পাতা:দিল্লীশ্বরী.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রমাণ-পঞ্জী ( ) Muntakhab-ul Lubab, (Pers text-Bib. Indica), Ist. vol. গ্রন্থকার—মুহম্মদ হাশিমু খাফি খাঁ, মোগল-সম্রাটু বাবর হইতে আরম্ভ করিয়া মুহম্মদ শাহর চতুর্দশ রাজ্যাঙ্ক ( ১৭৬৩) পৰ্য্যস্ত ইতিহাস রচনা করেন। আওরংজীবের রাজত্বের মাঝামাঝি পৰ্য্যন্ত ঘটনাবলী প্রমাণিক গ্রন্থাদির সাহায্যে সঙ্কলিত ; পরবর্তী কালের ইতিহাস গ্রন্থকারের অভিজ্ঞতা-প্রস্থত। নুরুজহান্‌-প্রসঙ্গে খাফি খ লিখিয়াছেন । পৃ, ২৬৩)–জঙ্গীর-নামা ইতিহাসের লেখক, একে সময় উপযুক্ত নহে, তাহার উপর দুই পক্ষের মান রাখিয়া চলা দরকার বলিয়া, নূরজহানের [প্রথম জীবনের } কাহিনী আগাগোড় বর্ণনা করিতে অনেকগুলি ঘটনা চাপা দিয়াছেন ও বিষয়টি অন্তরূপ সাজাইয়াছেন । ৰিস্তু আমি - অমুসন্ধানে যাহা সত্য বলিয়া জানিয়াছি, এবং মুজার ভূত্য মুহম্মদ সাদিক্‌ তবরেজী-লিখিত মিন্‌জ-উস্-সাদিকাইন্‌ গ্রন্থে যাহা পড়িয়ছি, তাহাই লিপিবদ্ধ করিলাম।” ১৩১৮ সালের আশ্বিন-সংখ্যা ‘প্রবাসী’তে প্রকাশিত শ্ৰীযদুনগ্ন সরকট · লিখিত “বাদৃশাহী গল্প ( ফার্সী হইতে )” দ্রষ্টব্য। (R ) Padishah nama, ( Pers. text-Bib. Ind.) 2 vols.