পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকমহাশয়ের পুনরায় মা দুর্গার প্রতি অসীম ভক্তি হইল। তিনি প্রতিমা গঠনের নিমিত্ত আদেশ করিলেন ও মহাসমারোহে পূজার আয়োজন করিতে লাগিলেন। জিলেট জিলেকি সিলেমেল কিলেকিট কিলোকিশ । জামাতা কেশবকে তিনি ডাকিতে পাঠাইলেন। জিলেট মন্ত্রে তাহার গায়ে হাত বুলাইয়া আমি তাঁহাকে সকল পাপ হইতে মুক্ত করিলাম। শ্বশুর-জামাতায় অক্ষুন্ন অপরিসীম স্নেহ-মমতা ও সদ্ভাব হইল। জিলেট জিলেকি সিলেমেল কিলেকিট কিলোকিশ । দুই চারিদিন পরে জিন আসিয়া উপস্থিত হইল। সে বলিল,— এই যে ডমরুমহাশয়, মনুষ্য মধ্যে ইনি রত্নবিশেষ। ইনি জিলেট মন্ত্র প্রাপ্ত হইয়াছেন। সেই মহামন্ত্রবলে ইনি না পারেন, এমন কাজ নাই। আজ রাত্ৰিতে ইহাকে আমি শাহারাজাদি দিনারজাদির নাচ দেখাইব । পুস্তকে লেখা আছে যে, শাহারাজাদি গল্প বলিয়া বাদশাহকে বশ করিয়াছিলেন। সে মিথ্যা কথা। দুই ভগিনীর নাচ দেখিয়া বাদশাহ বশ হইয়াছিলেন। পরমা সুন্দরী রমণীর সহিত জিন আসিয়া উপস্থিত হইল। সেই দুইটি রমণী আমাদের সম্মুখে নানা ভাব-ভঙ্গী করিয়া নাচিতে লাগিল। কেবল ঢাকমহাশয়, কেশব ও আমি সে নাচ দেখিয়াছিলাম। রমণী দুইটির অপূৰ্ব্ব সৌন্দৰ্য্য ও অদ্ভুত নাচ দেখিয়া আমার মুণ্ড ঘুরিয়া গেল। দুর্লভী বাগদিনীকে আমি ভুলিয়া যাইলাম। নাচ সমাপ্ত হইলে জিন বলিল,— “আজ রাত্রিতেই আমরা বোগদাদে গমন করিব। ডুমুরুমহাময় ও কেশবকে সঙ্গে লইয়া যাইব । বায়ুরুর্গ উড়িয়া মুহূৰ্ত্ত মধ্যে আমরা সে স্থানে পীেছিব। সে স্থানে গিয়া ডমরুমহাশয়ের সহিত স্থানু্রজাদির নিকা দিব ও দিনারজাদির সহিত কেশবের বিবাহ দিব।” இ সে প্ৰস্তাবে আমি সম্মত হইলাম । বলিলাম যে, এলোকেশীর মত না লইয়া আমি যাইতে পারিব না। কারণ, তাঁহাকে যুদ”না বলিয়া যাই, তাহা হইলে পৃথিবী খুঁজিয়া তিনি আমাকে বাহির করিবেন। আর টাক হইতে পায়ের অঙ্গুলি পৰ্যন্ত তিনি আমাকে বাটা-পেটা করিবেন। জিন এলোকেশীকে ডাকিতে পাঠাইল। বঁটা হাতে করিয়া নিবিড় তিমির দ্বারা গঠিত শরীরে জবাকুসুমসম লোহিত লোচনে এলোকেশী আসিয়া উপস্থিত হইলেন। তাঁহাকে দেখিয়াই জিনের মুখ শুষ্ক হইয়া গেল। তাহার পর শাহরজাদির সহিত আমার নিকার প্রস্তাব শুনিয়া যখন এলোকেশী জিনকে ঝাটা পেটা করিতে দৌড়িলেন, তখন জিন, শাহারজদি ও দিনারজাদির শরীর গলিয়া ধূমে পরিণত হইল। ধূম বাতাসে গেল। সেইদিন হইতে তাহারা কোথায় যে পলায়ন করিল, তাহা কেহ জানে না। কেশবের নিকট জিন আর আসে না। যাহা হউক, ঢাকমহাশয় এ বৎসর ঘোর ঘটা করিয়া দুর্গোৎসব করিলেন। লম্বোদর বলিলেন,-“আচ্ছা আজগুবি গল্প তুমি বানাইতে পার” ডমরুধর উত্তর করিলেন,-সকলই মহামায়ার মায়া! জিলেট জিলেকি সিলেমেল কিলেকিিট কিলোকিশ । sNAls viði (SS BS! ro www.amarboi.com ro