পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম পরিচ্ছেদ সাহেবের কাজ ডমরুধরের বাস কলিকাতার দক্ষিণে, যেস্থানে অনেক কাটি-গঙ্গা আছে। প্রথম অবস্থায় ইনি দরিদ্র ছিলেন। নানা উপায় অবলম্বন করিয়া এক্ষণে ধনবান হইয়াছেন । এলোকেশী। ইহার তৃতীয় পক্ষের স্ত্রী। ডমরুধর বৃদ্ধ, সুপুরুষ নহেন। তথাপি এলোকেশীর সর্বদাই সন্দেহ। গত বৎসর দুর্লভী বাগদিনী ডমরুধারকে ঝাটাপেটা করিয়াছিল। সেই উপলক্ষে এলোকেশীও তাহাকে উত্তম-মধ্যম দিয়াছিলেন। কয়েক বৎসর পূৰ্ব্বে ডমরুধর সন্ন্যাসি-বিভ্রাটে পড়িয়াছিলেন। সেই অবধি ইনি দুর্গোৎসব করেন। সুন্দরবনে ডমরুধরের আবাদ আছে। প্ৰজাদিগের নিকট হইতে চাউল, ঘূত, মধু, মৎস্য প্রভৃতি আদায় করেন। প্রতিমাটি গড়া হয়, কিন্তু পূজার উপকরণ,- “প্রায় সমস্তই কাটি-গঙ্গার আজ পূজার পঞ্চমীর দিন, দালানে প্রতিমার পার্শ্বে বন্ধুগণের সহিত বসিয়া ডমরুধর গ্রন্থগুছিা করিতেছেন। লম্বোেদর বলিলেন, — “এবার তুমি মরিয়া বঁচিয়াছ, যে ভয়ানক রোগ হইয়াছিল তাহাতে পূজার সময় তােমার গল্প যে আমরা শুনিবুওতেঁজ আমরা করি নাই।” ডমরুধর উত্তর করিলেন, — “হাঁ ভাই এবার আমি মরিয়া বাঁচিয়াছি। মা দুর্গার আমি বরপুত্র। সেবার সন্ন্যাসি-বিভ্ৰাট হইস্ট্রেপতিনি আমাকে রক্ষা করিয়াছিলেন। তাঁহার কৃপায় গত বৎসর বাঘের মুখ হইতে আমি বঁচিয়াছিলাম। এবার উৎকট রোগ হইতে তিনি আমাকে মুক্ত করিয়াছেন। সমুদয় দুর্ঘটনা নষ্টচন্দ্ৰ দেখিয়া ঘটিয়াছিল। আধাকড়ি জিজ্ঞাসা করিলেন,- “নষ্টচন্দ্ৰ দেখিয়া কি হইয়াছিল?” ডমরুধর উত্তর করিলেন, — সে কথা এতদিন আমি প্ৰকাশ করি নাই। কি হইয়াছিল, তাহা শুন । এবার আমি নষ্টচন্দ্ৰ দেখিয়াছিলাম। নষ্টচন্দ্ৰ দেখিলে চুরি করিতে হয়। মনে করিলাম যে, দুর্লভীর উঠানে যে শসা গাছের মাচা আছে, তাহা হইতে শসা চুরি করিয়া আনি । বাহিরে যাহাই বলুক, কিন্তু দুর্লভীর মনটা আমার উপর আছে। শসা চুরি করিতে গিয়া যদি ধরা পড়ি, এলোকেশী যদি কিছু বলেন, তাহা হইলে আমি বলিব যে, নষ্টচন্দ্ৰ দেখিয়া চুরি না করিলে কলঙ্ক হয় । চুপে চুপে আমি শসা চুরি করিতে যাইলাম। কিন্তু দূর হইতে দেখিলাম যে, দুর্লভী কেরোসিনের ডিবে জ্বালাইয়া ঠেঙা হাতে করিয়া দাওয়াতে বসিয়া আছে। তাহার উগ্ৰমূৰ্ত্তি দেখিয়া আর অগ্রসর হইতে আমি সাহস করিলাম না। সে রাত্রি আমার চুরি করা হইল না। মনে করিলাম যে, আজ রাত্ৰিতে না হউক, তিন দিনের মধ্যে কিছু চুরি করিলেই নষ্টচন্দ্রের দোষ কাটিয়া যাইবে। কোথায় কি চুরি করি, রাত্ৰিতে শুইয়া ডমরু-চরিত brtt sNAls viði (SS BS! ro www.amarboi.com ro