পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম গল্প প্ৰথম পরিচ্ছেদ স্বদেশী-কোম্পানী ডমরুধরের প্রথম উপাখ্যানে চিত্রগুপ্ত, যম, যমনী, পুঁই শাক, এলোকেশী, এলোকেশীর মাতা প্রভৃতির বিষয় বির্ণিত হইয়াছিল। এলোকেশী। ডমরুধরের তৃতীয় পক্ষের পত্নী। সেই উপাখ্যান পাঠের ফল এইরূপ,- “ডমরুচরিত পড় রে ভাই করে একান্ত ভক্তি। ইহকালে পাবে সুখ পরকালে মুক্তি৷ চিত্রগুপ্তর গলায় দড়ি যামনী বাজায় শাক । পুঁই শাকের নামে যমের সিটিকে উঠলো নাক৷ ঝক মক করে সোনার গহনা এলোকেশীর আড়নয়নে শাশুড়ী ঠাকরুণ পিটির পি 哥血 পয়সা দিয়া ডমরুচরিত কিনে রাখ , বরং অধিক। র সহিত নানারূপ গল্প করেন। পঞ্চমীর দিন নিকট তিনি বসিয়া আছেন। ডমরুধরের মুখের দিকে চাহিয়া লম্বোদর বলিলেন,- “এবার পুনরায় স্বদেশী কোম্পানী খুলিয়া তুমি অনেকগুলি টাকা উপাৰ্জন করিয়ােছ।” ডমরুধর উত্তর করিলেন, — “হাঁ ভাই। স্বদেশী কোম্পানী বৃথা যায় না। কিছু না কিছু দিয়া যায়। কিন্তু ভাই, সম্প্রতি আমি এক ঘোর বিপদে পড়িয়ছিলাম। সে বিপদ হইতে মা দুৰ্গা আমাকে রক্ষা করিয়াছেন। আমার প্রতি মায়ের অসীম কৃপা । বলিতে গেলে আমি মা দুর্গার বরপুত্র।” লম্বোদর বলিলেন,- “সে বার স্বদেশী কোম্পানী খুলিয়া তুমি অনেক রাড়ী ভূড়ি গরীব দুঃখীর টাকা হাম করিয়াছিলে। একবার মোকদ্দমা হইয়াছিল জানি। কি হইয়াছিল বল দেখি!” ডমরুধর উত্তর করিলেন,- “মোকদ্দমা স্বদেশী কোম্পানীর প্রধান অঙ্গ। স্বদেশী কোম্পানী খুলিলে সকলেই মামলা-মোকদ্দমা করিতে হয়। যাহা হউক, এখন সব চুকিয়া গিয়াছে। এই নূতন স্বদেশী কোম্পানীর বৃত্তান্ত এখন আমি তোমাদিগকে বলিতে পারি, শুন৷” ডমরুধর এইরূপ বলিতে লাগিলেন,- গত বৎসর পূজার পর একদিন বেলা দশটার সময় আমি বাহিরে বসিয়া আছি, এমন সময় ክr88 xffff}} ~~" &bripମ୍ପଞ୍ଜୁ sNNis viði (SS BS! ro www.amarboicom ro