> やb〜 দায়ুদের গীত । [১১৯ গীত। আপন ভয়কারি দাসের প্রতি নিজ কথা সফল কর। ৩৮ এবং আমার ভয়জনক নিন্দ দূর কর ; তোমার ৩৯ তাবৎ রাজনীতি উত্তম। দেখা, আমি তোমার উপদে- ৪০ শের আকাডু করি, অতএব তোমার ধৰ্ম্মে আমাকে জীবন দান কর। বে। হে পরমেশ্বর, তোমার প্রচুর অনুগ্রহ অর্থাৎ তো- ৪১ মার স্বীকৃত পরিত্রাণ তোমার বাক্যানুসারে আমার প্রতি বৰ্ত্তক। তাহাতে আমি তোমার বাক্যে প্রত্যাশা ৪২ করাতে আপন নিন্দাকারিকে উত্তর দিতে পারিব। অামার মুখহইতে কথন সত্য কথা অপহরণ ৪৩ করিও না, কেননা অামি তোমার বিচারণজ্ঞার অপেক্ষা করিতেছি। অামি সদা সৰ্ব্বক্ষণ তোমার ব্যবস্থা পা- ৪৪ লন করিব। এব^ তোমার উপদেশ অনুসন্ধান করাতে ৪৫ বিস্তারিত পথে গতায়ণত করিব। এবণ রাজগণের ৪৬ সাক্ষাতে তোমার প্রমাণবাক্য কহিব, লজ্জিত হইব না। তোমার প্রিয় আজ্ঞাতে আমি হৃষ্টচিন্ত হই। ৪৭ এব^ তোমার প্রিয় আজ্ঞার নিকটে কৃতাঞ্জলি হই, ৪৮ ও তোমার বিধি সকল ধ্যান করি। সয়িন । তুমি যাহাদ্বারা অামাকে প্রত্যাশান্বিত করিয়াছ, ৪১ আপনার এই দাসের পক্ষে সেই বাক্য স্মরণ কর। তোমার বাক্যদ্বারা অামি জীবন প্রাপ্ত হইয়াছি, ৫০ ইহাই দুঃখের সময়ে আমার সান্তুনা। অহঙ্কারি লোক ৫১ অামাকে অতিশয় নিন্দ করিলেও অামি তোমার ব্যবস্থাহইতে বিপথগামী হই না। হে পরমেশ্বর, ৫২ তোমার পূৰ্ব্বকালীয় বিচারণজ্ঞ স্মরণ করিতে ২ আমি সাম্ভনা পাই । দুষ্টগণ তোমার শাস্ত্র ত্যাগ করে, ৫৩ 168
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/১৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।