোর ভূত ছাড়াইব” —এই কথা বলিয়া আমার মাথার টাক হইতে পায়ের আঙ্গুল পৰ্যন্ত সেই মুড়ো খেঙরা দিয়া ঝাড়াইতে লাগিলেন। এলোকেশীর নব্য বয়স, ধাঙ্গড়ের কিল বা কি! এলোকেশীর এক এক ঘা খেঙরা ভীমের গদার ন্যায় আমার গায়ে পড়িতে লাগিল। আমি যত বলি—আর নয়! আর নয়! যথেষ্ট হইয়াছে— ততই খেঙরার প্রহারে আমার পিঠ ফাটিয়া যাইতে লাগিল। মাথার টাকে ও পিঠে সেই মুড়ো খেঙরার অনেক কাঠি ফুটিয়া গেল। কেষ্টাকে মন্দ বলি, কিন্তু এই দুঃসময়ে সে আমার বন্ধু হইল। আমার নাকাল দেখিয়া আমোদে আটখানা হইয়া সে ও তাহার সঙ্গিগণ হাততালি দিয়া নাচিতে নাচিতে বলিতে লাগিল,- “টাক-চাঁদ, টাক-বাহাদুর, টাক টাক টাকেশ্বর, ডুরু ডুরু ডুরু।” छ#द्रन्-bछि sNNis viði (SS BS! ro www.amarboicom ro ክr83)