পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার সাৰ্ব্ব শরীরের ব্যথা দূর হইল। যেন নতুন জীবন নূতন শরীর আমি প্রাপ্ত হইলাম। তাহার পর মা আমাকে আশ্বাস প্ৰদান করিয়া বলিলেন, — “যাও বাছা । এখন ঘরে যাও। এলোকেশী আর তোমাকে কিছু বলিবে না।” এই কথা বলিয়া মা অন্তৰ্দ্ধান হইলেন। আমি বাড়ী আসিলাম । মায়ের বরে এলোকেশীর প্ৰসন্ন বদন দেখিয়া পরম সন্তোষ লাভ করিলাম। ডমরুধারের গল্প শুনিয়া সকলেই চমৎকৃত হইলেন। পুরোহিত বলিলেন,- “ধন্য ডমরুধর! তুমি ধন্য!” গণপতি ভড় বলিলেন, — “ডমরু কি বিপদেই না পড়িয়াছিলেন।” পুঁটিরাম চাকী বলিলেন,- “কেবল পুণ্যবলে ডমরুধর রক্ষা পাইয়াছেন।” আধাকড়ি ঢাক বলিলেন,- “চমৎকার গল্প।” লম্বোেদর বললেন,— “অতি চমৎকার!! বৃদ্ধৃদিগুরুত্বপুস্তত্ব সমালোচনা করিবার সময় কোন কোন লেখক যেরূপ প্রেমে মজিয়া রসে ভিজিয়া ভাবে গােঁজিয়া বলেন,— মরি মরি! আহা মরি! এও সেই আহা মরি!” 62 রুক্ষ কটাক্ষ ডমরুধর একবার দিকে চাহিয়া দেখিলেন। কিন্তু কোন উত্তর করিলেন না । 零 অবশেষে ডমরুধর বলিলেন, →“পীর গোরাচাঁদের ব্যাঘের উদরে যখন ছিলাম, তখন মনে মনে সংকল্প করিয়াছিলাম যে, এ বিপদ হইতে যদি আমাকে পরিত্রাণ করেন, তাহা হইলে মাকে আমি ব্যাঘ-বাহিনীরূপে পূজা করিব। আমার আদেশ সেই জন্য কারিগর সিংহ স্থানে ব্যাঘ গড়িয়াছে। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, — “তুমি যে গল্পটি করিলে, কি করিয়া জানিব যে, তাহা সত্য?” ডমরুধর উত্তর করিলেন,- “এই আমার পায়ে এখনও রাহুর কামড়ের দাগ রহিয়াছে।” সত্য সত্যই ডমরুধারের পায়ে একটা দাগ আছে, তা দেখিয়া সকলে অবাক! তখন লম্বোদর বলিলেন, — জিলেট জিলেকি সিলেমেল কিলেকিট কিলোকিশ । sNNis viði (SS BS! ro www.amarboicom ro