পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম গল্প প্ৰথম পরিচ্ছেদ জিলেট মন্ত্র পূজার পঞ্চমীর দিন ডমরুধর যথারীতি বন্ধু-বান্ধবের সহিত প্রতিমার সম্মুখে বসিয়া আছেন। হাঁ করিয়া তিনি বলিলেন,- “তোমরা একবার আমার মুখের ভিতরটা ভাল করিয়া দেখ।” সকলে দেখিলেন। লম্বোদর বলিলেন,- “তোমার মুখের ভিতর কি আছে? কিছুই নাই। ফোকলা মুখ। তিমির গিরিগহবরের ন্যায়।” ডমরু উত্তর করিলেন— “তোমাদের পাপচক্ষু তৈলপেষী বলদের ঠুলি দ্বারা আবৃত। তোমরা দেখিবে কেবল অন্ধকার।” গজানন জিজ্ঞাসা করিলেন,- “তবে তোমার মুখের ভিতর কি আছে?” ডমরুধর উত্তর করিলেন,- “আমার জিহ্বা ও কষ্ঠে সরস্বতী দেবী অধিষ্ঠিতা আছেন। পূৰ্ব্বে বলিয়াছি যে, আমি মা দুর্গার বরপুত্র। তাহার প্রত্নাহার সঙ্গে যে দেবতাগুলি আগমন করেন, একে একে সকলের আরাধনা করিয়া আমি ভা করিয়াছি। কাৰ্ত্তিকের বরে আমার কন্দৰ্পের ন্যায় রূপ হইয়াছে। মা সরস্বতীর ཧྭ་ཚུལ་སྤྱིའི་ এতবড় বিদ্বান হইয়াছি। মেঘনাদবধ কে লিখিয়াছে জান?” লম্বোদর উত্তর করিলেন, — "কেন?ািকল মধুসূদন দত্ত ।” ডমরুধর বলিলেন,- “হা, র তাই বিশ্বাস। কিন্তু কলিকাতায় যখন আমি চাকরী করিতাম, তখন সন্ধ্যার পর সাহেবী পোষাক পরিয়া কে আমার নিকট আসিত? দুই ঘণ্টাকাল আমি যাহা বলিতাম, কে তাহা লিখিয়া লইত? সে লোকটি অপর কেহ নয়, সে লোকটি মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদবধ কাব্য আগাগোড়া আমার দ্বারা রচিত। কিন্তু মাইকেল আমাকে অধিক টাকা দিতে পারিতেন না। টাকা দিতেন। বঙ্কিম। কোনদিন পাঁচ, কোনদিন দশ। যেদিন ‘দুৰ্গেশনন্দিনী’ শেষ করিয়া তাঁহার হাতে দিলাম, সেদিন তিনি আমাকে একেবারে একশত টাকা দিয়াছিলেন। অন্যান্য পুস্তকের জন্যও তিনি আমাকে অনেক টাকা দিয়াছিলেন। মাইকেল ও বঙ্কিম অনেক কাকুতি-মিনতি করিয়া আমাকে বলিয়াছিলেন যে,- “মহাশয়। আপনি যে আমাদের পুস্তক লিখিয়া দিয়াছেন, আমরা বঁচিয়া থাকিতে সে কথা প্ৰকাশ করিবেন। না।” সেইজন্য এতদিন চুপ করিয়াছিলাম। আর দেখ, এখন যত বড় বড় গ্রন্থকার জীবিত আছেন, অন্ততঃ সাধারণে যাহাদিগকে গ্রন্থকার বলিয়া জানে, তাঁহাদের সমুদয় পুস্তকের প্রণেতা এই শৰ্ম্ম । হাসি পায়। নাম করিব না। নাম করিলে, তাঁহাদের মান-সন্ত্রম একেবারে যাইবে। অনেক অনুনয়-বিনয় করিয়া নাম করিতে তাঁহারা আমাকে মানা করিয়াছেন। সেইজন্য চুপ করিয়া আছি। কিন্তু তাঁহারা যে গ্রন্থকার বলিয়া লোকের নিকট পরিচয় দেন, তাই আমার হাসি পায় ।” ኪrሏebr �0:57] <!୬୩tor' :୪rti>{ଝଞ୧ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro